Click here to Read this Article in English
ফের একবার বৃদ্ধি পেলো জ্বালানি গ্যাসের দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এবার, ১৯ কেজির বাণিজ্যিক জ্বালানি গ্যাসের দাম ১০২.৫০ টাকা বাড়ানো হলো। এর ফলে প্রতি সিলিন্ডারের দাম পৌঁছালো ২৩৫৫.৫০ টাকা। এর আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিলো ২২৫৩ টাকা। অন্যদিকে ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬৫৫ টাকা।
কোন শহরে গ্যাসের দাম কত
- এই মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় প্রতি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়ালো ২৪৫৫টাকা, মুম্বাই তে ২৩০৭, চেন্নাই তে ২৫০৮ টাকা এবং জাতীয় রাজধানী অঞ্চলে এই দাম ২৩৫৫.৫০ টাকা।
দুই মাসের মধ্যে তিন বার মূল্য বৃদ্ধি
- মাত্র দুই মাসের ব্যবধানে তিন বার বৃদ্ধি করা হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে, গত ১লা এপ্রিল প্রতি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৫০ টাকা এবং গত ১লা মার্চ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০৫ টাকা বৃদ্ধি পেয়েছিলো।
যদিও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকছে। গত ২২শে মার্চ, ২০২২ প্রতি গ্যাস সিলিন্ডার ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল।
এলপিজি পঞ্চায়েত
- এরই মধ্যে বিভিন্ন তেল ও গ্যাস কোম্পানী গুলি উজ্জলা দিবস উদযাপনের উদ্দেশ্যে সারা দেশে প্রায় ৫,০০০ এলপিজি পঞ্চায়েত -এর আয়োজন করতে চলেছে। এর মাধ্যমে তাঁরা গ্রাহকদের নিরাপদ এবং টেকসই ব্যবহার সম্পর্কে সচেতন করবেন। উজ্জলা যোজনা একটি ভারত সরকারের সামাজিকও সুরক্ষা প্রকল্প যেখানে দারিদ্র সীমার নীচে অবস্থানকারী নাগরিকদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়।
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরও পড়ুন: –