Advertisements

ক্রেড অ্যাপ্লিকেশন দিয়ে ক্রেডিট কার্ড বিল পেমেণ্ট | CRED সম্বন্ধে বিস্তারিত

Advertisements

বন্ধুরা, এখন আমরা প্রায় সকলেই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি। ক্রেডিট কার্ড ব্যবহার -এর যেমন অনেক খারাপ দিক আছে তেমনি এর কিছু ভাল দিকও রয়েছে। খারাপ দিক বলতে যেমন প্রয়োজনের তুলনায় বেশী খরচ হয়ে যাওয়ার কথা বলা যায়, তেমনি আবার ভালো দিক বলতে আমরা জরুরি প্রয়োজনে ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেণ্ট করতে পারেন। যাই হোক, ক্রেডিট কার্ড এখন আমাদের সবার নিত্য সঙ্গী এবং প্রতি মাসে আমাদের ক্রেডিট কার্ডের বিল পেমেণ্ট করতে হয়। তবে কেমন হয় যদি ক্রেডিট কার্ডের বিল পেমেণ্ট করার জন্য আপনি নিজের অ্যাকাউন্টে টাকা পান ? হ্যাঁ এমনি কিছু সুবিধা নিয়ে এসেছে CRED অ্যাপ্লিকেশনটি । এই CRED অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পেমেণ্ট করলে আপনি পেয়ে যেতে পারেন  বিশেষ বিশেষ কিছু সুবিধা। চলুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা পাওয়া যাবে CRED অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পেমেণ্ট করলে। 

Advertisements

 

 

ক্যাশব্যাক

CRED অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পেমেণ্ট করলেই আপনি নিশ্চিত কিছু টাকা ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশ ব্যাক কোনও কুপন কোড নয়, এটি সত্যিকারের টাকা। উদাহরণ স্বরূপ বলা যায়, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কেউ ২,৫০০ টাকার পেমেণ্ট করলেন, এবং তার ফলে তিনি পেয়ে গেলেন ১৫ টাকা ক্যাশ ব্যাক। এই ক্যাশ ব্যাক -এর টাকা সরাসরি পেমেণ্ট কারীর ক্রেডিট কার্ডে ক্রেডিট হয়ে যাবে এবং পরের মাসে আপনি যে পরিমাণ টাকা ক্যাশব্যাক পেয়েছেন তত পরিমাণ টাকা কম দিতে হবে। 

Advertisements

 

ক্রেড কয়েন

CRED অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পেমেণ্ট করলে ক্যাশব্যাক পাওয়ার পাশাপাশি আপনি পেয়ে যাবেন ক্রেড কয়েন। এই ক্রেড কয়েন গুলি খরচ করে আপনি বিভিন্ন জিনিস কিনতে পারেন। যেমন নিচের ছবিতে দেখা যাচ্ছে, ৩,০০০ ক্রেড কয়েন খরচ করলে আপনি ক্যাডবেরীতে ১,৫০০ টাকা অবধি ছাড় পাবেন।

Advertisements

ক্রেড কয়েন

জ্যাকপট 

CRED অ্যাপ্লিকেশনটিতে আপনি বড় অঙ্কের জ্যাকপট জিতে নিতে পারেন। 

 

বিল পেমেণ্ট

আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেণ্ট সম্বন্ধে – যেমন বিল জেনারেট হলে, বিল পেমেন্টের শেষ তারিখ, কত টাকার বিল দিতে হবে, ইত্যাদি বিষয়ে নোটিফিকেশন দিতে থাকে। ফলে শেষ তারিখ আসার আগেই বিল পেমেণ্ট করে দেওয়া যায়। 

Advertisements

 

সব কিছু একসাথে

আপনার যদি একের বেশি ক্রেডিট কার্ড থাকে তাহলে সমস্ত ক্রেডিট কার্ডের সব বিবরণ একসাথে CRED অ্যাপ্লিকেশন টিতে দেখায়। যার ফলে আপনাকে বারবার আলাদা আলাদা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন দেখতে হয় না। শুধু তাই নয়, এই অ্যাপ্লিকেশন -এ আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে কী কী খরচ করেছেন তার বিবরণী ও দেখা যায়। 

Advertisements

 

অফার 

আপনার ক্রেডিট কার্ডে যদি কোনও নতুন অফার থাকে, সে বিষয়েও এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জানতে পারবেন। যেমন নিচের ছবিটি দেখুন। 

ক্রেড অফার

 

ক্রেডিট স্কোর 

এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি বিনামূল্যে আপনার ক্রেডিট স্কোর জানতে পারবেন।

 

 

রেফারেল প্রোগ্রাম

এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক যদি আপনি কাউকে পাঠান ও তিনি এই অ্যাপ্লিকেশনটিতে রেজিস্টার করেন তাহলে আপনি পেয়ে যাবেন ৭৫০ টাকা ও সেই ব্যাক্তি । 

 

তাহলে আর দেরী কেনো ? যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহারকারী হন তাহলে এখনই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। CRED অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন ২৫০ টাকা।  

Advertisements

 

কিভাবে ব্যবহার করবেন CRED অ্যাপ্লিকেশনটি ?

১। ওপরে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করুন। 

২। এরপর আপনার ব্যাঙ্কের সাথে লিঙ্কড মোবাইল নম্বরটি দিয়ে অ্যাপ্লিকেশনটিতে রেজিস্টার করুন। 

৩। এরপর কিছু অতি সামান্য ধাপ পার করলেই আপনার রেজিস্ট্রেশন সফল হবে। 

৪। সবশেষে CRED অ্যাপ্লিকেশন থেকে আপনার ক্রেডিট কার্ড বিল পেমেণ্ট করুন।

 

আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান এবং এই পোস্টটি অন্যদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।   

 

পেটিএম ইউপিআই সম্বন্ধে বিস্তারিত | PAYTM UPI Details in Bengali | পেটিএম ইউপিআই কিভাবে চালু করবেন ?

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!