CLICK HERE TO READ THE ARTICLE IN ENGLISH
শেষ পর্যন্ত জানা গেলো, কবে সাধারণ বিনিয়োগকারীরা এলআইসি (LIC) -এর আইপিও কিনতে পারবেন। আজ দুপুরে সাংবাদিক সন্মেলন করে এলআইসি -এর তরফ থেকে আইপিও সাবস্ক্রিপশন শুরুর তারিখ, প্রাইস ব্যান্ড ইত্যাদে সম্পর্কে সমস্ত তথ্য জানানো হয়েছে। আপনারও এই বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিতে পুরো লেখাটি শেষ অবধি পড়ুন।
এলআইসি আইপিও (LIC IPO)
- গত ২৫শে এপ্রিলই সেবির তরফ থেকে এলআইসি -এর ড্রাফ্ট রেড হেরিং প্রস্পেক্ট (DRHP) -এ সম্মতি জানানো হয়েছিল। এবার এলআইসি আইপিও -এর বাজারে আসার দিনও স্থির হয়ে গেলো। এলআইসি -এর পুনর্বার জমা করা ডিআরএইচপি সেবি কতৃক অনুমোদিত হওয়ার পর গতকাল এলআইসি বোর্ডের মিটিং হয়েছিল। সেই মিটিং -এ এলআইসি আইপিও -এর প্রাইস ব্যান্ড, লট সাইজ, ইত্যাদি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয়গুলি বিনিয়োগকারীদের অবগতির জন্য জানানো হয়।
এলআইসি আইপিও (LIC IPO) সম্বন্ধে কিছু তথ্য
- এলআইসি -এর আইপিও -এর সাইজ ২১,০০০ কোটি টাকা।
- প্রতিটি শেয়ার -এর ফেস ভ্যালু ১০ টাকা।
- এলআইসি আইপিও -এর লট সাইজ ১৫ এবং একজন খুচরো বিনিয়োগকারী সর্বোচ্চ ১৪টি লট -এর জন্য আবেদন করতে পারেন।
- এলআইসি -এর কর্মচারীরা শেয়ার পিছু ৬০ টাকা ছাড় পাবেন।
- এলআইসি -এর পলিসিহোল্ডাররা শেয়ার পিছু ৪৫ টাকা ছাড় পাবেন।
- সাধারণ বিনিয়োগকারীরা ৪ থেকে ৯ই মে এলআইসি -এর আইপিও কিনতে পারবেন। যদিও Anchor Investor রা ২ তারিখ থেকেই শেয়ার কিনতে পারবেন।
- আইপিও -এর করার পর ১২ই মে শেয়ার বিনিয়োগকারীর নামে বরাদ্দ (Allotment) হবে এবং শেয়ার বাজারে এই স্টকটি ১৭ই মে তালিকাভুক্ত (Listing) হবে।
এলআইসি আইপিও (LIC IPO) প্রাইস ব্যান্ড (Price Band)
- দেশের সবচেয়ে বড় বীমা সংস্থা তাদের আইপিও -এর প্রতিটি লটের দাম স্থির করেছে ৯০২ থেকে ৯৪৯ টাকার মধ্যে। এরফলে এক লট এলআইসি আইপিও কেনার জন্য কোনও খুচরো বিনিয়োগকারীকে নূন্যতম ১৩,৫৩০ টাকা এবং সর্বোচ্চ ১৪,২৩৫ টাকা বিনিয়োগ করতে হবে।
- আবার কোনও সাধারণ বিনিয়োগকারী যদি সর্বোচ্চ ১৪ লটের জন্য আবেদন করতে চান, তাহলে তাঁকে নূন্যতম ১,৮৯,৪২০ টাকা এবং সর্বোচ্চ ১,৯৯,২৯০টাকা বিনিয়োগ করতে হবে।
এলআইসি আইপিও (LIC IPO) সাবস্ক্রিপশন -এর তারিখ
Anchor Investor দের জন্য এলআইসি আইপিও (LIC IPO) সাবস্ক্রিপশন -এর তারিখ
- Anchor Investor দের জন্য এলআইসি আইপিও -এর সাবস্ক্রিপশন শুরু হবে ২রা মে থেকে।
সাধারণ বিনিয়োগকারীদের জন্য এলআইসি আইপিও (LIC IPO) সাবস্ক্রিপশন -এর তারিখ
- সাধারণ বিনিয়োগকারীদের জন্য এলআইসি আইপিও -এর সাবস্ক্রিপশন শুরু হবে ৪ঠা মে থেকে, এবং চলবে ৯ই মে অবধি।
এলআইসি আইপিও (LIC IPO) সরক্ষণ
- এলআইসি আইপিও তে সংরক্ষণ থাকছে তাঁদের কর্মচারীদের জন্য এবং পলিসিহোল্ডার দের জন্য। পলিসিহোল্ডারদের জন্য ১০% শেয়ার এবং এলআইসি -এর কর্মচারীদের জন্য মোট ইস্যু হওয়া শেয়ার -এর ০.১৫% শেয়ার সংরক্ষিত থাকছে।
- আপনি যদি এলআইসি -এর পলিসিহোল্ডার হন এবং এলআইসি আইপিও -এর জন্য আবেদন করতে চান, তাহলে আপনার পলিসির সাথে প্যান কার্ড সংযুক্ত (linked) থাকা চাই।
এলআইসি (LIC) সম্বন্ধে কিছু তথ্য
- এলআইসি একটি আংশিক বীমা এবং আংশিক বিনিয়োগকারী কোম্পানী।
- এলআইসি হলো ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম বীমা কোম্পানী।
- এলআইসি মোট ৩৯,০০০ কোটি টাকার সম্পদ নিয়ন্ত্রণ করে।
- ভারতীয় শেয়ার বাজারে নথিভুক্ত থাকা সমস্ত শেয়ারের ৪% এলআইসি -এর কাছে আছে।
- ভারতে ‘এলআইসি’ হলো জীবনবিমার সমার্থক।
এলআইসি আইপিও -এর জন্য কিভাবে আবেদন করবেন (LIC IPO)
- এলআইসি আইপিও (LIC IPO) -এর জন্য আবেদন করতে হলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থাকা জরুরী। আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে, নীচের লিংকে ক্লিক করে জেরোধা -তে কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জেনে নিতে পারেন।
Zerodha তে ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন
আশা করি এই লেখাটি থেকে আপনারা কোনও উপকার পাবেন। এই বিষয়ে আপনার মনে কোনও প্রশ্ন থাকলে কমেণ্ট করুন অথবা আমাদের মেইল করুন [email protected] -তে। এছাড়া আমাদের সমস্ত লেখাগুলির নোটিফিকেশন পেতে পেজের ডানদিকে লাল রঙের ঘণ্টাটির ওপর ক্লিক করে এই ওয়েবসাইটের জন্য নোটিফিকেশন চালু করে রাখুন। লেখাটি অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।