ডেবিট কার্ড তো আমরা সকলেই ব্যবহার করি, এবং সেই কার্ড দিয়ে লেনদেন ও করি, কিন্তু আপনার ডেবিট কার্ড দিয়ে লেনদেন করলে কি বিশেষ ছাড় পাওয়া যায় ? যদি না পাওয়া যায় তাহলে IDFC -এর ডেবিট কার্ডটি ব্যবহার করে দেখতে পারেন। IDFC ব্যাংকের চালু করা এই VISA Classic Debit Card -এ রয়েছে অনেক রকমের সুবিধা। চলুন দেখে নেওয়া যাক সেই সুবিধা গুলি সম্বন্ধে।
লেনদেনের সীমা
এই কার্ড ব্যবহার করে এটিএম থেকে দিনে সর্বাধিক ৫০,০০০ টাকা অবধি তোলা যাবে এবং এক দিনে সর্বাধিক ১,৫০,০০০ টাকার কেনাকাটা করতে পারবেন। আবার আপনি চাইলে আপনার ক্ষেত্রে এই সর্বাধিক সীমা গুলিকে নিজের মতো কমিয়ে দিতে পারেন।
বীমা
এই কার্ড ব্যবহারকারীদের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাংক দিচ্ছে বিমার সুবিধা। কার্ড ব্যবহারকারীর দুর্ঘটনা হলে তিনি ২, ০০,০০০ টাকা পাবেন। আবার এই কার্ড হারিয়ে যাওয়ার পর যদি সেখান থেকে কোনও লেনদেন হয় সেই ক্ষেত্রে ৫০,০০০ টাকা অবধি লেনদেনের জন্য কার্ডের আসল মালিকের কোনও দায় থাকবে না।
অফার
- এই কার্ড দিয়ে পেমেণ্ট করলে আইডিএফসি আপনাকে দিচ্ছে অনেক রকমের অফার। যেমন –
- এই কার্ড দিয়ে OYO -তে পেমেণ্ট করলে পেয়ে যাবেন ৪০% অবধি ছাড়।
- এই কার্ড দিয়ে Bigbasket -এ পেমেণ্ট করলে পেয়ে যাবেন ২০% ছাড়।
- Gamezy তে এই কার্ড দিয়ে পেমেণ্ট করলে পেয়ে যাবেন ১০০% ছাড়।
- Kalyan Jewelry তে এই কার্ড দিয়ে পেমেণ্ট করলে পেয়ে যাবেন ৩,০০০ টাকা অবধি ছাড়।
- Lenovo -তে এই কার্ড দিয়ে পেমেণ্ট করলে পাওয়া যাবে ৩০% ছাড় এবং সাথে আরও ৩০০০ টাকার ছাড়।
- এই কার্ড দিয়ে Myntra তে পেমেণ্ট করলে পাবেন ২০০ টাকার ছাড়, Samsung -এর অনলাইন স্টোরে ২৫% অবধি ছাড়, 1mg -তে 20% ছাড়, AJIO তে ৫০০ টাকা ছাড়, BATA তে ১৫% ছাড় এবং আরও অনেক রকমের অফার।
Advertisements
কিভাবে পাবেন IDFC -এর এই VISA Classic Debit Card ?
এই কার্ড পাওয়ার জন্য আপনাকে IDFC ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যদিও এই কাজটি আপনি বাড়িতে বসেই করতে পারবেন। IDFC ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন।