Click here to Read this Article in English
Atal Pension Yojana details in Bengali | Atal Pension Yojana rules in Bengali
দৈনিক ৭ টাকা দিয়ে পেয়ে যান মাসে ৫,০০০ টাকা। অটল পেনশন যোজনা সম্পর্কে বিস্তারিত জানুন
বৃদ্ধ বয়সে সমাজিক সুরক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে ভারত সরকার খুবই চিন্তাশীল। আর সেই জন্যই ভারত সরকার চালু করেছেন অটল পেনশন যোজনা। এই যোজনায় প্রতিদিন ৭ টাকা বা মাসে ২১০ টাকা করে জমা দিলেই পেয়ে যাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা করে।
অটল পেনশন যোজনা কি ?
- ভারত সরকারের একটি সুনিশ্চিত পেনশন কর্মসূচি হল অটল পেনশন যোজনা (এপিওয়াই)। এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে রয়েছে পিএফআরডিএ।
- দরিদ্র, পিছিয়ে পড়া, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক সহ সব ভারতীয়কে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নিয়ে আসার জন্য কেন্দ্র ২০১৫ সালের ৯ই মে অটল পেনশন যোজনার সুচনা করে। ২০১৫ সালের পয়লা জুন থেকে এই যোজনা কার্যকর হয়।
- ২০১৫ সালের ৯ই মে থেকে ২০২০ সালের ৯ই মে পর্যন্ত প্রায় ২ কোটি ২৩ লক্ষ মানুষ অটল পেনশন যোজনায় নাম নথীভুক্ত করেছেন।
অটল পেনশন যোজনা : কারা এই সুবিধা নিতে পারেন ?
- ব্যাঙ্ক বা পোস্টঅফিসে সেভিংস অ্যাকাউন্ট আছে এরকম ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোন ভারতীয় এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করাতে পারেন।
অটল পেনশন যোজনার সুবিধা
অটল পেনশন যোজনার মূলত তিনটি সুবিধা রয়েছে –
- এই যোজনায় অংশ নিলে একজন গ্রাহক ৬০ বছর বয়স পূর্ণ করার পর মাসিক প্রিমিয়াম হিসেবে জমা করা অর্থের ভিত্তিতে প্রতি মাসে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাবেন।
- দ্বিতীয়ত, যোজনার আওতায় নাম নথিভুক্ত ব্যক্তির মৃত্যু হলে নমিনি হিসেবে উল্ল্যেখ থাকা তাঁর স্বামী / স্ত্রী ৬০ বছর বয়স পূর্ণ করলেই এই যোজনার আওতায় নিশ্চিত পেনশন পাবেন।
- আবার, গ্রাহকের, এবং তাঁর স্বামী/ স্ত্রী দুজনেরই মৃত্যু হলে পেনশনের পুরোটাই নমিনি পাবেন।
অটল পেনশন যোজনায় যোগদানের সময়
- অটল পেনশন যোজনায় যোগদানের নূন্যতম বয়স ১৮ ও সর্বোচ্চ বয়স ৪০।
অটল পেনশন যোজনা – কত টাকা প্রিমিয়াম দিলে কত টাকা পেনশন পাবেন
অটল পেনশন যোজনা ক্যালকুলেটর
- অটল পেনশন যোজনায় প্রতি মাসে ১,০০০ টাকা করে পেনশন পেতে চাইলে আপনাকে নিম্নে দেওয়া হারে প্রিমিয়াম দিতে হবে।
যোগদানের বয়স | কত বছর প্রিমিয়াম দিতে হবে | মাসিক প্রিমিয়াম | মাসিক পেনশন | নমিনি যত টাকা পাবেন (যদি গ্রাহক, এবং তাঁর স্বামী/স্ত্রী এর মৃত্যু হয়) |
১৮ | ৪২ | ৪২ | ১,০০০ | ১.৭ লক্ষ |
২০ | ৪০ | ৫০ | ১,০০০ | ১.৭ লক্ষ |
২৫ | ৩৫ | ৭৬ | ১,০০০ | ১.৭ লক্ষ |
৩০ | ৩০ | ১১৬ | ১,০০০ | ১.৭ লক্ষ |
৩৫ | ২৫ | ১৮১ | ১,০০০ | ১.৭ লক্ষ |
৪০ | ২০ | ২৯১ | ১,০০০ | ১.৭ লক্ষ |
- অটল পেনশন যোজনায় প্রতি মাসে ২,০০০ টাকা করে পেনশন পেতে চাইলে আপনাকে নিম্নে দেওয়া হারে প্রিমিয়াম দিতে হবে।
যোগদানের বয়স | কত বছর প্রিমিয়াম দিতে হবে | মাসিক প্রিমিয়াম | মাসিক পেনশন | নমিনি যত টাকা পাবেন (যদি গ্রাহক, এবং তাঁর স্বামী/স্ত্রী এর মৃত্যু হয়) |
১৮ | ৪২ | ৮৪ | ২,০০০ | ৩.৪ লক্ষ |
২০ | ৪০ | ১০০ | ২,০০০ | ৩.৪ লক্ষ |
২৫ | ৩৫ | ১৫১ | ২,০০০ | ৩.৪ লক্ষ |
৩০ | ৩০ | ২৩১ | ২,০০০ | ৩.৪ লক্ষ |
৩৫ | ২৫ | ৩৬২ | ২,০০০ | ৩.৪ লক্ষ |
৪০ | ২০ | ৫৮২ | ২,০০০ | ৩.৪ লক্ষ |
- অটল পেনশন যোজনায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পেতে চাইলে আপনাকে নিম্নে দেওয়া হারে প্রিমিয়াম দিতে হবে।
যোগদানের বয়স | কত বছর প্রিমিয়াম দিতে হবে | মাসিক প্রিমিয়াম | মাসিক পেনশন | নমিনি যত টাকা পাবেন (যদি গ্রাহক, এবং তাঁর স্বামী/স্ত্রী এর মৃত্যু হয়) |
১৮ | ৪২ | ১২৬ | ৩,০০০ | ৫.১ লক্ষ |
২০ | ৪০ | ১৫০ | ৩,০০০ | ৫.১ লক্ষ |
২৫ | ৩৫ | ২২৬ | ৩,০০০ | ৫.১ লক্ষ |
৩০ | ৩০ | ৩৪৭ | ৩,০০০ | ৫.১ লক্ষ |
৩৫ | ২৫ | ৫৪৩ | ৩,০০০ | ৫.১ লক্ষ |
৪০ | ২০ | ৮৭৩ | ৩,০০০ | ৫.১ লক্ষ |
- অটল পেনশন যোজনায় প্রতি মাসে ৪,০০০ টাকা করে পেনশন পেতে চাইলে আপনাকে নিম্নে দেওয়া হারে প্রিমিয়াম দিতে হবে।
যোগদানের বয়স | কত বছর প্রিমিয়াম দিতে হবে | মাসিক প্রিমিয়াম | মাসিক পেনশন | নমিনি যত টাকা পাবেন (যদি গ্রাহক, এবং তাঁর স্বামী/স্ত্রী এর মৃত্যু হয়) |
১৮ | ৪২ | ১৬৮ | ৪,০০০ | ৬.৮ লক্ষ |
২০ | ৪০ | ১৯৮ | ৪,০০০ | ৬.৮ লক্ষ |
২৫ | ৩৫ | ৩০১ | ৪,০০০ | ৬.৮ লক্ষ |
৩০ | ৩০ | ৪৬২ | ৪,০০০ | ৬.৮ লক্ষ |
৩৫ | ২৫ | ৭২২ | ৪,০০০ | ৬.৮ লক্ষ |
৪০ | ২০ | ১১৬৪ | ৪,০০০ | ৬.৮ লক্ষ |
- অটল পেনশন যোজনায় প্রতি মাসে ৫,০০০ টাকা করে পেনশন পেতে চাইলে আপনাকে নিম্নে দেওয়া হারে প্রিমিয়াম দিতে হবে।
যোগদানের বয়স | কত বছর প্রিমিয়াম দিতে হবে | মাসিক প্রিমিয়াম | মাসিক পেনশন | নমিনি যত টাকা পাবেন (যদি গ্রাহক, এবং তাঁর স্বামী/স্ত্রী এর মৃত্যু হয়) |
১৮ | ৪২ | ২১০ | ৫,০০০ | ৮.৫ লক্ষ |
২০ | ৪০ | ২৪৮ | ৫,০০০ | ৮.৫ লক্ষ |
২৫ | ৩৫ | ৩৭৬ | ৫,০০০ | ৮.৫ লক্ষ |
৩০ | ৩০ | ৫৭৭ | ৫,০০০ | ৮.৫ লক্ষ |
৩৫ | ২৫ | ৯০২ | ৫,০০০ | ৮.৫ লক্ষ |
৪০ | ২০ | ১৪৫৪ | ৫,০০০ | ৮.৫ লক্ষ |
অটল পেনশন যোজনার প্রিমিয়াম কিভাবে জমা দেবেন
- অটল পেনশন যোজনার প্রিমিয়াম প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে স্বংক্রিয় (অটো ডেবিট) ভাবে কেটে নেওয়া হবে।
অটল পেনশন যোজনা – আবেদনের জন্য যেসব নথিপত্রের প্রয়োজন হবে
- আবেদনকারীর সেভিংস অ্যাকাউন্টে যদি কেওয়াইসি করা থাকে তাহলে কোনো রকম নথিপত্রের প্রয়োজন হবে না। নতুবা যিনি আবেদন করবেন তাঁর আধার কার্ড ও দু কপি পাসপোর্ট মাপের ফটো এবং আবেদন কারীর মোবাইল নম্বর (যা কিনা তার আধারের সঙ্গে সংযুক্ত আছে) প্রয়োজন হবে।
অটল পেনশন যোজনা – কিভাবে আবেদন করবেন
- অটল পেনশন যোজনায় নিজের নাম নথিভুক্ত করাবার জন্য দুই ভাবে আবেদন করা যেতে পারে –
১. অনলাইন পদ্ধতিতে ও
২. অফলাইন পদ্ধতিতে
অটল পেনশন যোজনার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন ?
অনলাইনে অটল পেনশন যোজনায় আবেদনের জন্য নেট ব্যাঙ্কিং -এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আবেদন করতে পারবেন।
অটল পেনশন যোজনার জন্য অফলাইনে কিভাবে আবেদন করবেন ?
আপনার নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিস যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে যান এবং অটল পেনশন যোজনার আবেদনপত্রটিতে সমস্ত তথ্য ভরাট করে জমা দিন। তাহলেই আপনার নাম অটল পেনশন যোজনায় নথিভুক্ত হয়ে যাবে।
অটল পেনশন যোজনা ফর্ম
- অটল পেনশন যোজনায় আবেদনের জন্য পোস্ট অফিসের ফর্মটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
- অটল পেনশন যোজনায় আবেদনের জন্য ব্যাঙ্কের ফর্ম (বাংলায়) অটল পেনশন যোজনা_বাংলায় আবেদনপত্র
- অটল পেনশন যোজনায় আবেদনের জন্য ব্যাঙ্কের ফর্ম (ইংরেজী) অটল পেনশন যোজনা_ইংরেজীতে আবেদনপত্র
এছাড়া অটল পেনশন যোজনা (APY) সংক্রান্ত বা অন্য কোনও সরকারী প্রকল্প সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ইমেইল আইডি [email protected] -তে আমাদের ইমেইল করুন। আর পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
আরও পড়ুন: –