Advertisements

সুযোগ ব্যয় | সুযোগ ব্যয় কাকে বলে

Advertisements

অর্থনীতিতে সুযোগ ব্যয় কাকে বলে | সুযোগ ব্যয় কি ব্যাখ্যা কর | সুযোগ ব্যয় কী | সুযোগ ব্যয় বলতে কী বোঝায় | সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন | সুযোগ ব্যয় কত প্রকার | সুযোগ ব্যয় কত প্রকার ও কি কি | সুযোগ ব্যয় বলতে কি বুঝ | সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা কর | সুযোগ ব্যয় চিত্র

Advertisements

 

সুযোগ ব্যয় অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিত্তিমূলক  ধারণা (Basic Concept)। আমাদের এই ব্লগে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এই পোস্টটিতে  অর্থনীতিতে সুযোগ ব্যয় কাকে বলে তা নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পোস্টটি শেষ অবধি পড়ুন।

Advertisements

 

সুযোগ ব্যয় কি

Advertisements

কোনও দ্রব্য বা পরিষেবার সবচেয়ে সেরা উপলদ্ধ বিকল্পের সুবিধা ত্যাগের জন্য যে ব্যয় হয়, তাকেই সুযোগ ব্যয় বলা হয়। আর একটু সহজ ভাবে বললে, আমাদের দৈনন্দিন জীবনে কোনও একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে, অন্য একটি সুযোগ হারাতে হয়। এই একটি সুযোগ বা সুবিধা নেওয়ার জন্য যে অন্য সুযোগটি হারাতে বা ব্যয় করতে হচ্ছে, তাই হলো সুযোগ ব্যয়। নীচে সুযোগ ব্যয় বলতে কী বোঝায় কি তা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।     

Advertisements

পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতিকেই দুটি মূল সমস্যার সম্মুখীন হতে হয় – ১) মানুষের অসীম চাহিদা, এবং ২) সম্পদের দুস্প্রাপ্যতা। যদিও মানুষের চাহিদা অসীম, অথচ সম্পদ সীমিত হওয়ার দরুণ দেশের অর্থনীতিকে তথা আমাদের চাহিদার যোগ্য বিকল্প বেছে নিতে হয়। এই কারণেই সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে।  ব্যাপারটি একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক।

Advertisements

 

ধরা যাক, একটি দেশের মানুষ দুই প্রকারের শস্য খাদ্য হিসেবে গ্রহণ করেন – A ও B এবং এই দুই শস্যই দেশটিতে উত্‍পন্ন হয় – A ১০০ একক এবং B ৮০ একক। অর্থাত্‍, এক্ষেত্রে A এবং B হল মানুষের চাহিদা। এখন, মনে করে নেওয়া যাক, যে এই দুই শস্য উত্‍পাদনের ক্ষেত্রে উপাদান গুলিও (Inputs) যেমন – জমি, শ্রমিক, অর্থ ইত্যাদি মোটামোটি একই রকমের। যেহেতু সম্পদের পরিমাণ সীমিত তাই উপাদানগুলিও সীমিত। এমতবস্থায় যদি, এই দুই শস্যের মধ্যে কোনও একটির উত্‍পাদন বৃদ্ধি করতে হয়, তবে অন্যটির উত্‍পাদন অবশ্যই কম করতে হবে। অর্থাত্‍, কোনও একটি দ্রব্য বা পরিষেবা পরিমাণে বেশী পেতে গেলে অন্য কোনও দ্রব্য বা পরিষেবা কম পাওয়া হবে। এর অর্থ, কোনও একটি দ্রব্য বা পরিষেবা পরিমাণে বেশী পেতে গেলে অন্য কোনও দ্রব্য বা পরিষেবা যা কিনা ত্যাগ করতে হচ্ছে (বা কম পেতে হচ্ছে), তার মূল্য ব্যয় করতে হচ্ছে। একেই অর্থনীতির ভাষায় সুযোগ ব্যয় বলা হয়।

Advertisements

 

যদি এখনও সুযোগ ব্যয় সম্বন্ধে আপনার ধারণা স্পষ্ট না হয়ে থাকে, তাহলে এই উদাহরণটি দেখুন –

ধরা যাক, কোনও এক ছুটির দিনে বাড়ীতে বসে আছেন, এবং আপনার কাছে দুটি বিকল্প আছে – ১) আপনি একটি ভালো বই পড়তে পারেন, ২) আপনি একটু সঙ্গীত চর্চা করতে পারেন।

এমতবস্থায়, আপনি যে বিকল্পটিই বাছুন না কেনো, অন্য সুযোগটি থেকে আপনি বঞ্চিত হবেন। এর কারণ এক্ষেত্রে সম্পদ (এই ক্ষেত্রে আপনার সময়) সীমিত। ধরা যাক আপনি স্থির করলেন, সঙ্গীত চর্চা করবেন, তাহলে আপনি আর বই পড়তে পড়লেন না। অর্থাত্‍, একটি কাজ করতে গিয়ে  আপনাকে অন্য একটি কাজ করা থেকে বিরত থাকতে হল। এক্ষেত্রে, সঙ্গীত চর্চার সুযোগ ব্যয় হলো, ভালো বই পড়তে পারা।

Advertisements

সুযোগ ব্যয় কিভাবে নির্ণয় করা হয়

ধরা যাক, আপনি একজন ব্যবসায়ী এবং আপনার একটি কাপড়ের দোকান আছে।  আপনি ঠিক করলেন এবার থেকে আপনি অনলাইনেও আপনার দোকানের কাপড় বিক্রি করবেন। আগে আপনি প্রতিদিন ১০ ঘণ্টা করে দোকানে থাকতেন এবং প্রতি ঘণ্টায় ১০০ টাকা করে উপার্জন করতেন। এখন আপনি মাত্র ৬ ঘণ্টা সময় দোকানে কাটান এবং বাকি ৪ ঘণ্টা সময় অনলাইন ব্যবসার জন্য বরাদ্দ করেছেন, এবং ধরে নেওয়া যাক, এই ৪ ঘণ্টায় আপনি গড়ে ৮০ টাকা করে উপার্জন করেন। এর ফলে,

Advertisements

আগে বাকি ৪ ঘণ্টায় আপনার উপার্জন হতো = (১০০*৪) = ৪০০ টাকা,

এখন ৪ ঘণ্টায় আপনার উপার্জন হয় = (৮০*৪) = ৩২০ টাকা।    

অর্থাত্‍, এই ক্ষেত্রে আপনার সুযোগ ব্যয় হলো = (৪০০-৩২০)= ৮০ টাকা।

আবার, উল্টোদিকে ধরা যাক, অনলাইন ব্যবসায় বরাদ্দ করা ৪ ঘণ্টা সময়ে আপনি প্রতি ঘণ্টায় গড়ে ১২৫ টাকা করে উপার্জন করেন, তাহলে সুযোগ ব্যয় হলো = (১০০*৪) – (১২৫*৪) =  -১০০ টাকা।

Advertisements

সুযোগ ব্যয় কত প্রকার ও কি কি

সুযোগ ব্যয় মূলত তিন প্রকারের হয়ে থাকে –

  • স্থির সুযোগ ব্যয়
    • এক্ষেত্রে  কোনও একটি দ্রব্যের ক্রমাগত উত্‍পাদন বৃদ্ধির জন্য সমপরিমাণ দ্রব্যের উত্‍পাদন কম করতে হয়।
  • ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়
    • এক্ষেত্রে কোনও একটি দ্রব্যের ক্রমবর্ধমান উত্‍পাদন বৃদ্ধির দরুণ অন্য দ্রব্যটির উত্‍পাদন হ্রাস থেকে হ্রাসতর হতে থাকে।
  • ক্রমবর্ধমান সুযোগ ব্যয়
    • এক্ষেত্রে কোনও একটি দ্রব্যের উত্‍পাদন বৃদ্ধি করতে অন্য একটি দ্রব্যের সুযোগ ব্যয়ের হার ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।

 

প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নগুলি

FAQ – সুযোগ ব্যয়