অনলাইন ইন্দনে গ্যাস বুকিং | অনলাইনে গ্যাস বুকিং
বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। প্রায় প্রতি মাসেই আমাদের গ্যাস সিলিন্ডার বুক করার প্রয়োজন হয়। তবে গ্যাস ডিলারের অফিসে গিয়ে বা ফোন করে গ্যাস বুক করার জন্য বেশ ঝক্কি পোহাতে হয় সাধারণ মানুষকে, কিন্তু আপনি কী জানেন, যে অনলাইনে শুধুমাত্র কয়েকটি ক্লিকের সাহায্যেই আপনি গ্যাস সিলিন্ডার বুক করে ফেলতে পারেন। অনলাইনে কিভাবে গ্যাস সিলিন্ডার বুক করবেন? অনলাইনে গ্যাস সিলিন্ডার বুক করার কী কি সুবিধা আছে? এসব জানতে পোস্টটি পড়তে থাকুন।
অনলাইনে গ্যাস সিলিন্ডার বুক করার সুবিধা
- অনলাইনে গ্যাস সিলিন্ডার বুক করার বিভিন্ন ধরণের সুবিধা আছে –
- আপনি বাড়ীতে বসেই শুধুমাত্র মোবাইল ফোনের সাহায্যে গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন।
- অনলাইনে গ্যাস সিলিন্ডার বুক্ করার জন্য বিভিন্ন পেমেণ্ট মাধ্যমগুলি প্রচুর ক্যাশব্যাক বা রিওয়ার্ড দেয়। ফলে গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কম পড়ে।
- আবার যেহেতু অনলাইনে গ্যাস সিলিন্ডার বুক করার সময় আপনি আগেই সমস্ত পেমেণ্ট করে দেন ফলে সিলিন্ডার ডেলিভারির সময় ডেলিভারি বয়ের সাথে টাকা নিয়ে ঝামেলা হয় না।
- এছাড়া বুকিং করার সাথে সাথেই আপনি মোবাইলে গ্যাস বুকিং -এর রিসিপ্ট পেয়ে যাবেন।
অনলাইনে গ্যাস সিলিন্ডার কিভাবে বুক করবেন
- অনলাইন গ্যাস সিলিন্ডার বুক করার বিভিন্ন পদ্ধতি আছে। এইসব পদ্ধতি গুলি নিচে আলোচনা করা হল –
Amazon –এর সাহায্যে অনলাইন গ্যাস বুকিং
- প্রথম ধাপ: – Amazon -এর সাহায্যে অনলাইনে গ্যাস বুক করতে প্রথমে Amazon অ্যাপ্লিকেশনটি খুলুন।
- দ্বিতীয় ধাপ: – এরপর Amazon Pay বিকল্পে ক্লিক করুন।
- তৃতীয় ধাপ: – এরপর ‘Pay Bills’ বিভাগের নিচের দিকে ‘Gas Cylinder’ বিকল্পে ক্লিক করুন।
- চতুর্থ ধাপ: – এরপর আপনি যে কোম্পানীর গ্যাস সিলিন্ডার নেন (যেমন Indane/HP/Bharat Gas) তা নির্বাচন করুন।
- পঞ্চম ধাপ: – এরপর গ্যাস কোম্পানীর সাথে সংযুক্ত (Registered) আপনার মোবাইল নম্বর অথবা এলপিজি আইডি লিখুন। সবকিছু সঠিক ভাবে লিখলে, নীচে আপনার নাম, ডিলারের নাম, এবং গ্যাস বুক করতে কত টাকা দিতে হবে তা দেখানো হবে।
- ষষ্ঠ ধাপ: – এবার নীচে দেওয়া ‘Continue’ বিকল্পে ক্লিক করুন। তখন কিভাবে পেমেণ্ট করতে চান তা জানতে চাওয়া হবে। আপনার পছন্দমতো মাধ্যম বাছাই করে পেমেণ্ট করুন। পেমেণ্ট করলেই আপনার গ্যাস সিলিন্ডার বুক হয়ে যাবে, এবং কতদিনে সিলিন্ডারের ডেলিভারী পাবেন তা দেখতে পাবেন। এর সাথে গ্যাস বুকিং -এর রসিদও পেয়ে যাবেন।
AdvertisementsAdvertisements
Paytm-এর সাহায্যে অনলাইন গ্যাস বুকিং
- প্রথম ধাপ: – Recharge & Bill Payments বিভাগে গিয়ে ‘Book Gas Cylinder’ বিকল্পে ক্লিক করুন।
- দ্বিতীয় ধাপ: – এরপর আপনি যে কোম্পানীর গ্যাস সিলিন্ডার নেন (যেমন Indane/HP/Bharat Gas) তা নির্বাচন করুন।
- তৃতীয় ধাপ: – এরপর গ্যাস কোম্পানীর সাথে সংযুক্ত (Registered) আপনার মোবাইল নম্বর লিখুন।
- চতুর্থ ধাপ: – এবার নীচে দেওয়া ‘Proceed’ বিকল্পে ক্লিক করুন। তখন কত টাকা দিতে হবে তা দেখানো হবে। তখন Pay বিকল্পে ক্লিক করে আপনার পছন্দমতো মাধ্যম বাছাই করে পেমেণ্ট করুন। পেমেণ্ট করলেই আপনার গ্যাস সিলিন্ডার বুক হয়ে যাবে, এবং কতদিনে সিলিন্ডারের ডেলিভারী পাবেন তা দেখতে পাবেন। এর সাথে গ্যাস বুকিং -এর রসিদও পেয়ে যাবেন।
Advertisements
Google Pay –এর সাহায্যে অনলাইন গ্যাস বুকিং
- প্রথম ধাপ: – এর জন্য প্রথমে গুগল পে অ্যাপ্লিকেশনটি খুলে ‘Businesses and bills’ বিভাগে ‘Bills’ -এর ওপর ক্লিক করুন।
- দ্বিতীয় ধাপ: – এরপর ‘Gas Cylinder Booking’ বিকল্পে ক্লিক করুন।
- তৃতীয় ধাপ: – এরপর আপনি যে কোম্পানীর গ্যাস সিলিন্ডার নেন (যেমন Indane/HP/Bharat Gas) তা নির্বাচন করুন ও ‘Link account’ লেখার ওপর ক্লিক করুন।
- চতুর্থ ধাপ: – এরপর ‘Place Order’ এর ওপর ক্লিক করে পেমেণ্ট সম্পুর্ন করুন। পেমেণ্ট করলেই আপনার গ্যাস সিলিন্ডার বুক হয়ে যাবে, এবং কতদিনে সিলিন্ডারের ডেলিভারী পাবেন তা দেখতে পাবেন। এর সাথে গ্যাস বুকিং -এর রসিদও পেয়ে যাবেন।
Advertisements
Phone Pay –এর সাহায্যে অনলাইন গ্যাস বুকিং
- প্রথম ধাপ: – Recharge & Bill Payments বিভাগে গিয়ে ‘Book A Cylinder’ বিকল্পে ক্লিক করুন
- দ্বিতীয় ধাপ: – এরপর আপনি যে কোম্পানীর গ্যাস সিলিন্ডার নেন (যেমন Indane/HP/Bharat Gas) তা নির্বাচন করুন।
- তৃতীয় ধাপ: – এরপর গ্যাস কোম্পানীর সাথে সংযুক্ত (Registered) আপনার মোবাইল নম্বর লিখুন এবং নীচে ‘Confirm’ বিকল্পে ক্লিক করুন। সবকিছু সঠিক ভাবে লিখলে, নীচে আপনার নাম, ডিলারের নাম, এবং গ্যাস বুক করতে কত টাকা দিতে হবে তা দেখানো হবে ।
- চতুর্থ ধাপ: – এবার পেমেণ্ট মাধ্যম নির্বাচন করুন এবং নীচে দেওয়া ‘Book & Pay’ বিকল্পে ক্লিক করে পেমেণ্ট করুন। পেমেণ্ট করলেই আপনার গ্যাস সিলিন্ডার বুক হয়ে যাবে, এবং কতদিনে সিলিন্ডারের ডেলিভারী পাবেন তা দেখতে পাবেন। এর সাথে গ্যাস বুকিং -এর রসিদও পেয়ে যাবেন।
AdvertisementsAdvertisements
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরও পড়ুন: –
আজ থেকে ফের বাড়লো গ্যাসের দাম – জেনে নিন বিস্তারিত | এলপিজি দাম মে, ২০২২
বাড়ী বসে আধার-মোবাইল/ইমেল কিভাবে লিঙ্ক করবেন | অনলাইনে আধার আপডেট