Advertisements
বন্ধুরা, কেন্দ্র এবং রাজ্য সরকার জনসাধারণের সুবিধার জন্য বিভিন্ন ধরণের প্রকল্প চালু করে থাকে। তবে, বেশীর ভাগ মানুষই এই সমস্ত প্রকল্প গুলি নিয়ে সচেতন নয়। এমনই একটি প্রকল্পের নাম হলো আমার ধান আমার চাতাল প্রকল্প। এই প্রকল্পটি সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। সব কিছু ভালো ভাবে বুঝে নেওয়ার জন্য পোস্টটি শেষ অবধি মন দিয়ে পড়ুন।
Advertisements
Contents
hide
আমার ধান আমার চাতাল প্রকল্প কি?
Advertisements
- আমার ধান আমার চাতাল প্রকল্পটি চালু হয়েছিলো ২০১৪ সালে। এটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের একটি প্রকল্প। যদিও পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দফতর জেলাগুলিতে অবস্থিত তাদের অধীনস্থ দফতর গুলির সাহায্যে এই প্রকল্পটি রূপায়ণ করে। এই প্রকল্পটি মূলত কৃষকদের চাষ করা ধান থেকে চাল তৈরী করতে সহায়তা করার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
Advertisements
আমার ধান আমার চাতাল প্রকল্পের সুবিধা
- আমার ধান আমার চাতাল প্রকল্পের মাধ্যমে কৃষকগণ তাদের চাষ করা ধান শুকাবার জন্য আর্থিক সাহায্য পাবেন।
- এই প্রকল্পের জন্য যে সব কৃষক ভাই বোনেরা নির্বাচিত হবেন তাঁদের সেদ্ধ ধান শুকানোর চাতাল বানানোর জন্য এককালীন ১০,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আবার, ব্যাক্তিচালিত ধান শুকানোর যন্ত্র কেনার জন্য ৮০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে।
- এছাড়াও এই প্রকল্পের অধীনে উন্নত, স্বল্প খরচের ধান এবং শস্য ভাণ্ডার তৈরী করার জন্য ৫,০০০ টাকা অনুদান দেওয়া হবে।
- এই প্রকল্পের আওতায় কোনো একজন উপভোক্তা একই সঙ্গে একাধিক সুবিধা পেতে পারবেন।
Advertisements
আমার ধান আমার চাতাল প্রকল্পের সুবিধা কারা পেতে পারেন?
- পশ্চিমবঙ্গের কৃষক গোষ্ঠীসমূহ, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, অথবা ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এই প্রকল্প থেকে সুবিধা পাবেন।
আমার ধান আমার চাতাল প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে?
- এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনার জেলার কৃষিজ বিপণন দফতরে যোগাযোগ করতে হবে।
আমার ধান আমার চাতাল প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে?
- এই প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে –
- জমির রেকর্ড
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাঙ্কের পাসবই/কে.সি.সি
আমার ধান আমার চাতাল প্রকল্পের টাকা কোথায় পাওয়া যাবে ?
- আমার ধান আমার চাতাল প্রকল্পের টাকা জেলাশাসকের সভাপতিত্বে গঠিত জেলা স্তরের অনুমোদন কমিটির অনুমোদন সাপেক্ষে নির্বাচিত উপভোক্তারা তাঁদের কে.সি.সি (কিষান ক্রেডিট কার্ড) অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন।
আশা করি এই লেখাটি থেকে আপনারা কোনও উপকার পাবেন। এই বিষয়ে আপনার মনে কোনও প্রশ্ন থাকলে কমেণ্ট করুন অথবা আমাদের মেইল করুন [email protected] -তে। এছাড়া লেখাটি অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
Advertisements
আরও পড়ুন: –
Advertisements
Ajle onek kichu sikchi