Advertisements
জিডিপি | জিডিপি কি | জিডিপি কী | জিডিপি কিভাবে হিসাব করা হয় | জিডিপি কাকে বলে | জিডিপি বলতে কি বুঝায়
বন্ধুরা, জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কথাটি আপনারা সংবাদপত্রে বা সংবাদ চ্যানেলে নিশ্চই শুনে থাকবেন। কিন্তু, আপনি কি জানেন জিডিপি কি? কিভাবে জিডিপি নির্ণয় করা হয়? এইসব বিষয়ে খুব সহজ ভাবে বুঝে নিতে পোস্টটি পড়তে থাকুন।
Advertisements
জিডিপি কাকে বলে?
- জিডিপি বলতে এক বছরের ব্যবধানে কোনও দেশের ভৌগলিক অবস্থানের মধ্যে যত দ্রব্য উত্পাদন হয় বা পরিষেবা দেওয়া হয়, তার সামগ্রিক মূল্যকে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়। এখানে মনে রাখতে হবে, যে দেশের জিডিপি -এর কথা বলা হচ্ছে, সেই দেশে যদি কোনও বিদেশী কোম্পানী কোনও পণ্য উত্পাদন করে বা পরিষেবা প্রদান করে, তাহলে তাও দেশের জিডিপি -এরই অংশ হবে। আবার অন্যদিকে বিদেশে উত্পাদিত দ্রব্য জিডিপি -এর মধ্যে ধরা হয় না।
Advertisements
Contents
hide
জিডিপি বলতে কি বুঝায়
Advertisements
- জিডিপি -এর সজ্ঞা আমরা ওপরে জেনেছি। এবার একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক জিডিপি বলতে কি বোঝায়। মনে করা যাক, ভারতবর্ষের ২০২১ সালের জিডিপি -এর কথা বলা হচ্ছে। তাহলে, ২০২১ সালে সমগ্র ভারতবর্ষ জুড়ে যে পরিমাণ পণ্য, যেমন – খাদ্যসামগ্রী, আসবাব, বৈদ্যুতিন যন্ত্র, ইত্যাদি উত্পাদন হয়েছে এবং যে সকল পরিষেবা, যেমন – চিকিত্সা, শিক্ষা, ইত্যাদি দেওয়া হয়েছে, তার সামগ্রিক মূল্যকেই বলা হবে জিডিপি।
- অর্থাত্, কোনও দেশের জিডিপি কত হবে তা সেই দেশের মোট উত্পাদিত পণ্য এবং প্রদেয় পরিষেবার ওপর নির্ভর করে। ফলে, পণ্যের উত্পাদন এবং পরিষেবার প্রদান যত বেশী হবে, সে দেশের জিডিপিও ততটাই বেশী হবে।
Advertisements
Advertisements
জিডিপি -এর বৈশিষ্ট্য
- জিডিপি সেই দেশের অর্থিক শক্তিকে প্রদর্শন করে।
- অন্য কোনও দেশ থেকে আমদানি করা দ্রব্য জিডিপি -এর অংশ হয় না।
- জিডিপি হিসাব করার সময় তা কোনও একটি নির্দিষ্ট সময়ের জন্যই হিসাব করা হয়।
- জিডিপি হিসাব করার সময় মধ্যবর্তী দ্রব্যের (Intermediate Product) মূল্য ধরা হয় না, কেবলমাত্র শেষপর্যন্ত গ্রাহকের কাছে যে দ্রব্য পৌঁছাচ্ছে তার হিসাব করা হয়।
জিডিপি কিভাবে হিসাব করা হয়
ভারতে জিডিপি কিভাবে হিসাব করা হয়
- ভারতে জিডিপি হিসাব করে CSO বা Central Statistics Office। জিডিপি হিসাব করার জন্য, তারা উত্পাদন মূলক পরিসংখ্য়ান আদায় করে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্ত DIPP (Department of Industrial Policy & Promotion) -এর থেকে, আবার মূল্য সম্বন্ধিত তথ্য আদায় করে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দফতরের মূল্য নজরদারী সেল থেকে।
Advertisements
জিডিপি নির্ণয়ের সুত্র
- জিডিপি = সি(C) + জি(G) + আই(I) + এনএক্স(NX)
- এখানে,
- সি(C) = গ্রাহকদের খরচ
- জি(G) = সরকারী খরচ
- আই(I) = বিনিয়োগ (Investment)
- এনএক্স(NX) = নিট রপ্তানী (মোট রপ্তানী – মোট আমদানি)
জিডিপি প্রকারভেদ
- জিডিপি বৃদ্ধি পাবে যদি সেই দেশের পণ্য উত্পাদন ও পরিষেবা প্রদান বৃদ্ধি পায়, অথবা পণ্য এবং পরিষেবার মূল্য বৃদ্ধি পায়।
নমিনাল জিডিপি কি (Nominal GDP)
- যদি কোনও দেশের পণ্য উত্পাদন ও পরিষেবার মূল্য বৃদ্ধির ফলে সে দেশের জিডিপি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তাকে বলা হবে নামমাত্র জিডিপি। ধরা যাক, একটি দেশে শুধুমাত্র পেন উত্পাদন হয়। ২০১১ সালে ১টি পেনের দাম ছিল ৫ টাকা, এবং সে বছর ২০টি পেন উত্পাদন হয়েছিল। তাহলে মোট জিডিপি ছিল ২০X৫ = ১০০ টাকা। ২০২১ সালে মূল্যবৃদ্ধির ফলে ১টি পেনের দাম ৮ টাকা, এবং এই বছর মোট ১৫টি পেন উত্পাদন হয়েছে। অর্থাত্ মোট জিডিপি ১৫X৮ = ১২০ টাকা। একে বলে Nominal GDP at Current Price। অর্থাত্, এক্ষেত্রে উত্পাদন বৃদ্ধি না পেলেও জিডিপি বৃদ্ধি পেলো। ফলে সেই দেশের অর্থনীতির আসল চেহারা ধরা পড়লো না। এই সমস্যা দূরীকরণের জন্য দেশের রিয়েল জিডিপি নির্ণয় করা হয়।
Advertisements
প্রকৃত জিডিপি কি (Real GDP)
- এই ক্ষেত্রে কোনও একটি বছরকে ভিত্তি বছর (Base Year) ধরে জিডিপি নির্ণয় করা হয়। ওপরের উদাহরণের সাহায্যে যদি ওই দেশের আসল জিডিপি নির্ণয় করতে হয়, তবে ২০১১ সালের সাথেই তুলনা করে দেখতে হবে। সেক্ষেত্রে ২০২১ সালের আসল জিডিপি হবে ১৫ x ৫ =৭৫ টাকা। একে GDP at Constant Price বলা হয়।
Advertisements
জিডিপি প্রবৃদ্ধি কি?
- কোনও দেশের জিডিপি প্রবৃদ্ধি বলতে সেই দেশের বর্তমান জিডিপি, আগের বছরের জিডিপি -এর তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তাকে বোঝায়। ধরা যাক, ২০২০ সালে ভারতের মোট জিডিপি ছিল ১০০ টাকা, এবং ২০২১ সালে ভারতের মোট জিডিপি ১০৫ টাকা। তাহলে বলা যাবে, যে ভারতে ২০২১ সালে জিডিপি প্রবৃদ্ধির হার ৫%।
Advertisements
জিডিপি অনুযায়ী দেশের তালিকা
জিডিপি অনুযায়ী দেশের তালিকা দেখতে ক্লিক করুন