Advertisements

অনলাইনে বিনামূল্যে সিবিল (CIBIL) স্কোর কিভাবে জানবেন | সিবিল স্কোর চেক করার পদ্ধতি

Advertisements

check cibil score | free cibil score check | cibil score check free | how to check cibil score | cibil score check online | credit score check free | check cibil score free | cibil score free | check my cibil score | free credit score check | my cibil score check | cibil score check free online | my cibil score | check cibil score online | how to check credit score | how to check my cibil score | how to check cibil score free | cibil check online | free cibil score check online | cibil login free | check your cibil score | check my cibil score free

Advertisements

Click here to Read this Article in English

 

 

ক্রেডিট কার্ড পেতে বা ঋণের (লোন) জন্য আবেদন করতে, ভালো CIBIL স্কোর থাকলে খুবই সুবিধা হয়। তবে, আমাদের সিবিল (CIBIL) স্কোর পরীক্ষা করতে গিয়ে আমাদের খুবই সমস্যায় পড়তে হয়। এই কারণেই, এই নিবন্ধে আমরা, কিভাবে আপনি বিনামূল্যে আপনার সিবিল (CIBIL) স্কোর জানতে পারবেন সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা বিনামূল্যে CIBIL স্কোর চেক করার জন্য প্রয়োজনীয় ধাপ গুলি প্রাসঙ্গিক স্ক্রিনশট সহ নীচে উল্লেখ করেছি। নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন এবং বিনামূল্যে আপনার সিবিল স্কোর জানতে  নীচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।

Advertisements

 

বিনামূল্যে আপনার সিবিল (CIBIL) স্কোর জানুন

প্রধম ধাপ: – নীচের লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনাকে নীচের ছবিতে দেখানো পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে।

https://www.cibil.com/freecibilscore

সিবিল স্কোর জানুন ০১

দ্বিতীয় ধাপ: – এবার ‘আপনার বিনামূল্যের CIBIL স্কোর পান’-এ ক্লিক করুন।

 

তৃতীয় ধাপ: – তারপর একটি ‘পপ আপ’ খুলবে এবং আপনাকে একটি প্ল্যান চয়ন করতে বলা হবে। ওই পৃষ্ঠার নীচের দিকে ‘No Thanks’ বিকল্পে ক্লিক করুন।

সিবিল স্কোর জানুন ০২

চতুর্থ ধাপ: – তারপরে আপনাকে একটি অন্য পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে যেখানে আপনাকে কিছু তথ্য পূরণ করতে বলা হবে, যেমন আপনার নাম, ইমেল আইডি, যেকোনো সরকারী জারি করা আইডি নম্বর, পিন নম্বর। , মোবাইল নাম্বার, এবং রাজ্য।  সমস্ত তথ্য পূরণ করার পরে, ‘Accept & Continue’ বিকল্পে ক্লিক করুন।

Advertisements

সিবিল স্কোর জানুন ০৩

প্যান কার্ড ছাড়াই কীভাবে বিনামূল্যে সিবিআইএল স্কোর চেক করবেন

আপনার যদি PAN কার্ড না থাকে, তাহলে আপনি আপনার CIBIL স্কোর অন্যান্য সরকারী জারি করা নথি যেমন, রেশন কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির সাহায্যেও আপনার সিবিল স্কোর জানতে পারবেন। তাই, যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে, তবে তথ্য পূরণের সময় উল্লিখিত সরকারি পরিচয়পত্র গুলির মধ্যে কোনও একটির নম্বর লিখুন৷

Advertisements

 

পঞ্চম ধাপ: – তারপর পরবর্তী পৃষ্ঠায় ‘No Thanks’ বিকল্পে ক্লিক করুন। এর পরে আপনি আগের পৃষ্ঠায় যে মোবাইল নম্বর লিখেছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সঠিক স্থানে OTP দিন এবং ‘Continue’ বিকল্পে ক্লিক করুন। এরপর একটি বার্তা প্রদর্শিত হবে যেখানে লেখা থাকবে, ‘You have successfully enrolled’. এর অর্থ, CIBIL-এ আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পুর্ণ হয়েছে।

Advertisements

সিবিল স্কোর জানুন ০৪

সিবিল স্কোর জানুন ০৫

ষষ্ঠ ধাপ: – এরপর ‘Go to Dashboard’ বিকল্পে ক্লিক করুন।

সিবিল স্কোর জানুন ০৬

সপ্তম ধাপ: – তারপর আরও একটি পপ আপ দেখানো হবে। তখন ক্রস আইকনে ক্লিক করুন এবং তারপরই আপনার সিবিল (CIBIL) স্কোর দেখিয়ে দেওয়া হবে।

সিবিল স্কোর জানুন ০৭

সিবিল স্কোর জানুন ০৮

 

সিটি ব্যাঙ্ক -এর ক্রেডিট কার্ড পেতে ক্লিক করুন

 

আপনি কি লোন নিতে চান? তাহলে IDFC ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন। নিচের লিঙ্কে ক্লিক করুন এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। আকর্ষক অফার পেতে ‘7030246805’ এই রেফারেল কোডটি লিখুন। 

আইডিএফসি ব্যাঙ্ক থেকে লোন নিন

 

আশা করি এই নিবন্ধটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। এই বিষয়ে অথবা অন্য কোন আর্থিক বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে কমেন্ট করুন বা আমাদের ইমেল আইডি [email protected] তে ইমেল করুন। পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন এবং অন্যদেরও জানার সুযোগ করে দিন।

Advertisements

 

 

আরও পড়ুন: – 

ক্রেড অ্যাপ্লিকেশন দিয়ে ক্রেডিট কার্ড বিল পেমেণ্ট | CRED সম্বন্ধে বিস্তারিত

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!