Advertisements

সেরা ফিক্সড ডিপোজিট স্কীম – Paytm FD : সুদের হার, চালু করার পদ্ধতি

Advertisements

Click here to Read this Article in English

 

সঞ্চয়ের ক্ষেত্রে আজও সবচেয়ে জনপ্রিয় বিকল্প হলো ফিক্সড ডিপোজিট। এর কারণে ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে যেমন খুব একটা খোঁজখবর করতে হয় না, তেমনি ফিক্সড ডিপোজিট গুলি সাধারণত ঝুঁকিবিহীন হয়। ব্যাঙ্ক, পোস্ট অফিস, ইত্যাদি বিভিন্ন আর্থিক সংস্থা গুলিতে ফিক্সড ডিপোজিট খোলা যায়। এই সব ফিক্সড ডিপোজিট নিয়ে আমরা ইতিমধ্যে এই ব্লগে আলোচনা করেছি। তবে এই পোস্টটিতে আমরা আলোচনা করবো একেবারে অন্য ধরণের ফিক্সড ডিপোজিট স্কীম পেটিএম ফিক্সড ডিপোজিট নিয়ে। চলুন তবে আলোচনা শুরু করা যাক। 

Advertisements

 

পেটিএম ফিক্সড ডিপোজিট  

  • পেটিএম ফিক্সড ডিপোজিট হলো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত পেমেণ্ট ব্যাঙ্ক, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কতৃক চালু করা ফিক্সড ডিপোজিট স্কীম। এই স্কীমে অন্যান্য ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের মতই টাকা ফিক্সড করে রাখা যায়।
  • Advertisements

 

পেটিএম ফিক্সড ডিপোজিট এর সুবিধা

  • পেটিএম ফিক্সড ডিপোজিট -এর সুবিধা গুলি হলো —
    1. অন্যান্য ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে আপনি যদি নির্দিষ্ট সময়ের আগে ফিক্সড ডিপোজিট ভেঙে দেন তাহলে আপনাকে মাশুল (Penalty) দিতে হয়। এর ফলে আপনার বেশ কিছুটা আর্থিক ক্ষতি হয়। তবে পেটিএম ফিক্সড ডিপোজিট -এর ক্ষেত্রে আপনি যখন খুশী আপনার ফিক্সড ডিপোজিট ভাঙাতে পারেন, এবং এর জন্য আপনাকে কোনও মাশুলও দিতে হবে না। এমনকি আপনি চাইলে যেদিন পেটিএম পেমেণ্টস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলেন, সেদিনই তা ভেঙে টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত পেতে পারেন।
    2. Advertisements
    3. এখানে আপনি নূন্যতম ১০০ টাকা দিয়েই ফিক্সড ডিপোজিট করতে পারবেন। 
    4. এখানে আপনার চালু করা ফিক্সড ডিপোজিটে আপনি পাবেন উচ্চ হারে সুদ। 
    5. আবার এখানে স্বয়ংক্রিয় ভাবে (Automatic) ফিক্সড ডিপোজিট চালু করারও উপায় আছে। অর্থাত্‍, আপনার পেটিএম সেভিংস ব্যাঙ্কের ব্যালান্স যখনই একটি নির্দিষ্ট সীমার ওপর চলে যাবে, তখন সেই বাকি টাকার ফিক্সড ডিপোজিট তৈরী হয়ে যাবে। 
    6. Advertisements
    7. এই সমস্ত সুবিধাগুলি আপনি আপনার মোবাইল থেকে পেটিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। এর জন্য আপনাকে কোনও ব্যাঙ্কের শাখা বা পোস্ট অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না, বা কোনও ফর্ম ফিলাপও করতে হবে না। 
    8. Advertisements

 

 

পেটিএম ফিক্সড ডিপোজিট সুদের হার

  • ২রা মে, ২০২২ -এর হিসাবে পেটিএম ফিক্সড ডিপোজিটে সুদের হার নিমরূপ – 
ফিক্সড ডিপোজিটের সময়সীমাসুদের হার
৩৫৫ থেকে ৩৫৬ দিন৫.৫০%
২৭০ থেকে ৩৫৪ দিন ৫.৫০%
২১১ থেকে ২৬৯ দিন৪.৭৫%
১৮১ থেকে ২১০ দিন ৪.৬০%
১২১ থেকে ১৮০ দিন৪.৫০%
৯১ থেকে ১২০ দিন’৪.০০%
৬১ থেকে ৯০ দিন৩.৭৫%
৪৬ থেকে ৬০ দিন৩.৫০%
৩১ থেকে ৪৫ দিন৩.২৫%
১৫ থেকে ৩০ দিন৩.০%
৭ থেকে ১৪ দিন২.৭৫%
০ থেকে ৬ দিন০.০%

 

Advertisements

পেটিএম ফিক্সড ডিপোজিট কিভাবে চালু করবেন

  • পেটিএম ফিক্সড ডিপোজিট চালু করার জন্য আপনাকে সবার আগে পেটিএম পেমেণ্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে। এই পদ্ধতি খুবই সহজ এবং একেবারেই তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য নীচে লেখা ধাপগুলি অনুসরণ করুন –
    • প্রথম ধাপ – আপনার মোবাইল থেকে পেটিএম অ্যাপ্লিকেশনটি খুলুন। (যদি আপনার মোবাইলে পেটিএম অ্যাপ্লিকেশন না থাকে, এখানে ক্লিক করে তা ডাউনলোড করুন)। 
    • Advertisements
    • দ্বিতীয় ধাপ – এরপর যদি পেটিএম -এ আপনার কেওয়াইসি না করা থাকে, তাহলে KYC করাতে হবে। কেওয়াইসি করার জন্য পেটিএম অ্যাপ্লিকেশনের ওপরের দিকে যেখানে আপনার প্রোফাইলে ক্লিক করুন এবং তারপর নীচের দিকে কেওয়াইসি সম্পুর্ন করার বিকল্প দেখতে পাবেন। সেখানে ক্লিক করে কয়েকটি সাধারণ ধাপের মাধ্যমে আপনার কেওয়াসি সম্পুর্ণ করুন। 
    • Advertisements
    • তৃতীয় ধাপ – কেওয়াসি প্রক্রিয়া সম্পুর্ণ হওয়ার পর পেটিএম অ্যাপ্লিকেশনের হোমে যান এবং ‘Paytm Bank’ -এর ওপর ক্লিক করুন। 
    • চতুর্থ ধাপ – এরপর ‘Open your Savings Account’ -এর ওপর ক্লিক করুন। 
    • পঞ্চম ধাপ – এরপরের ধাপে আপনি চাইলে নমিনী যোগ করতে পারেন। 
    • ষষ্ঠ ধাপ – এরপর ‘Terms & Conditons’ -এ ক্লিক করুন ও তারপর ‘Proceed’ -এর ওপর ক্লিক করুন। এর সঙ্গে সঙ্গেই আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। 
    • এরপর ফিক্সড ডিপোজিট খোলার জন্য আপনার পেটিএম পেমেণ্টস ব্যাঙ্ক -এ যান এবং ‘Services’ বিভাগে থাকা ‘Create FD’ -এর ওপর ক্লিক করুন। এরপর যে পরিমাণ টাকার ফিক্সড ডিপোজিট করতে চান, তা লিখুন। টাকার অঙ্ক লেখার পর আপনাকে টাকা যোগ করতে বলা হবে, তখন টাকা যোগ করুন। টাকা যোগ হয়ে গেলে ‘Proceed’ বিকল্পে ক্লিক করুন। এর ফলে সঙ্গে সঙ্গেই আপনার পেটিএম ফিক্সড ডিপোজিট চালু হয়ে যাবে। 
    • Advertisements

 

 

আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Advertisements

 

আরও পড়ুন: – 

পোস্ট অফিসে কতদিনে টাকা দ্বিগুণ হয়

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!