Advertisements

যে শেয়ার গুলিতে নিশ্চিন্তে বিনিয়োগ করা যায় | Stocks in which you can invest without any worry

Advertisements

আমাদের জীবনের কোনও না কোনও ধাপে শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা আমরা নিশ্চই ভেবে থাকি, তবে বেশীর ভাগ ক্ষেত্রেই হয়তো শেষমেষ আমাদের আর বিনিয়োগ করা হয় না। এর জন্য শেয়ার বাজারে শেয়ার -এর দামের ওঠানামা সম্বন্ধে আমাদের ভীতিই দায়ী। শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবলেই আমাদের মনে ‘যদি আমার কেনা শেয়ার -এর দাম কমে যায়’  প্রশ্নটি বারবার আসে এবং এর ফলস্বরূপ আমরা আর ঝুঁকি নিতে চাই না এবং শেষমেষ অত্যন্ত নিম্ন হারে রিটার্ন দেওয়া ফিক্সড ডিপোজিট -এ বিনিয়োগ করি। 

Advertisements

 

তাই শেয়ার বাজারে যাঁরা বিনিয়োগ করতে চান তাঁদের জন্যই আমাদের আজকের পোস্টটি। শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে, শেয়ারের দাম পড়ে যাওয়া বা কোম্পানী বন্ধ হয়ে যাওয়া অথবা কোম্পানী ক্ষতিতে চলা – মূলত এই তিনটি ভয় আমাদের মধ্যে কাজ করে। এখন যদি এই ভয়গুলিকে আমরা কমাতে পারি তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ করার ব্যপারে আমাদের মধ্যে যে মানসিক বাধা কাজ করে তা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। আর এই ভয় কাটানোর জন্য আমরা ইতিহাসের দিকে দেখবো। কথায় বলে, ‘History tells the future’। অর্থাত্‍ ইতিহাস ভবিষ্যতের কথা বলে। শেয়ার বাজারের একটি প্রচলিত কথা হলো, Share Market is a game of Probability, অর্থাত্‍ শেয়ার বাজার হলো সম্ভাবনার খেলা। তবে এসবের আগে আমরা নিফটি ৫০ সূচক সম্বন্ধে জেনে নেবো। 

Advertisements

 

নিফটি ৫০ সূচক বা NIFTY 50 ইন্ডেক্স: –

১৯৯৬ সালে NIFTY 50 ইন্ডেক্স গঠিত হয়। NIFTY 50 ইন্ডেক্সটি ভারতের সেরা পঞ্চাশটি কোম্পানী নিয়ে গঠিত একটি সূচক। নির্দিষ্ট সময় অন্তর এই সূচকে থাকা কোম্পানী গুলি রদবদল হতে থাকে। এই সূচকের মধ্যে থাকা কোনও কোম্পানী খারাপ পারফর্ম করলে এই সূচক থেকে সেই কোম্পানীকে বার করে দেওয়া হয়, তেমনি এই সূচকের বাইরে থাকা কোনও কোম্পানী খুব ভালো পারফর্ম করলে এই সূচকে জায়গা করে নেয়। এই সূচকে অন্তর্ভুক্তি এবং সূচকে নিজের স্থান ধরে রাখতে কোম্পানী গুলিকে অনেক ধরণের মাপকাঠিতে উত্তীর্ণ হতে হয়।

Advertisements

 

এবার মনে করুন এমন কোনও কোম্পানী যা কিনা এই তালিকায় একেবারে শুরু থেকেই রয়েছে, তাহলে নিশ্চই আমরা বলতেই পারি যে কোম্পানীটি মৌলিক ভাবে (Fundamentally) এতটাই শক্তিশালী যে দীর্ঘ ২৫ বছর ধরেই ভাল পারফর্ম করে চলেছে এবং গ্রোথ দেখিয়ে চলেছে। কিন্তু এমন কোম্পানী কী সত্যিই আছে ? এর উত্তর হল হ্যাঁ আছে। একটি, দুটি নয় মোট ১৩ টি এমন কোম্পানী আছে যা নিফটি ৫০ সূচক চালু হওয়ার সময় থেকে এখনও অবধি তার স্থানচ্যুত হয়নি। চলুন এবার দেখে নেওয়া যাক সেই ১৩টি শেয়ার -এর নাম।   

Advertisements

শেয়ার বাজারের ১৩ টি স্টক যেগুলির ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় : – 

১. HDFC Bank 

২. Reliance Industries

৩. Housing Development Finance Corporation (HDFC)

৪. ITC

৫. Hindustan Uniliver

৬. Larsen & Tubro (L&T)

৭. State Bank of India

৮. Tata Motors

৯. Dr. Reddy’s Laboratory

১০.Tata Steel

১১. Grasim Industries

১২. Hero Motocorp

১৩. Hindalco Industries

 

যেমনটি আগে বলা হয়েছে, যে শেয়ার বাজার হলো সম্ভাবনার খেলা এবং ইতিহাস ভবিষ্যতের কথা বলে, তাই আমরা অনুমান করতেই পারি যে যেহেতু উপরে উল্লিখিত এই ১৩ টি কোম্পানী শেয়ার বাজারের নিত্য অনিশ্চয়তার মধ্যেও দীর্ঘ ২৫ বছর ধরে ভালো পারফর্ম করে চলেছে এবং নিফটি ৫০ তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে, আগামী দিনেও তার ব্যাতিক্রম হবে না। তবে যে কোনও শেয়ারে বিনিয়োগ করার আগে সে সম্বন্ধে আরও পড়াশোনা করে নেওয়া বাঞ্ছনীয়।  

Advertisements

 

আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে নীচে দেওয়া যে কোনও একটি লিঙ্কে ক্লিক করে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বিনিয়োগ করা শুরু করতে পারেন। 

 

 

ZERODHA -তে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন। 

 

UPSTOX -এ ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন। 

 

 

 

সতর্কীকরণ: –শেয়ার বাজারে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ । তাই এই পোস্টে লেখা শেয়ার গুলিকে কোনোভাবেই সুপারিশ হিসাবে নেবেন না। এই পোস্টে নাম করা শেয়ার গুলি সম্পুর্ন ভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া। এই পোস্ট দেখে কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হলে, এই পোস্টের লেখক বা এই ব্লগের সাথে যুক্ত কেউ কোনোভাবেই দায়ী হবেন না।

Advertisements

 

 

 

 

 

আরও পড়ুন: –

এই ৫ টি শেয়ারে বিনিয়োগ করলে হতে পারেন কোটিপতি | 5 Shares which could make you Crorepati

 

আমেরিকান শেয়ার কিভাবে কিনবেন | How to buy US Stocks in Bengali | আমেরিকান স্টক কিভাবে কিনবেন

 

মিউচুয়াল ফান্ড কি | মিউচুয়াল ফান্ড কত প্রকার | মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করবো | Mutual Fund Details in Bengali

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!