সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২২ | পোস্ট অফিস সঞ্চয়পত্র কেনার নিয়ম | পোস্ট অফিস ডিপিএস | পোস্ট অফিস সঞ্চয়পত্র | বাংলাদেশ পোস্ট অফিসের বিভিন্ন স্কিম | সঞ্চয়পত্রের সুদের হার ২০২২ | পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম | ডাকঘর সঞ্চয়পত্র কেনার নিয়ম ২০২২ | ফিক্সড ডিপোজিট রেট 2022 বাংলাদেশ | পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম ২০২২ | সঞ্চয়পত্র ২০২২ | বাংলাদেশ পোস্ট অফিস ডিপোজিট স্কিম | পোস্ট অফিস সঞ্চয়পত্র ২০২২ সুদের হার | পোষ্ট অফিস ডিপিএস | পোস্ট অফিস সঞ্চয়পত্র কেনার নিয়ম | ফিক্সড ডিপোজিট রেট 2022 বাংলাদেশ | ফিক্সড ডিপোজিট রেট 2021 বাংলাদেশ | বাংলাদেশ পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট ২০২১ | বাংলাদেশ পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট রেট | পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বাংলাদেশ
নমস্কার বন্ধুরা । আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রাত্যহিক জীবনে ব্যাংক এবং পোস্ট অফিসের বিভিন্ন রকম সেবা আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি। এর মধ্যে ব্যাংক বা পোস্ট অফিসে আমাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে রাখা একটি অন্যতম সেবা। ব্যাংক বা পোস্ট অফিসে অর্থ সঞ্চয় করার অনেক রকম উপায় আমাদের কাছে উপলদ্ধ। আমাদের আজকের আলোচনার বিষয় এটিই – বাংলাদেশে ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট, মাসিক আয় স্কিম সম্বন্ধে। বাংলাদেশে ব্যাংক বা পোস্ট অফিসে খুব সহজেই ফিক্সড ডিপোজিট বা মাসিক আয় স্কিমে টাকা রাখা যায়। ব্যাংক এবং পোস্ট অফিসে উপলদ্ধ এই যোজনা গুলিকে একত্রে সঞ্চয় স্কিম বা সঞ্চয়পত্র বলা হয়। এবার এই বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
বাংলাদেশ পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম | বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার নিয়ম
বাংলাদেশের ব্যাংক বা পোস্ট অফিসে বিভিন্ন রকম উপায়ে টাকা সঞ্চয় করা যেতে পারে। মনে করা যাক আপনার কাছে একবারে অনেকটা টাকা চলে এসেছে এবং আপনি বুঝতে পারছেন না এই টাকা নিয়ে কি করবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ? কিন্তু সেখানে বিনিয়োগ করতে গেলে তো ওই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। তবে কি সেভিংস অ্যাকাউন্টে জমা করে দেবেন ? তবে সেখানে তো আবার সুদের হার খুবই কম। তবে উপায় ? এমত পরিস্থিতিতে আপনার কাছে সেরা উপায় হলো ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট। অথবা ধরা যাক আপনার কাছে একটি মোট অঙ্কের অর্থ চলে এসেছে এবং আপনি সেই টাকার থেকে প্রতি মাসে সুদ পেতে চান। তাহলে কিনে ফেলুন ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এ বিষয়ে আরো বিস্তারিত নীচে আলোচনা করা হয়েছে।
কেনো বাংলাদেশ পোস্ট অফিসের সঞ্চয়পত্র কিনবেন ? | কেনো বাংলাদেশ পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করবেন ?
ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংক বা পোস্ট অফিসে টাকা জমা করে দেওয়া এবং মেয়াদ শেষ হলে সুদ সমেত টাকা ফেরত পাওয়া। বাংলাদেশের ব্যাংক ও পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয়পত্র গুলি ফিক্সড ডিপোজিট -এর মতোই কাজ করে। অর্থাত্, একটি নির্দিষ্ট সময়ের জন্য এখানে টাকা গচ্ছিত করে রাখা যায়।
নিম্নলিখিত কারণ গুলির জন্য অবশ্যই আপনার বাংলাদেশ পোস্ট অফিসের সঞ্চয়পত্র ক্রয় করা উচিত বা বলা যায় ফিক্সড ডিপোজিট করা উচিত।
- সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে অনেক সময়ই তা অপ্রয়োজনীয় কাজে খরচ হয়ে যায় যার ফলে অর্থ সঞ্চয় হয় না। অন্যদিকে ফিক্সড ডিপোজিট করলে ওই টাকা আপনি নির্দিষ্ট সময়ের আগে সহজে হাতে পাবেন না। ফলে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে।
- ব্যাংক বা পোস্ট অফিস সরকারী সংস্থা। অতএব আপনার কষ্টার্জিত অর্থ সম্পুর্ণ ভাবে সুরক্ষিত।
- ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই বেশী হয়। অর্থাত্, আপনার মুনাফা অনেকটাই বেশী হবে।
বাংলাদেশ পোস্ট অফিসে বিভিন্ন ধরণের সঞ্চয়পত্র/ফিক্সড ডিপোজিট
বর্তমানে বাংলাদেশ পোস্ট অফিসে ৪ রকমের সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট চালু আছে। এগুলি সম্পর্কে বিশদে নিচে দেওয়া হলো।
পেনশনার সঞ্চয়পত্র
- এই সঞ্চয়পত্রটি মূলত পেনশনারদের জন্য। তাঁরা তাঁদের গ্র্যাচুইটি বা জিপিএফ -এর টাকা থেকে এই সঞ্চয়পত্রটি কিনতে পারেন।
- এই সঞ্চয়পত্রে বর্তমানে সুদের হার বার্ষিক ১১.৭৬%।
- এই সঞ্চয়পত্রের মেয়াদকাল ৫ বছর
- এ ক্ষেত্রে ক্রয়ের সর্বোচ্চ সীমা ৫০ লক্ষ।
পরিবার সঞ্চয়পত্র
- এই সঞ্চয় পত্রটি যে কোনও সাবালক নারী বা ৬৫ বছরের উর্দ্ধের কোনও পুরুষ অথবা কোনও প্রতিবন্ধী মহিলা কিনতে পারেন।
- এই সঞ্চয়পত্রে বর্তমানে সুদের হার বার্ষিক ১১.৫২%।
- এই সঞ্চয়পত্রের মেয়াদকাল ৫ বছর
- এ ক্ষেত্রে ক্রয়ের সর্বোচ্চ সীমা ৪৫ লক্ষ।
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
- এই সঞ্চয় পত্রটি যে কোনও সাবালক নারী বা পুরুষ কিনতে পারেন।
- এই সঞ্চয়পত্রে বর্তমানে সুদের হার বার্ষিক ১১.০৪%।
- এ ক্ষেত্রে ক্রয়ের সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ।
- এই সঞ্চয়পত্রের মেয়াদকাল ৩ বছর।
বাংলাদেশ সঞ্চয়পত্র
- এই সঞ্চয় পত্রটি যে কোনও সাবালক নারী বা পুরুষ কিনতে পারেন।
- এই সঞ্চয়পত্রে বর্তমানে সুদের হার বার্ষিক ১১.২৮%।
- এ ক্ষেত্রে ক্রয়ের সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ।
- এই সঞ্চয়পত্রের মেয়াদকাল ৫ বছর।
বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা
বাংলাদেশ পেনশনার সঞ্চয়পত্রে মুনাফা
- বাংলাদেশ পেনশনার সঞ্চয় পত্রে কেউ ১ লক্ষ টাকা আমানত করলে, বর্তমান সুদের হারে, প্রতি ৩ মাস অন্তর ২৯৪০ টাকা করে সুদ পাবেন।
বাংলাদেশ পরিবার সঞ্চয়পত্রে মুনাফা
- বাংলাদেশ পরিবার সঞ্চয় পত্রে কেউ ১ লক্ষ টাকা আমানত করলে, বর্তমান সুদের হারে, প্রতি মাসে ৯১২ টাকা করে সুদ পাবেন।
বাংলাদেশ ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফা
- বাংলাদেশ ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে কেউ ১ লক্ষ টাকা আমানত করলে, বর্তমান সুদের হারে, প্রতি ৩ মাস অন্তর ২৪৮৪ টাকা করে সুদ পাবেন।
বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা (বাংলাদেশ ফিক্সড ডিপোজিট -এ মুনাফা)
- বাংলাদেশ সঞ্চয় পত্রে কেউ ১ লক্ষ টাকা আমানত করলে, বর্তমান সুদের হারে, প্রতি ৩ মাস অন্তর ৫৩,৫৮০ টাকা করে সুদ পাবেন।
আশা করি এতক্ষণে আপনি বাংলাদেশ পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করার ব্যপারে মনস্থির করে ফেলেছেন। বেশ। তাহলে এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট খোলার প্রক্রিয়াটি।
বাংলাদেশ ব্যাংক/পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিভাবে কিনবেন ?
বাংলাদেশ ব্যাংক/পোস্ট অফিস থেকে ফিক্সড ডিপোজিট কিভাবে খুলবেন ?
- বাংলাদেশ পোস্ট অফিস থেক সঞ্চয়পত্র কেনার জন্য বা ফিক্সড ডিপোজিট খোলার জন্য প্রথমে দেখে নেওয়া যাক কোন নথি গুলির প্রয়োজন পড়বে। এক্ষেত্রে একজন আমানতকারীর নিম্নলিখিত যে নথি গুলির প্রযোজন হবে তা হলো –
- আমানতকারীর NID এর প্রতিলিপি (জেরক্স কপি)
- আমানতকরি ও নমিনীর ২ কপি ছবি
- নমিনীর NID এর প্রতিলিপি
বাংলাদেশ ব্যাংক বা পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কেনার পদ্ধতি | বাংলাদেশ ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
- উপরিউক্ত নথি গুলি নিয়ে আমানতকারী ও নমিনি ব্যাংক অথবা পোস্ট অফিসে যাবেন।
- তারপর ব্যাংক বা পোস্ট অফিস থেকে যথাযথ দরখাস্ত পত্র নিয়ে সমস্ত তথ্য পূরণ করে পোস্ট অফিসে জমা দেবেন।
- টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ১ লক্ষ টাকা অবধি নগদে জমা করা যাবে। জমার পরিমাণ ১ লক্ষ টাকার বেশি হলে MICR চেকের মাধ্যমে জমা করতে হবে এবং সেক্ষেত্রে উক্ত চেকের এবং TIN এর প্রতিলিপি প্রয়োজন হবে। চেকের উল্টো পাতায় “Good for payment” লিখে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর অথবা ব্যাংক থেকে কর্মকর্তার স্বাক্ষর ও ইনটিমেশন ফর্ম জমা দিতে হবে।
- এরপর সমস্ত নথি, দরখাস্ত ও টাকা নিয়ে কাউন্টারে জমা করলেই আপনার নামে সঞ্চয়পত্র দিয়ে দেওয়া হবে।
Advertisements
আশা করি এই লেখাটি আপনার ভালো লেগেছে। এমনই আরো লেখা পেতে আমাদের Subscribe করুন। আপনার কোনও প্রশ্ন থাকলে কমেণ্ট করে জানান অথবা আমাদের ইমেল করুন [email protected] তে এবং এই লেখাটি অন্যদের সাথে শেয়ার করুন ।
হুম জানলাম
ধন্যবাদ।
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র বা অন্য যেকোন সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১ লক্ষ টাকা আমানত রাখলে যে হারে সুদ পাওয়া যায়, ৩০-৩৫ লক্ষ টাকা আমানত রাখলেও কি একই হারে সুদ পাওয়া যাবে?
হ্যাঁ। আমানতের পরিমাণ যাই হোক, সময় এক থাকলে, সুদের হারও একই থাকবে।