এসবিআই | এসবিআই ফিক্সড ডিপোজিট | এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার
আপনি কি জানতে চান অটো সুইপ ফিক্সড ডিপোজিট কি? এসবিআই তে কিভাবে অটো সুইপ ফিক্সড ডিপোজিট চালু করবেন? তাহলে এই লেখাটি মন দিয়ে পড়ুন।
অটো সুইপ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট
অটো সুইপ ফিক্সড ডিপোজিট একটি পরিষেবার নাম। এই পরিষেবা চালু করালে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটের হারে সুদ পাওয়া যায়। অটো সুইপ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমার ওপর আপনার সেভিংস অ্যাকাউন্টের ব্যালান্স চলে গেলে সেই অতিরিক্ত টাকার ওপর স্বয়ংক্রিয় ভাবে ফিক্সড ডিপোজিটের সুদের হার লাগু হতে শুরু করে। দেশের প্রায় সমস্ত ব্যাংকই এই পরিষেবার সুবিধা দেয় এবং সেভিংস ব্যাংকের ব্যালান্স কত টাকার ওপর গেলে তা অটো সুইপ ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হবে, তার সীমাও প্রত্যেক ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন।
এই ব্যাপারটি ঠিক কিভাবে কাজ করে তা একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক।
ধরা যাক এসবিআই –তে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে। এসবিআই –তে অটো সুইপ ফিক্সড ডিপোজিট চালু করতে আপনার সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ২৫,০০০ টাকা থাকতে হবে। ধরা যাক আপনার সেভিংস অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা আছে। সেক্ষেত্রে আপনি ৩০০০০-১৫০০০ = ৫০০০ টাকার ওপর ফিক্সড ডিপোজিটের হারে সুদ পাবেন। এভাবে আপনি অনেক বেশি রিটার্ন পেতে পারেন।
অটো সুইপ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট –এর সুবিধা
- এক্ষেত্রে উচ্চ হারে সুদ পাওয়া যায়। এর ফলে রিটার্ন ভালো হয়।
- সাধারণত ফিক্সড ডিপোজিট করলে ম্যাচুরিটির আগে ফিক্সড ডিপোজিট থেকে টাকা তোলা যায় না। তবে অটো সুইপ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যে টাকার ওপর ফিক্সড ডিপোজিটের সুদ পাচ্ছেন, সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতোই সেই টাকা তুলতে পারেন।
অটো সুইপ ফিক্সড ডিপোজিট কিভাবে চালু করবেন
অটো সুইপ ফিক্সড ডিপোজিট পরিষেবা চালু করতে যে ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যোগাযোগ করুন। এছাড়া ব্যাংকের অফিসিয়াল অনলাইন অ্যাপ্লিকেশনের ভিতরেও এই পরিষেবা চালু করার সুযোগ থাকে।
এসবিআই –তে অটো সুইপ ফিক্সড ডিপোজিট কিভাবে চালু করবেন
এসবিআই –তে অটো সুইপ ফিক্সড ডিপোজিট পরিষেবা চালু করতে যে এসবিআই ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যোগাযোগ করুন। এছাড়া এসবিআই -এর অনলাইন পোর্টাল https://www.onlinesbi.com/ – এ লগ ইন করেও এই পরিষেবা চালু করানো যেতে পারে। এছাড়া SBI Yono অ্যাপ্লিকেশনটির সাহায্যেও এসবিআই –তে অটো সুইপ ফিক্সড ডিপোজিট পরিষেবা চালু করতে পারেন।
শেষকথা
দিনে দিনে যেভাবে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমছে, তাতে আপনার জমানো টাকায় ভালো রিটার্ন পেতে হলে অটো সুইপ ফিক্সড ডিপোজিট একটি ভালো বিকল্প হতে পারে।
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।