Advertisements

অর্থনৈতিক ব্যবস্থা | অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার ও কি কি

Advertisements

অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার | অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝ | অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝায় | অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ | অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক মূল্যায়ন | অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ

Advertisements

 

আমাদের এই ব্লগে আমরা ইতিমধ্যে অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন – মৌলিক অর্থনৈতিক সমস্যা, দেশের জিডিপি কিভাবে নির্ণয় করা হয়, জিএনপি কিভাবে নির্ণয় করা হয়, সুযোগ ব্যয় কী ইত্যাদি নিয়ে। এই পোস্টটিতে আমরা আলোচনা করবো অর্থনৈতিক ব্যবস্থা বলতে কাকে বলে তা নিয়ে। আমরা দেখবো অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার ও কি কি। অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে সম্পুর্ণ ধারণা পেতে পোস্টটি শেষ অবধি মন দিয়ে পড়ুন।

Advertisements

 

অর্থনৈতিক ব্যবস্থা কি

Advertisements

অর্থনীতির মূল সমস্যা হলো মানুষের অসীম চাহিদা অথচ সমাজে সম্পদের সীমিত উপলদ্ধতা। তাই সমাজে উপস্থিত সব সম্পদ দিয়ে মানুষের চাহিদা পূরণ করা যায় না, আর সেই কারণেই মানুষকে তার চাহিদার বিকল্প নির্বাচন করতে হয়। আবার, এই নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে প্রত্যেকটি সমাজ বা দেশের অর্থনীতিকে তিনটি মূল অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় –

Advertisements

১) কি উত্‍পাদন করা হবে এবং কতটা উত্‍পাদন করা হবে?

২) কিভাবে উত্‍পাদন করা হবে?

৩) কাদের জন্য উত্‍পাদন করা হবে বা কিভাবে উত্‍পাদিত দ্রব্য সমাজে বন্টন করা হবে?

এই তিনটি সমস্যাকে মৌলিক অর্থনৈতিক সমস্যাও বলা হয়। এই তিনটি প্রশ্নের সমাধান বিভিন্ন দেশ বিভিন্ন পদ্ধতিতে করে থাকে। যে পদ্ধতিতে এই প্রশ্নগুলির সমাধান করা হয় তাকেই অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়।  

Advertisements

 

অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়

অর্থনৈতিক ব্যবস্থা বলতে সেই ব্যবস্থাকে বোঝায়, যা কিনা সমাজে উত্‍পাদিত দ্রব্য ও পরিষেবা, উত্‍পাদন প্রক্রিয়া, এবং তার বন্টন ও বিনিময়ের মধ্যে সমন্বয় সাধন করে।

অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার ও কি কি

মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলির সমাধানের উদ্দেশ্যে পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। তবে এই ব্যবস্থাগুলি মূলত তিনটি প্রকারের হয়ে থাকে –

১। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা

২। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা

৩। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা

ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বাজার তথা গ্রাহকই ঠিক করেন কি উত্‍পাদন হবে, কতটা উত্‍পাদিত হবে, এবং কাদের জন্য উত্‍পাদন হবে। অন্যদিকে কিভাবে উত্‍পাদন হবে তা ঠিক করেন উদ্যোক্তা।

সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেশের সরকারই স্থির করেন, কি উত্‍পাদন করা হবে, কতটা উত্‍পাদন করা হবে, কাদের জন্য উত্‍পাদন করা হবে, এবং কিভাবে উত্‍পাদন করা হবে।

মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় দেশের সরকার, স্বাধীন উদ্যোগপতি এবং গ্রাহক তথা বাজার একসাথে মিলে মৌলিক অর্থনৈতিক সমস্যা গুলির সমাধান করেন।    

 

প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নগুলি

FAQ – অর্থনৈতিক ব্যবস্থা