To Read this Article in English click here
How to buy US Stocks in Bengali
আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তাহলে অন্তত একটি বারের জন্য হলেও আমেরিকান কোম্পানীর শেয়ার কেনার কথা নিশ্চই মনে হয়েছে আপনার। খুবই স্বাভাবিক ব্যাপার। Apple, Amazon, Facebook, Tesla এই সব সেরা কোম্পানী গুলিতে অংশীদারীত্ব আছে ব্যাপারটি ভেবেই গায়ে কাঁটা দেয়, তাই নয় কি ? কিন্তু আমেরিকান স্টকে বিনিয়োগ সম্বন্ধে ভারতীয়দের মধ্যে ধারণা খুবই কম। এই বিষয়ে আলোকপাত করার জন্য এই লেখাটি। এই লেখাটি শেষ অবধি পড়ার পর ভারতে বসে আমেরিকান স্টকে বিনিয়োগ করার ব্যাপারে আপনার সম্যক ধারণা তৈরি হয়ে যাবে।
আমেরিকান স্টক মার্কেটে কেনো বিনিয়োগ করবেন ?
আমরা ভারতীয়রা যারা স্টকে বিনিয়োগ করি, সাধারণত নিফ্টি বা সেনসেক্সের শেয়ারেই বিনিয়োগ করি। গত ৫ বছরে নিফ্টির বৃদ্ধির হার ১১০%, সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ১১৭%, অন্যদিকে আমেরিকান স্টক ইন্ডেক্স Nasdaq গত ৫ বছরে, ১৯৪.৭৬% পেয়েছে। অর্থাত্ Nasdaq এর বৃদ্ধির হার নিফ্টি, সেনসেক্সের প্রায় দ্বিগুণ। এই কারণেই ভারতের শেয়ার বাজারের পাশাপাশি আমাদের আমেরিকান স্টক মার্কেটেও বিনিয়োগ করা উচিত।
ভারত থেকে কী আমেরিকান কোম্পানীতে বিনিয়োগ করা যায় ?
এতদিন ভারতে বসে আমেরিকান কোম্পানীতে বিনিয়োগ করার তেমন সুযোগ ছিলো না। কিন্তু সেইসব দিন শেষ। এখন আপনি বাড়ী বসে আপনার মোবাইল থেকেই সুদূর আমেরিকায় অবস্থিত কোম্পানী গুলিতে বিনিয়োগ করতে পারবেন। হ্যাঁ। এমনই সুযোগ দিচ্ছে IND money অ্যাপ্লিকেশন। IND money অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আমেরিকান স্টকে বিনিয়োগ করার পাশাপাশি আরও অনেক সুবিধা পাবেন। চলুন বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।
আমেরিকান শেয়ারের দাম অনেক বেশী, কিভাবে কিনবো ?
আমেরিকান কোম্পানী গুলির শেয়ারের দাম অনেক বেশী হয়। তবে আমেরিকান স্টক মার্কেটের সুবিধা হলো, ওখানে আপনি অংশে শেয়ারে বিনিয়োগ করতে পারেন। অর্থাত্, ভারতের শেয়ার বাজারের মতো আমেরিকাতে কোনও শেয়ারে বিনিয়োগ করার সময় সেই শেয়ারটির নূন্যতম একটি একক (One Quantity) না কিনলেও চলে। আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন, সেই অনুযায়ী ওই কোম্পানীর শেয়ার আপনি পাবেন। ব্যাপারটি একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক।
মনে করা যাক আপনি মাইক্রোসফ্ট -এর শেয়ারে বিনিয়োগ করতে চান। আজ ২২শে মার্চ, ২০২৩ মাইক্রোসফ্ট -এর একটি শেয়ারের দাম $২৭২.২৮, অর্থাত্ ভারতীয় মুদ্রা প্রায় ২২,০০০ টাকা, অথচ আপনার কাছে আছে মাত্র ১০,০০০ টাকা। তবুও আপনি মাইক্রোসফ্ট -এর শেয়ার কিনতে পারবেন। এই ক্ষেত্রে আপনি ১০,০০০ টাকায় যে পরিমাণ অংশ হয় সেই পরিমাণ শেয়ার কিনতে পারবেন। যেমন মাইক্রোসফ্ট -এর ১টি শেয়ারের দাম যদি ২২,০০০ টাকা ($২৭২.২৮) হয়, তাহলে ১০,০০০ টাকায় আপনি পাবেন ০.৪৫ টি শেয়ার।
আমেরিকান শেয়ার কিভাবে কিনবেন?
এখন আপনি ভারত থেকেও আমেরিকান শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এর জন্য আপনি IND money অ্যাপ্লিকেশনের সুবিধা নিতে পারেন। এই বিষয়ে বিস্তারিত নীচে দেওয়া হলো।
IND money অ্যাপ্লিকেশন কি ?
ব্যক্তি এবং পরিবারকে একটি উন্নত আর্থিক ভবিষ্যত প্রদানের লক্ষ্যে 2019 সালে IND money (যা আগে IND wealth নামে পরিচিত ছিল) চালু করা হয়েছিল। এর মালিক Finzoom Investment Advisors (p) Ltd, যা কিনা একটি SEBI নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা। কোম্পানিটি টাইগার গ্লোবাল, স্টেডভিউ ক্যাপিটাল এবং ড্রাগনের মতো বিনিয়োগকারীদের দ্বারা সমর্থিত।
IND money অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি
IND money অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড অনেকরকম সুবিধা পাবেন। বিস্তারিত নীচে আলোচনা করা হয়েছে।
- এই অ্যাপ্লিকেশনটিতে আপনি আপনার সমস্ত বিনিয়োগ এবং ঋণ ট্র্যাক করতে পারবেন। অর্থাত্ আপনার সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট ইত্যাদিতে কত টাকা বিনিয়োগ করা আছে এবং আপনার নেওয়া ঋণ সবকিছু এই অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন।
- এই অ্যাপ্লকেশনটির দ্বারা আপনি সরাসরি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।
- এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা করতে পারবেন।
- IND money অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি বিভিন্ন বন্ডে সরাসরি বিনিয়োগ করতে পারবেন।
- এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি যে কোনো PMS – এ বিনিয়োগ করতে পারবেন।
- IND MONEY অ্যাপ্লিকেশনের সাহায্যে IPO তে সরাসরি বিনিয়োগ করা যাবে।
- এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আপনার আর্থিক লক্ষ্য স্থির করতে এবং তার ওপর নজর রাখতে পারবেন।
- এছাড়াও এখানে রয়েছে আরও অন্যান্য সুবিধা।
- এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি Google, Apple, Meta (Facebook), Tesla, Alphabet এবং আরও অন্যান্য আমেরিকান কোম্পানী গুলিতে সহজেই বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও, আপনি এই অ্যাপ্লিকেশনটিতে রেজিস্ট্রেশন করলেই বেশ কিছু কোম্পানীর স্টক বিনামূল্যে পাবেন।
IND money অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে আমেরিকান শেয়ারে বিনিয়োগ করবেন ?
- আমেরিকান স্টকে বিনিয়োগ করার জন্য সর্ব প্রথম নীচের লিঙ্কে ক্লিক করে IND money অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
IND Money অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
- এরপর কয়েকটি সহজ ধাপ অতিক্রম করলেই IND money তে আপনার অ্যাকাউন্ট তৈরী হয়ে যাবে।
- এরপর (+) লেখা অংশে ক্লিক করুন।
- এরপর ‘Invest’ বিকল্পে ক্লিক করুন।
- তারপর ‘Us Stock’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর আপনার পছন্দ মতো কোম্পানী নির্বাচন করুন।
- তারপর ‘BUY’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর US Stock কেনার জন্য আপনাকে টাকা জমা করতে বলা হবে। তখন Add Money বিকল্পে ক্লিক করুন। তারপর যে পরিমাণ টাকা জমা করতে চান তা নির্বাচন করুন। তারপর ‘Continue’ বিকল্পে ক্লিক করে টাকা জমা করুন।
- এরপর আপনার পছন্দসই US স্টক নির্বাচন করুন ও ‘Buy’ বিকল্প নির্বাচন করে তা কিনে ফেলুন।
আশা করি, এই পোস্টটি আপনাদের ভাল লাগবে। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেণ্টে জানান এবং এই পোস্টটি অন্যদের সাথে ভাগ করে তাদেরও জানার সুযোগ করে দিন।