Advertisements

আধার কার্ডের সাথে প্যান কার্ড কিভাবে লিঙ্ক করবেন ?

Advertisements

ফের বাড়ানো হলো প্যান কার্ডের সাথে আধার সংযোগ করার সময়সীমা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (Central Board of Direct Taxes) এই কথা জানিয়েছে। এখন আপনার কাছে আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্তিকরণের জন্য আগামী ৩১ শে মার্চ, ২০২২ অবধি সময় আছে। এর আগে এই সময়সীমা ৩০শে সেপ্টেম্বর, ২০২১ অবধি ধার্য করা হয়েছিলো।

Advertisements

প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার জন্য কোনও ভেরিফিকেশন -এর  প্রয়োজন নেই। এর জন্য শুধুমাত্র আপনার কাছে আধার ও প্যান কার্ড থাকতে হবে। আধার কার্ড এবং প্যান কার্ডের তথ্য গুলি যদি অপরের সাথে মেলে তাহলে তবে এই সংযুক্তিকরণ সফল হবে। যদি দুইয়ের মধ্যে কোন অমিল থাকে, তাহলে সংযুক্তিকরণ সফল হবে না। আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবেন।

Advertisements

 

 

 

আধার কার্ডের সাথে প্যান কার্ড কিভাবে লিঙ্ক করবেন ?

How to Link Aadhaar with PAN Card ?

  • সবার প্রথমে https://incometaxindia.gov.in/ -এই ওয়েবসাইটে যান।
  • এরপর নীচের দিকের বাম দিকে ‘important links’ অংশে আসুন।

pan adhaar link 01

  • ওখানে ‘Go to E-filing website for PAN-Aadhaar Linkage’ -এর ওপর ক্লিক করুন।
  • এরপর একটি নতুন উইনডো খুলবে যেখানে ‘Yes’ এবং ‘Cancel’ বিকল্প গুলি থাকবে।
  • আপনি ‘Yes’ বিকল্পটির ওপর ক্লিক করুন।

pan adhaar link 02

  • এরপর আপনাকে প্যান কার্ড ও আধার কার্ডের নম্বর, আপনার নাম এবং মোবাইল নম্বর লিখতে বলা হবে। এগুলি লিখে ফেলুন। 

pan adhaar link 03

  • আপনার আধার কার্ডে যদি সম্পুর্ণ জন্ম তারিখ না থেকে শুধুমাত্র আপনার জন্মের সাল থাকে  তাহলে ‘I have only year of birth in Aadhaar card’ বিকল্পটিতে নির্বাচন করবেন। 
  • একেবারে নীচে ‘I agree to validate my Aadhaar details’ বিকল্পটি নির্বাচন করুন নীচে দেওয়া ‘Link Aadhaar’ লেখা স্থানে ক্লিক করুন। 
  • এরপর আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেখানে ওটিপি আসবে। ওটিপি ভরার পর validate লেখা স্থানে ক্লিক করলেই আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। 
  • কিছু সময় পর https://www.incometax.gov.in/iec/foportal -এই লিঙ্কে যান এবং ‘Link Aadhaar’ বিকল্পে ক্লিক করুন।

pan adhaar link 04

  • এবার যে নতুন উইনডো টি খুলবে সেখানে আপনার প্যান কার্ড ও আধার নম্বর লিখুন এবং ‘View Link Aadhaar Status’ -এ ক্লিক করুন।

pan adhaar 05

  • যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়াটি সফল হয়ে থাকে তাহলে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক সফল হয়েছে মেসেজটি দেখতে পাবেন। 

 

আরও পড়ুন: –

ঘরে বসেই পান এই গুরুত্বপূর্ণ কার্ডটি | পিভিসি আধার কার্ড কিভাবে পাবেন | How to order PVC Aadhaar Card

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!