অনলাইনে বাড়ী বসে, মোটা ইনকাম করার কথা অনেক ওয়েবসাইটই বলে থাকে। অথচ তাদের মধ্যে বেশীর ভাগই হয় নকল বা আদপে কোনও স্ক্যাম। তবে এসবের মধ্যেও এমন একটি ওয়েবসাইট আছে যা সত্যিই বাড়ীতে বসে মোটা টাকা কমানোর সুযোগ দিচ্ছে। এই ওয়েবসাইটটি আমাদের খুবই পরিচিত এবং এর বিশ্বাসযোগ্যতা নিয়েও কোনও প্রশ্ন নেই। হ্যাঁ। আপনি ঠিকই ধরেছেন, ওয়েবসাইটটির নাম আমাজন (Amazon)।
‘আমাজন পে’ (Amazon Pay)
- আমাজনের ‘আমাজন পে’ (Amazon Pay) পরিষেবার কথা আপনি নিশ্চয় শুনেছেন। যদি না জেনে থাকেন, তাহলে জেনে রাখুন, যে এটি গুগল পে, ফোন পে, বা পে টি এম এর মতো অ্যাপ্লিকেশন যেখানে আপনি সব ধরণের লেনদেন, বিভিন্ন রকমের বিল পেমেণ্ট, রেল, বাস, বিমানের টিকিট, সিনেমার টিকিট, গ্যাস সিলিন্ডার বুকিং, জলের বিল দেওয়া ইত্যাদি ‘জুতোসেলাই থেকে চণ্ডীপাঠ’ সব কাজই করতে পারবেন।
- এই সব সুবিধা গুলি পেতে আপনাকে শুধুমাত্র একটি কাজ করতে হয়, আর তা হলো আপনার আমাজন পে অ্যাকাউন্টের সাথে ইউ পি আই সংযুক্ত করে দেওয়া। ব্যাস তাহলেই ওপরে লেখা সব পরিষেবা গুলি আপনি আমাজন পে থেকে নিতে পারবেন।
- শুধু কি তাই ? আমাজন পে দিয়ে বিভিন্ন লেনদেন করলে, বা বিল পেমেণ্ট করলে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত সব ক্যাশব্যাক এবং প্রচুর স্ক্র্যাচ রিওয়ার্ড।
কিভাবে দিনে ৭৫০ টাকা কামাবেন
- এই আমাজন পে ই এবার আপনাকে দিনে ৭৫০ টাকা করে কমানোর সুযোগ দিচ্ছে। কিভাবে ? চলুন দেখে নেওয়া যাক।
- আসলে কাজটি খুবই সহজ। আমাজন পে চায় যাঁরা এখনও তাঁদের পরিষেবা ব্যবহার করেন না, তাঁরাও আমাজন পে -এর সুবিধা নিক। তাই আমাজন আপনাকে প্রতি নতুন আমাজন অ্যাকাউন্ট পিছু ৭৫ টাকা করে দেবে। অর্থাত্, আপনার রেফারেল কোড দিয়ে, যতজন আমাজন পে চালু করবেন আপনি ততবার ৭৫ টাকা করে পাবেন। তাহলে আপনি যদি প্রতিদিন ১০ জনকে আমাজন পে তে যোগ দেওয়াতে পারেন, তাহলে প্রতিদিন ৭৫০ টাকা করে কামাতে পারবেন। এবারে দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করবেন।
আমাজন পে এর লিঙ্ক শেয়ার করে টাকা আয় করার পদ্ধতি
- প্রথম ধাপ – যদি আপনার আমাজন পে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখানে লগ ইন করুন।
- দ্বিতীয় ধাপ – এবার আমাজন পে এর হোম -এ আসুন ও একেবারে ওপরে, ‘Invite & Earn’ বিকল্পে ক্লিক করুন।
- তৃতীয় ধাপ – এবার আপনি দু’ভাবে আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করতে পারেন।
- Invite Your Friends বিকল্পে ক্লিক করুন, তখন ‘Invite on WhatsApp’ বা ‘Share Invite’ বিকল্পে ক্লিক করে আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করুন। ‘Share Invite’ বিকল্পের সাহায্যে আপনি WhatsApp ছাড়াও অন্যান্য সামাজিক মাধ্যমের অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, টুইটার, টেলিগ্রাম ইত্যাদিতে অপনার রেফারেল লিঙ্ক শেয়ার করতে পারবেন।
- অথবা Invite Your Contacts বিকল্পে ক্লিক করে যেসব কনট্যাক্ট নম্বরে আপনার রেফারেল লিঙ্ক পাঠাতে চান তা বেছে নিন।
Advertisements
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট