Advertisements

IDFC VISA Classic Debit Card: পেয়ে যান দুর্দান্ত সব অফার

Advertisements

ডেবিট কার্ড তো আমরা সকলেই ব্যবহার করি, এবং সেই কার্ড দিয়ে লেনদেন ও করি, কিন্তু আপনার ডেবিট কার্ড দিয়ে লেনদেন করলে কি বিশেষ ছাড় পাওয়া যায় ? যদি না পাওয়া যায় তাহলে IDFC -এর ডেবিট কার্ডটি ব্যবহার করে দেখতে পারেন। IDFC ব্যাংকের চালু করা এই VISA Classic Debit Card -এ রয়েছে অনেক রকমের সুবিধা। চলুন দেখে নেওয়া যাক সেই সুবিধা গুলি সম্বন্ধে। 

Advertisements

 

লেনদেনের সীমা

এই কার্ড ব্যবহার করে এটিএম থেকে দিনে সর্বাধিক ৫০,০০০ টাকা অবধি তোলা যাবে এবং এক দিনে সর্বাধিক ১,৫০,০০০ টাকার কেনাকাটা করতে পারবেন। আবার আপনি চাইলে আপনার ক্ষেত্রে এই সর্বাধিক সীমা গুলিকে নিজের মতো কমিয়ে দিতে পারেন। 

Advertisements

 

বীমা

এই কার্ড ব্যবহারকারীদের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাংক দিচ্ছে বিমার সুবিধা। কার্ড ব্যবহারকারীর দুর্ঘটনা হলে তিনি ২, ০০,০০০ টাকা পাবেন। আবার এই কার্ড হারিয়ে যাওয়ার পর যদি সেখান থেকে কোনও লেনদেন হয় সেই ক্ষেত্রে ৫০,০০০ টাকা অবধি লেনদেনের জন্য কার্ডের আসল মালিকের কোনও দায় থাকবে না।  

Advertisements

 

অফার

  • এই কার্ড দিয়ে পেমেণ্ট করলে আইডিএফসি আপনাকে দিচ্ছে অনেক রকমের অফার। যেমন – 
    • এই কার্ড দিয়ে  OYO -তে পেমেণ্ট করলে পেয়ে যাবেন ৪০% অবধি ছাড়। 
    • এই কার্ড দিয়ে  Bigbasket -এ পেমেণ্ট করলে পেয়ে যাবেন ২০% ছাড়। 
    • Gamezy তে এই কার্ড দিয়ে পেমেণ্ট করলে পেয়ে যাবেন ১০০% ছাড়। 
    • Kalyan Jewelry তে এই কার্ড দিয়ে পেমেণ্ট করলে পেয়ে যাবেন ৩,০০০ টাকা অবধি ছাড়। 
    • Lenovo -তে এই কার্ড দিয়ে পেমেণ্ট করলে পাওয়া যাবে ৩০% ছাড় এবং সাথে আরও ৩০০০ টাকার ছাড়।
    • এই কার্ড দিয়ে Myntra তে পেমেণ্ট করলে পাবেন ২০০ টাকার ছাড়, Samsung -এর অনলাইন স্টোরে ২৫% অবধি ছাড়, 1mg -তে 20% ছাড়, AJIO তে ৫০০ টাকা ছাড়, BATA তে ১৫% ছাড় এবং আরও অনেক রকমের অফার। 
    • Advertisements

কিভাবে পাবেন  IDFC -এর এই VISA Classic Debit Card ?

এই কার্ড পাওয়ার জন্য আপনাকে IDFC ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যদিও এই কাজটি আপনি বাড়িতে বসেই করতে পারবেন। IDFC ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন। 

 

 

ক্রেড অ্যাপ্লিকেশন দিয়ে ক্রেডিট কার্ড বিল পেমেণ্ট | CRED সম্বন্ধে বিস্তারিত | Credit Card Bill Payment via CRED

জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলুন অনলাইনে | Open Zero Balance Account Online | Equitas Small Finance Bank জিরো ব্যালান্স অ্যাকাউন্ট

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!