Advertisements

গতিধারা প্রকল্প ২০২৩ | গতিধারা প্রকল্পে আবেদনের পদ্ধতি | Gatidhara Scheme: Details in Bengali

Advertisements

গতিধারা প্রকল্প সম্বন্ধে জানতে চাই | গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গ | গতিধারা প্রকল্প কি | গতিধারা প্রকল্প সম্বন্ধে জানতে চাই | পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্প | 

 

রাজ্যের বেকার যুবক-যুবতী -দের কর্মসংস্থানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার কতৃক বিভিন্ন রকমের প্রকল্প চালানো হচ্ছে। এমনই একটি প্রকল্প হলো গতিধারা প্রকল্প।

নমস্কার বন্ধুরা। স্বাগত জানাই আপনাদের Earn Money Bangla -তে। আজকের এই পোস্টে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকার কতৃক চালু করা ‘গতিধারা’ প্রকল্প সম্বন্ধে বিস্তারিত। চলুন শুরু করা যাক। 

Advertisements

 

গতিধারা প্রকল্প কি?

  • ‘গতিধারা’ হলো পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর কতৃক পরিচালিত রাজ্যের নিবন্ধিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য একটি প্রকল্প।
  • এই প্রকল্পটির রূপকারের দায়ীত্বে আছে পশ্চিমবঙ্গ পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগম (West Bengal Transport Infrastructure Development Corporation Limited)।

 

গতিধারা প্রকল্পের সুবিধা

  • এই প্রকল্পের মাধ্যমে কোনও বাণিজ্যিক যানবাহন কেনার জন্য রাজ্যের নিবন্ধিত বেকার যুবক-যুবতীদের ভর্তুকি প্রদান করা হবে। 
  • এই প্রকল্পে ভর্তুকির হার গাড়ির এক্স-শোরুম মূল্যের ৩০% যা সর্বোচ্চ ১ লক্ষ টাকা অবধি পাওয়া যেতে পারে। 
  • এছাড়াও এই প্রকল্পের আওতায় গাড়ী কিনলে পরিবহন দপ্তরের সহায়তায় পারমিট অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পাওয়া যাবে।

 

 

গতিধারা প্রকল্পের সুবিধা নেওয়ার যোগ্যতা

গতিধারা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যক: – 

  1. আবেদনকারীর নাম অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। 
  2. আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেক ৪৫ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে তফ্শিলি জাতি, ও উপজাতিরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর আবেদনকারীরা ৩ বছরের ছাড় পাবেন। 
  3. এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আবেদনকারীর পরিবারের আয় কোনোভাবেই মাসিক ২৫,০০০ টাকার বেশী হওয়া চলবে না। 
  4.  একটি পরিবার থেকে একজন মাত্র ব্যক্তিই এই প্রকল্পের সুবিধা পাবেন। 

 

 

গতিধারা প্রকল্প সম্পর্কে আরও কিছু তথ্য

  • গতিধারা প্রকল্পের জন্য অনুমোদিত সুবিধাপ্রদানকারী হলেন যানবাহন-বিক্রেতারা (Vehicle Dealers)।
  • আবেদনকারীকে তার পছন্দের বিক্রেতা কর্তৃক সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ তার আবেদন প্রক্রিয়াকৃত (Process) করতে হবে।
  • গাড়ি কেনার জন্য প্রয়োজনীয় লোনের জন্য একজন ফাইন্যান্সার নির্বাচন করতে হবে।
  • এই স্কিমের অধীনে পারমিট এবং ভর্তুকির জন্য অফার-লেটার পাওয়ার এক মাসের মধ্যে আপনার যানবাহন কিনে নিবন্ধিত (Registration) করতে হবে।

 

 

গতিধারা প্রকল্পে আবেদন করতে যে নথিপত্র গুলির প্রয়োজন

  • আবেদন পত্র ১ (Annexure – I) (আসল দুই কপি)
  • পারিবারিক আয়ের শংসাপত্র (Annexure – II) (দুই কপি প্রতিলিপি)
  • স্বঘোষণা (Self-declaration) পত্র (Annexure – III) (দুই কপি প্রতিলিপি)
  • পারমিট -এর আবেদন পত্র (এক কপি)
  • আবেদন কারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত আছে তার প্রমাণ (দুই কপি প্রতিলিপি)।
  • বয়সের প্রমাণপত্র (দুই কপি প্রতিলিপি)।
  • ঠিকানার প্রমাণপত্র (দুই কপি প্রতিলিপি)।
  • পরিচয় প্রমাণপত্র (দুই কপি প্রতিলিপি)।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণপত্র (দুই কপি প্রতিলিপি)।
  • ৬ কপি পাসপোর্ট মাপের ফটো।
  • গতিধারা সুবিধা প্রদানকারী ডিলার কতৃক দেওয়া গাড়ির জন্য কোটেশন।

গতিধারা প্রকল্পের আবেদনপত্র

Annexure – I, Annexure – II, Annexure – III ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

গতিধারা প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন 

  • প্রথম ধাপ: – প্রথমেই আপনি দেখে নিন গতিধারা প্রকল্পের সুবিধা নিতে গেলে যে যোগ্যতা গুলি প্রয়োজন তা আপনার আছে কিনা। যোগ্যতার বিষয়ে কোনও রকম সংশয় থাকলে আমাদের কমেণ্টে জানান বা নিকটবর্তী আর.টি.ও. তে যোগাযোগ করুন।
  • Advertisements

 

  • দ্বিতীয় ধাপ: – যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি গতিধারা প্রকল্পে আবেদন করার যোগ্য তখন আপনার নিকটবর্তী অঞ্চলে যে গাড়ির ডিলার গতিধারা প্রকল্পের সুবিধা দিচ্ছে তার সাথে যোগাযোগ করুন। এই গাড়ির ডিলার আপনি যে গাড়ী কিনতে চান তার কোটেশন দেবে। সেটি নিজের কাছে রাখুন। 
  • Advertisements

 

  • তৃতীয় ধাপ: – এরপর উপরে দেওয়া আবেদনপত্র গুলিতে সমস্ত তথ্য ভরাট করুন ও তালিকায় দেওয়া নথিপত্র গুলি নিয়ে পশ্চিমবঙ্গ পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগম -এর দফতরে (Paribahan Bhavan – 2 CSTC Bus Depot Ruby More, Kasba, Kolkata, West Bengal 700107, P.N. –  033 2442 0278) যোগাযোগ করুন। এছাড়াও কোনও রকম সংশয় থাকলে আপনার নিকটবর্তী আর.টি.ও. তে যোগাযোগ করতে পারেন।
  • Advertisements

 

  • চতুর্থ ধাপ: – আপনার আবেদনপত্র গ্রহণ করার পর সব কিছু যাচাই করা হবে এবং আপনার আবেদন পত্র অনুমোদন পেলে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এরপর এক মাসের মধ্যে আপনাকে গাড়ী কিনে গাড়ির রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • Advertisements

 

বন্ধুরা, আশা করি এই পোস্টের মাধ্যমে গতিধারা প্রকল্প সম্পর্কে আপনাদের সব তথ্য দিতে পেরেছি। এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে কমেণ্ট করে জানান অথবা আমাদের ইমেইল আইডি [email protected] -তে আমাদের ইমেইল করুন। আর পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।   

Advertisements

 

 

আরও পড়ুন: – 

নিজস্বী প্রকল্প

মুদ্রা যোজনায় কিভাবে লোন পাবেন | প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সম্বন্ধে বিস্তারিত | Pradhan Mantri Mudra Yojana

Spread the love
Advertisements

3 thoughts on “গতিধারা প্রকল্প ২০২৩ | গতিধারা প্রকল্পে আবেদনের পদ্ধতি | Gatidhara Scheme: Details in Bengali”

  1. Advertisements
  2. গতিধারা প্রকল্পে কি ট্রেকার পাওয়া যাবে ?

    Reply
    • গতিধারা প্রকল্পের আওতায় যেকোনও প্রকারের বাণিজ্যিক যানবাহনই কেনা যেতে পারে। তবে স্থানীয় ডিলার অর্থাত্‍ যাঁর থেকে আপনি গতিধারা প্রকল্পের সুবিধা পাবেন, তিনি ট্রেকার বিক্রি করেন কিনা খোঁজ নিন। এই বিষয়ে তিনি আপনাকে ভালোভাবে সাহায্য করতে পারবেন। ধন্যবাদ।

      Reply

Leave a Comment

error: Content is protected !!