Advertisements

আমার ফসল আমার গোলা প্রকল্প | Amar Fasal Amar Gola Prokolpo

Advertisements

বন্ধুরা, কেন্দ্র এবং রাজ্য সরকার জনসাধারণের সুবিধার জন্য বিভিন্ন ধরণের প্রকল্প চালু করে থাকে। তবে, বেশীর ভাগ মানুষই এই সমস্ত প্রকল্প গুলি নিয়ে সচেতন নয়। এমনই একটি প্রকল্পের নাম হলো আমার ফসল আমার গোলা প্রকল্প। এই প্রকল্পটি সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। সব কিছু ভালো ভাবে বুঝে নেওয়ার জন্য পোস্টটি শেষ অবধি মন দিয়ে পড়ুন। 

Advertisements

 

আমার ফসল আমার গোলা প্রকল্প কি?

Advertisements
  • আমার ফসল আমার গোলা প্রকল্প প্রকল্পটি চালু হয়েছিলো ২০১৩ সালে। এটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের একটি প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দফতর এই প্রকল্পটি রূপায়ণ করে। এই প্রকল্পটি মূলত কৃষকদের শস্য মজুত করে রাখতে সহায়তা করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। 
  • Advertisements

 

 

আমার ফসল আমার গোলা প্রকল্পের সুবিধা

  • আমার ফসল আমার গোলা প্রকল্পের মাধ্যমে কৃষকগণ শস্য ভাণ্ডার তৈরী করার জন্য আর্থিক সাহায্য পাবেন। 
  • এই প্রকল্পের জন্য যে সব কৃষক ভাই বোনেরা নির্বাচিত হবেন তাঁদের ফসলের গোলা তৈরী করার জন্য যথাক্রমে ৫,০০০ টাকা, ১২,০০০ টাকা, এবং ২৫,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই আর্থিক সাহায্যের পরিমাণ যে শস্য ভাণ্ডার তৈরী হবে তার ধরণ এবং মাপের ওপর নির্ভর করবে।  
  • Advertisements
  • এছাড়াও এই প্রকল্পের অধীনে, শুধুমাত্র পেঁয়াজের শস্য ভাণ্ডার তৈরী করার জন্য ২৫,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। 
  • এই প্রকল্পের আওতায় কোনো একজন উপভোক্তা একই সঙ্গে একাধিক সুবিধা পেতে পারবেন।

 

আমার ফসল আমার গোলা প্রকল্পের সুবিধা কারা পেতে পারেন?

  • পশ্চিমবঙ্গের কৃষক গোষ্ঠীসমূহ, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, কৃষি উত্‍পাদক সংস্থা (এফপিও) অথবা ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। 
  • এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কে.সি.সি অ্যাকাউন্ট থাকতে হবে। 

 

আমার ফসল আমার গোলা প্রকল্পের সুবিধা  পাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে?

  • এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনার জেলার কৃষিজ বিপণন দফতরে বা আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দফতরে যোগাযোগ করতে হবে।

 

আমার ফসল আমার গোলা প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে?

  • এই প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে –
    1. জমির রেকর্ড
    2. আধার কার্ড
    3. ভোটার কার্ড
    4. ব্যাঙ্কের পাসবই/কে.সি.সি

 

আমার ফসল আমার গোলা প্রকল্পের টাকা কোথায় পাওয়া যাবে ?

  • আমার ফসল আমার গোলা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

 

আশা করি এই লেখাটি থেকে আপনারা কোনও উপকার পাবেন। এই বিষয়ে আপনার মনে কোনও প্রশ্ন থাকলে কমেণ্ট করুন অথবা আমাদের মেইল করুন [email protected] -তে। এছাড়া লেখাটি অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। 

Advertisements

 

আরও পড়ুন: – 

আমার ধান আমার চাতাল প্রকল্প | Amar Dhan Amar Chatal Prokolpo

Spread the love
Advertisements

6 thoughts on “আমার ফসল আমার গোলা প্রকল্প | Amar Fasal Amar Gola Prokolpo”

  1. Advertisements

Leave a Comment

error: Content is protected !!