Cryptocurrency কি ? | Cryptocurrency মাইনিং কি? | ক্রিপ্টোকারেন্সি মাইনিং কিভাবে করবেন ? | কিভাবে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করবেন ?
Cryptocurrency -এর ব্যপারে আজ আমরা খুব শুনতে পাচ্ছি। নিত্য নতুন মোবাইল অ্যাপ্লিকেশন -এর বিজ্ঞাপনে দুরদর্শন, ওয়েবসাইট গুলি ভরে গিয়েছে। কিন্তু কি এই Cryptocurrency ? Cryptocurrency মাইনিংই বা কি? আমাদের মোবাইল থেকে কি আমরা Cryptocurrency মাইনিং করতে পারি ? Cryptocurrency দিয়ে কিভাবে ট্রেডিং করা যায় ? চলুন এইসব ব্যপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ক্রিপ্টোকারেন্সি কি?
Cryptocurrency হলো একধরণের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। আসলে এই মুদ্রার কোনও ভৌতিক অস্তিত্ব নেই। অর্থাত্, যেমন ভারতীয় মুদ্রা বা অন্য কোনও দেশের মুদ্রাগুলি সরকারের বিশেষ ছাপাখানা গুলিতে ছাপা হয়, তেমনি Cryptocurrency গুলি ছাপার জন্য কোনও ছাপাখানা নেই। Cryptocurrency -এর অস্তিত্ব সম্পুর্ণ ভাবেই ভার্চুয়াল জগতে। এই মুদ্রাগুলি বিশেষ বিশেষ সংকেত (Cryptography) দ্বারা সুরক্ষিত যার ফলে এই মুদ্রা গুলিকে নকল করার প্রায় অসম্ভব। আর এই কারণেই Cryptocurrency -কে ভবিষ্যতের মুদ্রা মনে করা হচ্ছে কারণ সেক্ষেত্রে মুদ্রা ছাপানোর ঝামেলা থেকে যেমন মুক্তি পাওয়া যাবে তেমনি মুদ্রা নকল হওয়ার ভয়ও থাকবে না। বর্তমানে প্রচুর ক্রিপ্টোকারেন্সি প্রচলিত রয়েছে। এর মধ্যে বহুল প্রচলিত হলো বিটকয়েন, এথেরিয়াম ইত্যাদি।
ক্রিপ্টোকারেন্সি মাইনিং
Cryptocurrency যেহেতু কেউ ছাপায় না, তাহলে প্রশ্ন ওঠে কিভাবে নতুন Cryptocurrency বাজারে আসে। এর উত্তর হলো Cryptocurrency মাইনিং। Cryptocurrency মাইনিং -এর দ্বারাই নতুন Cryptocurrency বাজারে আসে। Cryptocurrency মাইনিং করতে অত্যন্ত জটিল কম্পিউটিং সমস্যার সমাধান করতে হয়। একটি সমস্যার সমাধান হওয়া মানেই একটি নতুন Cryptocurrency বাজারে চলে এলো বা কোনও Cryptocurrency লেনদেন সফল হলো। এই কাজ সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার দ্বারা করা হয়। Cryptocurrency মাইনিংকে Cryptocurrency আর্নিংও বলা চলে কারণ যিনি Cryptocurrency মাইনিং করছেন তিনি তার মাইন করা ক্রিপ্টোকারেন্সি -এর ওপর কমিশন পান।
মোবাইল থেকে কি Cryptocurrency মাইনিং করা যায় ?
যদিও বেশীরভাগ Cryptocurrency মাইনিং কম্পিউটার -এর মাধ্যমেই করা হয়। তবে এমন একধরণের Cryptocurrency আছে যা কিনা আপনি মোবাইল থেকেই মাইনিং করতে পারবেন। এই Cryptocurrency -এর নাম “Pi“। Pi একটি নতুন ডিজিটাল মুদ্রা। এটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডিদের একটি গ্রুপ তৈরি করেছে। এই Cryptocurrency মুদ্রাটি কম্পিউটার -এর পাশাপাশি মোবাইল থেকেও মাইন করা যায়। Pi cryptocurrency এখনো সম্পুর্ণ ভাবে চালু হয়নি তবে মনে করা হচ্ছে ভবিষ্যতে যখন এটি চালু হবে তখন প্রতি Pi মুদ্রার মূল্য ২০০ ডলার অবধি হতে পারে। অর্থাত্ আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আপনাকে মাত্র ৬৬৭ টি Pi মুদ্রা মাইন করতে হবে। আর এই কাজটি আপনি বিনামূল্যেই করতে পারেন। এর জন্য আপনাকে কোনও টাকা পয়সা দিতে হবে না। কিভাবে এটি সম্ভব জানতে হলে নীচে দেখুন।
কিভাবে Pi Cryptocurrency মাইনিং করবেন ?
Pi Cryptocurrency মাইন করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে Pi অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করুন। এরপর নিজের মোবাইল নম্বর বা ফেসবুক দিয়ে রেজিস্টার করুন। রেজিস্ট্রেশন -এর সময় ইনভিটেশন কোড চাওয়া হবে। তখন ”mahavir24th” এই কোডটি দিন। এরপর আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। এরপর ‘Earn Pi’ বিকল্প টিতে ক্লিক করে Pi মাইনিং শুরু করুন। এরপর আপনাকে আর কিছু করতে হবে না। অ্যাপ্লিকেশনটি আপনা থেকেই আপনার জন্য Pi মাইনিং (Earning) করতে থাকবে। আপনার Pi মাইনিং সচল রাখার জন্য প্রতি ২৪ ঘণ্টায় অন্তত একবার করে অ্যাপ্লিকেশনটি খুলুন। এরপর আপনার পরিচিতদের Pi Cryptocurrency তে যোগদান করান। যত বেশি মানুষকে আপনি যোগ করতে পারবেন আপনার Pi মাইনিং -এর গতি তত বাড়বে।
Pi Cryptocurrency অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করুন।
কিভাবে Cryptocurrency -তে ট্রেডিং করবেন ?
Cryptocurrency কেনাবেচা করার জন্য আপনাকে একটি Cryptocurrency অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ভারতে প্রচলিত কিছু Coinswitch, CoinDCX, Bitbns ইত্যাদি। এর মধ্যে যে কোনও একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইন্সটল করুন ও রেজিস্ট্রেশন করুন। তারপর আপনার পছন্দ মতো যে কোনও Cryptocurrency কিনুন এবং দাম বেড়ে গেলে তা বিক্রি করে লাভ ঘরে তুলুন। তবে ট্রেডিং করার আগে টেকনিক্যাল বিশ্লেষণ সম্বন্ধে অবশ্যই পড়াশোনা করে নেবেন।
Coinswitch অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
CoinDCX অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Bitbins অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
সতর্কীকরণ: – বিটকয়েনে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ। তাই বিটকয়েনে বিনিয়োগ করার আগে সমস্ত রকমের বিশ্লেষণ করে নেবেন। এই পোস্ট দেখে কেউ বিট কয়েনে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হলে , তার জন্য এই পোস্টের লেখক বা এই ব্লগের সাথে যুক্ত কেউ কোনোভাবেই দায়ী হবেন না।