Advertisements

মোবিকুইক ইউপিআই অ্যাপ্লিকেশন | Mobikwik UPI Details in Bengali

Advertisements

মোবিকুইক ইউপিআই অ্যাপ্লিকেশন দিয়ে পেমেণ্ট করুন আর পেয়ে যান দুর্দান্ত ক্যাশব্যাক ও আরো অনেক অফার

বন্ধুরা বর্তমানে অনলাইন লেনদেন ছাড়া আমাদের জীবন প্রায় অচল। মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিদ্যুত্‍ বিল, ডি. টি. এইচ. রিচার্জ থেকে অনলাইন কেনাকাটা –  সবকিছুতেই এখন আমরা অনলাইন পেমেণ্ট করে থাকি আর অনলাইন পেমেণ্ট করতে গেলে ইউপিআই থাকা অত্যন্ত জরুরী। তবে কেমন হয় যদি আপনি অনলাইনে পেমেণ্ট ও করলেন আবার ক্যাশব্যাক ও পেলেন ? হ্যাঁ, মোবিকুইক ইউপিআই অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি পেমেণ্ট করেন তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরণের ক্যাশব্যাক ও দুর্দান্ত সব অফার

Advertisements

 

মোবিকুইক দিয়ে পেমেণ্ট করলে যে সুবিধা গুলি পাবেন

  • মোবিকুইক অ্যাপ দিয়ে করা প্রথম রিচার্জ বা বিল পেমেন্টে পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক। অফার টি পেতে CASHBACK50 কোড টি ব্যবহার করুন।
  • Big Basket-এ কেনাকাটা করুন আর পেয়ে যান ৫০০ টাকা অবধি ক্যাশব্যাক; নূন্যতম ক্যাশব্যাক ৫০ টাকা।
  • মোবিকুইক দিয়ে জিও মার্টে কেনাকাটা করুন আর পান ৫% ক্যাশব্যাক। অফার টি পেতে KWIK5 কোড টি ব্যবহার করুন।
  • Myantra তে কেনাকাটা করুন আর পেয়ে যান ৫০০ টাকা অবধি ক্যাশব্যাক; নূন্যতম ক্যাশব্যাক ৫০ টাকা। অফার টি পেতে MBK500 + MOBIKWIK10 কোড টি ব্যবহার করুন।
  • মোবিকুইক দিয়ে Zomato তে পেমেণ্ট করুন আর পেয়ে যান ৫০% পর্যন্ত ছাড় ও ৪০ টাকা মোবিকুইক ক্যাশব্যাক। অফার টি পেতে MOBIFEST কোড টি ব্যবহার করুন।
  • ALT Balaji -তে মোবিকুইক দিয়ে পেমেণ্ট করুন আর পেয়ে যান ১০% ক্যাশব্যাক। অফার টি পেতে MBK100 কোড টি ব্যবহার করুন।
  • মোবিকুইক দিয়ে ULLU -তে পেমেণ্ট করুন আর পান ১৫% ক্যাশব্যাক। অফার টি পেতে MBK100 কোড টি ব্যবহার করুন।
  • Sony Liv -এ মোবিকুইক দিয়ে পেমেণ্ট করুন আর পেয়ে যান ২০% ক্যাশব্যাক। অফার টি পেতে MBK100 কোড টি ব্যবহার করুন।

মোবিকুইক ইউপিআই কিভাবে চালু করবেন?

  • প্রথম ধাপ: – প্রথমে গুগল প্লে স্টোর -থেকে মোবিকুইক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন ও তারপর Sign Up অংশে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে Sign Up করুন।
  • দ্বিতীয় ধাপ: – বাঁ দিকে একদম উপরে ‘Balance’ -এর উপর ক্লিক করুন।

মোবিকুইক ইউপিআই ১ | Mobikwik Cashback | 

  • তৃতীয় ধাপ: – এরপর UPI/Bank Accounts অংশে ‘Add Bank Account’ -এর ওপর ক্লিক করুন।

মোবিকুইক ইউপিআই ২ | Mobikwik Cashback

  • চতুর্থ ধাপ: – এরপর আপনার মোবাইল নম্বরের সাথে সংযুক্ত ব্যাঙ্কটি নির্বাচিত করুন।

মোবিকুইক ইউপিআই ৩ | Mobikwik Cashback

  • এরপর স্বয়ংক্রিয় ভাবে ভেরিফিকশন হবে ও আপনার মোবিকুইক ইউপিআই চালু হয়ে যাবে।

 

আপনার মোবিকুইক ইউপিআই চালু করতে এখানে ক্লিক করুন। 

           

এছাড়া মোবিকুইক ইউপিআই সংক্রান্ত বা অন্য কোনও বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ইমেইল আইডি [email protected] -এ আমাদের ইমেইল করুন। আর পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।

Advertisements

 

 

আরও পড়ুন: – 

পেটিএম ইউপিআই সম্বন্ধে বিস্তারিত | পেটিএম ইউপিআই কিভাবে চালু করবেন ?

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!