Advertisements

ডিজিটাল গোল্ড – কিভাবে কিনবেন ? | JAR ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন

Advertisements

ডিজিটাল গোল্ড কি | ডিজিটাল গোল্ড কিভাবে বিনিয়োগ করবেন | ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন

 

ভবিষ্যতে মোটা অর্থ উপার্জন করার জন্য সঠিক স্থানে বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। বিনিয়োগের মাধ্যমে মোট অর্থ কামানোর পরিচিত পদ্ধতিগুলি হল শেয়ার বাজারে বিনিয়োগ, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, এবং সোনায় বিনিয়োগ। এর কারণ এই তিনটি বিনিয়োগ মাধ্যমেই সবচেয়ে বেশী রিটার্ন পাওয়া যায়। শেয়ার বাজারে বিনিয়োগ এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্বন্ধে ইতিমধ্যেই এই ব্লগে আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো সোনায় বিনিয়োগ নিয়ে, আর স্পষ্ট করে বললে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ নিয়ে।

Advertisements

সোনায় বিনিয়োগ সম্বন্ধে আমাদের প্রচলিত ধারণা হলো, কম দামে সোনা কিনে রেখে দেওয়া এবং ভবিষ্যতে সোনার দাম বৃদ্ধি পেলে তা বিক্রি করে সেখান থেকে মুনাফা কামানো। তবে বর্তমান প্রযুক্তির যুগে ‘প্রকৃত সোনা’ না কিনেও সোনায় বিনিয়োগ করতে পারেন। এই পদ্ধতির নাম ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে, আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা সোনায় বিনিয়োগ করবেন এবং এর ফলে আপনাকে সেই অর্থের পরিমাণ সোনার মালিকানা দিয়ে দেওয়া হবে। তবে আপনি নিজের হাতে কোনও সোনা পাবেন না। আপনার কেনা সোনা একটি কোম্পানীর কাছে গচ্ছিত থাকবে এবং আপনি যখন খুশী তা বিক্রি করতে পারবেন। ব্যাপারটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। মনে করা যাক আপনি ১০,০০০ টাকা সোনায় বিনিয়োগ করতে চান। এবার আপনি একটি ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ১০,০০০ টাকার সোনা কিনে ফেললেন। ধরা যাক এই ১০,০০০ টাকায় আপনি ২ গ্রাম সোনা পেলেন (৫,০০০ টাকা প্রতি গ্রামের হিসেবে)। এই সোনা যদিও আপনি হাতে পাবেন না, তবে আপনার পোর্টফোলিওতে তা আপনার কেনা সোনা দেখতে পাবেন। এবার মনে করা যাক ১ বছর পর প্রতি গ্রাম সোনার দাম ৬,০০০ টাকা হলো। তখন আপনার কেনা ২ গ্রাম সোনা বিক্রি করে আপনি ২,০০০ টাকা লাভ করতে পারবেন।

Advertisements

 

ডিজিটাল গোল্ডের সুবিধা

Advertisements

ডিজিটাল গোল্ডের সুবিধাগুলি হলো – 

  • এই ক্ষেত্রে সোনা হারিয়ে যাওয়ার বা চুরি যাওয়ার ভয় নেই। 
  • সোনার গয়না গড়ে তা নিজের কাছে রাখতে হলে, যে মজুরি দিতে হয়। ডিজিটাল গোল্ডে সেই ব্যাপার নেই। 
  • সোনার বিশুদ্ধতা নিয়ে কোনও চিন্তা করতে হয় না। 

 

ডিজিটাল গোল্ডে কিভাবে বিনিয়োগ করবেন ?

ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করার সহজতম পদ্ধতি হল ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনিয়োগ করা। বর্তমানে, ভারতে অনেক অ্যাপ্লিকেশনই এই সুবিধা দিয়ে থাকে। তবে আজকে যে অ্যাপ্লিকেশনটি সম্বন্ধে আমরা আলোচনা করবো তা ব্যবহার করা যেমন সহজ তেমনি তার মাধ্যমে সোনায় বিনিয়োগ করলে আপনি পেয়ে যাবেন অন্যান্য অনেক সুবিধা। চলুন এই ব্যপারে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Advertisements

Jar অ্যাপ্লিকেশন কি ?

Jar, ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত একটি ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের প্রতিষ্ঠাতা নিশ্চয় এজি, এবং সহ- প্রতিষ্ঠাতা মিশবা আশরফ। এই অ্যাপ্লিকেশনের মধ্যমে আপনি সোনায় বিনিয়োগ করতে পারেন।

Jar অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি

  • Jar অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনা আপনি সোনায় বিনিয়োগ করা সম্ভব। অর্থাত্‍, মনে করা যাক আপনার কাছে একবারে অনেকটা টাকার সোনা কেনার সামর্থ্য নেই। সেই পরিস্থিতিতে আপনি ঠিক করলেন প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সোনা কিনবেন। আপনি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে তা করতে পারেন। আপনি এই Jar অ্যাপ্লিকেশনে এমনকি প্রতিদিন নূন্যতম ১ টাকা করেও বিনিয়োগ করতে পারেন। এর জন্য শুধুমাত্র আপনাকে এই অ্যাপ্লিকেশনের ‘Setup Auto-Invest’ বিকল্পে গিয়ে আপনার নির্দিষ্ট করা অর্থ স্থির করে দিন। তারপর প্রতিদিন আপনা আপনিই আপনার অর্থ সোনায় বিনিয়োগ হতে থাকবে।
  • Advertisements
  • Jar অ্যাপ্লিকেশনের একটি বড় সুবিধা হলো রাউন্ড অফ ইনভেস্টমেন্ট। অর্থাত্‍, ধরা যাক আপনি আপনার মোবাইল থেকে ১৪৭ টাকার একটি আর্থিক লেনদেন করেছেন। এক্ষেত্রে Jar অ্যাপ্লিকেশন পরবর্তী রাউন্ড অফ রাশি বিবেচনা করবে ১৫০ টাকাকে এবং (১৫০-১৪৭) = ৩ টাকা সোনায় বিনিয়োগ করার জন্য উপদেশ দেবে। তারপর আপনি এই অ্যাপ্লিকেশনের ‘Invest now’ বিকল্পে গিয়ে ওই পরিমাণ অর্থের সোনা কিনে নিতে পারেন। এর ফলে সোনায় আপনার বিনিয়োগ বৃদ্ধি পাবে।
  • Advertisements
  • এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি অন্য কাউকে ডিজিটাল সোনা উপহারও দিতে পারবেন। এর জন্য ‘Gift gold to someone special’ বিকল্পে ক্লিক করুন।
  • এই অ্যাপ্লিকেশনে এখনই রেজিস্টার করলে ৫০০ টাকার সোনা বিনামূল্যে পেয়ে যেতে পারেন।
  • এছাড়াও এখানে রেজিস্টার করার পর প্রতিদিন বিনামূল্যে সোনা জিতে নিতে পারেন।
  • আবার আপনি চাইলে আপনার বিনিয়োগ করা ডিজিটাল গোল্ডকে যেকোনও সময় আসল সোনায় পরিবর্তিত করে নিতে পারেন – গোল্ড কয়েনের মাধ্যমে অথবা সোনার গয়নার মাধ্যমে।
  • Jar অ্যাপ্লিকেশনের মধ্যমে কেনা ডিজিটাল গোল্ডে কোনও লক-ইন পিরিয়ড নেই। এর অর্থ, আপনি যখন খুশী আপনার কেনা ডিজিটাল গোল্ড বিক্রি করে দিতে পারেন। 

 

Jar অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করবেন ?

  • প্রথম ধাপ – নীচের লিঙ্কে ক্লিক করে Jar অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।

Jar অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

  • দ্বিতীয় ধাপ – এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করুন।
  • তৃতীয় ধাপ – এবার ‘Invest Now‘ বিকল্পে ক্লিক করুন।

Digital Gold_Jar Application

  • চতুর্থ ধাপ – এবার পেমেন্ট করার জন্য অনেক বিকল্প খুলে যাবে। Paytm, UPI, ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করুন।
  • পেমেন্ট সম্পূর্ণ করলেই ডিজিটাল গোল্ড কেনার প্রক্রিয়াটি সম্পুর্ণ হয়ে যাবে। 

 

আশা করি এই পোস্টটি আপনাদের ভাল লাগবে ও এর থেকে আপনারা নতুন কিছু জানতে পারবেন। পোস্টটি অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং আপনার কোনও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। এছাড়াও আপনার ইমেইল আইডি দিয়ে আমাদের সাব্সক্রাইব করুন যাতে আমাদের সকল পোস্টগুলি সবার আগে পড়তে পারেন।

Advertisements

 

আরও পড়ুন: – 

সভরিন গোল্ড বন্ড স্কীম সম্বন্ধে বাংলায় বিস্তারিত | Sovereign Gold Bond Scheme details in Bangla | SGB details in Bengali

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!