Click here to Read this Article in English
বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ব্লগে। আমরা যে কোনও কাজই করি না কেনো, আমাদের প্রত্যেকেরই একটি পেনশন প্ল্যান থাকা উচিত। তাই আজ একটি অত্যন্ত জনপ্রিয় পেনশন পরিকল্পনা নিয়ে আলোচনা করবো। এই পেনশন যোজনার নাম LIC সরল পেনশন যোজনা।
LIC সরল পেনশন যোজনা
- LIC সরল পেনশন যোজনা হল এলআইসি -এর চালু করা সাম্প্রতিকতম পেনশন যোজনা। বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI -এর নির্দেশে চালু করা এটি একটি আশু Annuity প্ল্যান (Immediate Annuity Plan)। এই পেনশন যোজনার অন্তর্ভুক্তিকরণের সঙ্গে সঙ্গেই পেনশন চালু হয়ে যাবে। যদিও এই পেনশন প্ল্যানটি নিতে হলে শুরুতেই আপনাকে একবারে সমস্ত প্রিমিয়াম জমা করে দিতে হবে, এবং এর ফলে বাকী জীবন একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের পেনশন আপনি পেতে থাকবেন।
LIC সরল পেনশন যোজনা – দুটি বিকল্প
- LIC সরল পেনশন যোজনার দুটি বিকল্প আছে। প্রথম বিকল্পের নাম Life Annuity with Return of 100% of Purchase Price। এই বিকল্পে, পেনশন প্রাপক তাঁর নির্ধারণ করা সময় অন্তর পেনশন পেতে থাকবেন, এবং তাঁর মৃত্যুর পর আর কোনও পেনশন দেওয়া হবে না, কিন্তু তাঁর নমিনি/আইনত উত্তরাধিকারীকে পেনশন যোজনা চালু করার সময় যে প্রিমিয়াম জমা দেওয়া হয়েছিল, তার পুরোটাই ফেরত্ দিয়ে দেওয়া হবে।
- অন্য বিকল্পটির নাম Joint Life Last Survivor Annuity with Return of 100% ofPurchase Price on death of the last survivor। এই বিকল্পে পেনশন প্রাপক (তাঁর মৃত্যু হলে তাঁর স্ত্রী/স্বামী) তাঁর নির্ধারণ করা সময় অন্তর পেনশন পেতে থাকবেন, এবং তাঁদের দুইজনেরই মৃত্যুর পর আর কোনও পেনশন দেওয়া হবে না, কিন্তু তাঁর নমিনি/আইনত উত্তরাধিকারীকে পেনশন যোজনা চালু করার সময় যে প্রিমিয়াম জমা দেওয়া হয়েছিল, তার পুরোটাই ফেরত্ দিয়ে দেওয়া হবে।
LIC সরল পেনশন যোজনা – কারা আবেদন করতে পারেন
- LIC সরল পেনশন যোজনায় আবেদনের জন্য আবেদনকারীর নূন্যতম বয়স ৪০ বছর এবং সর্বোচ্চ বয়স ৮০ বছর হতে হবে।
LIC সরল পেনশন যোজনা – পেনশন কবে পাবেন
- LIC সরল পেনশন যোজনার পেনশন নেওয়ার জন্য পেনশনভোগীদের কাছে চারটি বিকল্প আছে।
- প্রতি মাসে পেনশন নেওয়া যেতে পারে।
- প্রতি ত্রৈমাসিকে পেনশন নেওয়া যেতে পারে।
- প্রতি ছয় মাস অন্তর পেনশন নেওয়া যেতে পারে।
- প্রতি বছর পেনশন নেওয়া যেতে পারে।
LIC সরল পেনশন যোজনা – কত টাকা পেনশন পাবেন
- LIC সরল পেনশন যোজনায় কত টাকা পেনশন পাবেন, তা নির্ভর করবে আপনি কত টাকার পেনশন নিচ্ছেন তার ওপর। যেমন – আপনি যদি ৬০ বছর বয়সে, ১০ লক্ষ টাকার পেনশন প্ল্যান নেন, তাহলে আপনি বার্ষিক ৫৬,৪৫০ (প্রথম বিকল্প অনুযায়ী) এবং ৫৫,৯৫০ (দ্বিতীয় বিকল্প অনুযায়ী) টাকা করে পেনশন পাবেন।
LIC সরল পেনশন যোজনা – কত টাকা দিয়ে চালু করা যাবে
- LIC সরল পেনশন যোজনা নাম নথিভুক্তকরণের জন্য নূন্যতম মানদন্ড রয়েছে। যেমন – আপনি যদি প্রতি মাসে পেনশন নিতে চান, তাহলে আপনাকে মাসিক নূন্যতম ১ হাজার টাকার পেনশন পাওয়া যাবে, এমন পরিমাণ অঙ্কের পেনশন প্ল্যান কিনতে হবে, একইরকম ভাবে, আপনি যদি প্রতি ত্রৈমাসিকে পেনশন নিতে চান, তাহলে আপনাকে প্রতি ত্রৈমাসিকে নূন্যতম ৩ হাজার টাকার পেনশন পাওয়া যাবে, এমন পরিমাণ অঙ্কের পেনশন প্ল্যান কিনতে হবে। এমনি ভাবেই, ছয় মাসের এবং এক বছরের ক্ষেত্রে এই অঙ্ক যথাক্রমে ৬,০০০ এবং ১২,০০০ টাকা।
LIC সরল পেনশন যোজনার মেয়াদ
- এই পেনশন যোজনার মেয়াদ জীবনভর। একবার পেনশন চালু হয়ে গেলে তা সম্পুর্ণ জীবিতকাল অবধি চলবে।
LIC সরল পেনশন যোজনা – সারেন্ডার করা যাবে কী
- এই পেনশন যোজনা চালু হওয়ার ছয় মাস পর থেকে যে কোনও সময় আপনি এটি সারেন্ডার করতে পারেন। তবে এটি তবেই সম্ভব যদি কিনা, পেনশনভোগী/তাঁর স্বামী বা স্ত্রী/তাঁদের সন্তান কোনও দুরারোগ্য ব্যাধিতে (Critical Illness) আক্রান্ত হন। এক্ষেত্রে, পেনশন চালু করার সময় যে প্রিমিয়াম জমা করা হয়েছিল, তার ৯৫% টাকায় ফেরত্ দিয়ে দেওয়া হবে। এই দুরারোগ্য ব্যাধি গুলির তালিকা দেখতে এখানে ক্লিক করে পিডিএফটির ৭ নং পৃষ্ঠায় দেখুন।
LIC সরল পেনশন যোজনা থেকে লোন নেওয়া যাবে কী
- এই পেনশন যোজনা চালু হওয়ার ছয় মাস পর থেকে যে কোনও সময় আপনি এখান থেকে লোন নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে ঋণের ওপর বার্ষিক সুদের হার বার্ষিক Annuity -এর ৫০% -এর কম হতে হবে।
LIC সরল পেনশন যোজনা কিভাবে চালু করবেন
- LIC সরল পেনশন যোজনায় অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যেতে পারে। অনলাইনে আবেদন করার জন্য LIC -এর ওয়েবসাইটে যান এবং অফলাইনে আবেদন করতে কোনও এলআইসি এজেন্ট -এর সাথে যোগাযোগ করুন।
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।