Advertisements

বাড়ী বসে আধার-মোবাইল/ইমেল কিভাবে লিঙ্ক করবেন | অনলাইনে আধার আপডেট

Advertisements

আধার মোবাইল লিঙ্ক | আধার ইমেল লিঙ্ক | আধার আপডেট | অনলাইন আধার আপডেট

 

বর্তমান সময়ে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। অনেক সময় আমাদের আধার কার্ডের মধ্যে থাকা তথ্যগুলিকে হালনাগাদ (আপডেট) করার প্রয়োজন হয়। তবে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে দূরে কোনও আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করাতে চান না। কেমন হয় যদি এই কাজটি আপনি বাড়িতে বসেই করতে পারেন? কিভাবে বাড়ীতে বসে অনলাইনে আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক অথবা আধার আপডেট করাতে পারবেন, জানতে এই পোস্টটি শেষ অবধি পড়ুন।    

Advertisements

 

অনলাইনে আধার আপডেট কিভাবে করবেন

Advertisements

ভারতীয় ডাক বিভাগ অনলাইনে বাড়ীতে বসে আধার কার্ডের তথ্য আপডেট করার পরিষেবা দিচ্ছে। এই পরিষেবার আওতায় শুধু আধার কার্ডের তথ্যই নয়, বরং আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্তিকরণ (লিঙ্ক) এবং আধার কার্ডের সাথে ইমেলআইডি সংযুক্তিকরণ (লিঙ্ক) করার পরিষেবাও মিলবে। এই পরিষেবার সুবিধা পেতে নীচের ধাপ গুলি অনুসরণ করুন।     

Advertisements
  • প্রথম ধাপ – এখানে ক্লিক করুন। এর ফলে ভারতীয় ডাক বিভাগের একটি ওয়েবসাইট খুলবে।
  • দ্বিতীয় ধাপ – এখানে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ইমেল, মোবাইল নম্বর লিখুন।
  • তৃতীয় ধাপ – এবার ‘Select Service’ বিকল্পে IPPB Adhaar Services বাছাই করুন।
  • চতুর্থ ধাপ – এরপর নীচের ‘Select’ -এর ওপর ক্লিক করুন এবং UIDAI – Mobile/Email to Adhaar Linking/Update বিকল্পে ক্লিক করুন।
  • পঞ্চম ধাপ – এবার ‘Request OTP’ বিকল্পে ক্লিক করুন। এর ফলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।
  • ষষ্ঠ ধাপ – এরপর ‘Enter OTP Received to Your Mobile’ লেখা স্থানে ওই ওটিপি লিখুন এবং শেষে ‘Confirm Service Request’ বিকল্পে ক্লিক করুন।
  • সপ্তম ধাপ – এরপর আপনাকে একটি রিকোয়েস্ট রেফারেন্স নম্বর দেওয়া হবে। এই নম্বরটি লিখে রাখবেন। এই নম্বরটির সাহায্যে আপনি আপনার আবেদনটির বর্তমান স্থিতি জানতে পারবেন (track করতে পারবেন)।

আধার-মোবাইল লিঙ্ক

 

এরপর ডাকবিভাগ থেকে একজন প্রতিনিধিকে আপনার দেওয়া ঠিকানায় পাঠানো হবে। তিনি বায়োমেট্রিক যন্ত্রের সাহায্যে আপনার আধারে দেওয়া তথ্যগুলি/মোবাইল নম্বর/ইমেল আপডেট করে দেবেন। আধার আপডেটের ক্ষেত্রে কোনওরকম নথিপত্রের প্রয়োজন নেই।

অনলাইনে আধার নথিভুক্তিকরণ (এনরোলমেন্ট)  কিভাবে করবেন

পাঁচ বছরের নীচের বাচ্চার অনলাইনে আধার নথিভুক্তিকরণ – এর জন্য নীচের ধাপ গুলি অনুসরণ করুন –

  • প্রথম ধাপ – এখানে ক্লিক করুন। এর ফলে ভারতীয় ডাক বিভাগের একটি ওয়েবসাইট খুলবে।
  • দ্বিতীয় ধাপ – এখানে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ইমেল, মোবাইল নম্বর লিখুন।
  • তৃতীয় ধাপ – এবার ‘Select Service’ বিকল্পে IPPB Adhaar Services বাছাই করুন।
  • চতুর্থ ধাপ – এরপর নীচের ‘Select’ -এর ওপর ক্লিক করুন এবং UIDAI – Child (0-5 years) Adhaar Enrolment বিকল্পে ক্লিক করুন।
  • পঞ্চম ধাপ – এবার ‘Request OTP’ বিকল্পে ক্লিক করুন। এর ফলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।
  • ষষ্ঠ ধাপ – এরপর ‘Enter OTP Received to Your Mobile’ লেখা স্থানে ওই ওটিপি লিখুন এবং শেষে ‘Confirm Service Request’ বিকল্পে ক্লিক করুন।
  • সপ্তম ধাপ – এরপর আপনাকে একটি রিকোয়েস্ট রেফারেন্স নম্বর দেওয়া হবে। এই নম্বরটি লিখে রাখবেন। এই নম্বরটির সাহায্যে আপনি আপনার আবেদনটির বর্তমান স্থিতি জানতে পারবেন (track করতে পারবেন)।

এরপর ডাকবিভাগ থেকে একজন প্রতিনিধিকে আপনার দেওয়া ঠিকানায় পাঠানো হবে। তিনি বায়োমেট্রিক যন্ত্রের সাহায্যে শিশুর আধার নথিভুক্তিকরণ করবেন। এক্ষেত্রে শিশুর পিতা/মাতার পরিচয়পত্র এবং শিশুটির জন্মপ্রমাণপত্রের প্রয়োজন হবে।

আধার আপডেট/নথিভুক্তিকরণ আবেদনের স্থিতি কিভাবে জানবেন?

আধার আপডেট/নথিভুক্তিকরণ আবেদনের স্থিতি জানতে এখানে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর/রেফেরেন্স নম্বরটি লিখুন, এবং ‘Fetch’ বিকল্পে ক্লিক করুন। তাহলেই  আপনার আধার আপডেট/নথিভুক্তিকরণ আবেদনের স্থিতি দেখতে পারবেন।

আধার আপডেট/নথিভুক্তিকরণ আবেদনের স্থিতি

 

 

FAQ – আধার আপডেট

FAQ – আধার আপডেট