Advertisements

পেটিএম ইউপিআই সম্বন্ধে বিস্তারিত | পেটিএম ইউপিআই কিভাবে চালু করবেন ?

Advertisements

পেটিএম ইউপিআই ব্যবহার করুন – পেয়ে যান প্রচুর ক্যাশব্যাক

 

নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা এখন আমরা প্রায় সকলেই বিভিন্ন রকম অনলাইন লেনদেন করে থাকি, তা সে মোবাইল রিচার্জ করার জন্য হোক, বিদ্যুত্‍ বিল দেওয়ার জন্য হোক অথবা ডি. টি. এইচ. রিচার্জ করা। বিশেষ করে এই লকডাউন -এর সময় তো অনলাইন লেনদেন ছাড়া আমাদের জীবন প্রায় অচল। আর অনলাইন লেনদেনের সবরকম সুবিধা নেওয়ার জন্য ইউপিআই থাকা জরুরি। বর্তমানে ভারতে সবচেয়ে বেশী প্রচলিত দুটি ইউ.পি.আই. মাধ্যম হল গুগল পে এবং ফোন পে ইউপিআই। তবে এই দুটি ইউ.পি.আই. মাধ্যম ছাড়াও রয়েছে আরও একটি ইউপিআই মাধ্যম – পেটিএম ইউপিআই। হ্যাঁ, আজ আমরা কথা বলছি পেটিএম ইউ.পি.আই. নিয়ে।

Advertisements

পেটিএম ইউপিআই - Paytm UPI| Cashback

পেটিএম ইউপিআই ব্যবহারের সুবিধা

  • পেটিএম ইউ.পি.আই. ব্যবহার করা খুবই সহজ এবং এখানে অনলাইন লেনদেন করলেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের ক্যাশব্যাক ও কুপন
  • আপনি চাইলে এই ক্যাশব্যাক সরাসরি নিজের ব্যাঙ্ক খাতায় ট্রান্সফারও করতে পারেন অথবা তা অন্যান্য অনলাইন লেনদেন করতেও ব্যবহার করতে পারেন।
  • এছাড়াও পেটিএম ইউপিআই -এর সাথে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনও অ্যাকাউন্ট -এ টাকা পাঠান আর পেয়ে যান ৫০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক
  • পেটিএম ইউ.পি.আই. দ্বারা ৯৯ বা তার বেশী টাকা দিয়ে মোবাইল রিচার্জ করুন আর পেয়ে যান ২০০ টাকা অবধি ক্যাশব্যাক
  • পেটিএম ইউ.পি.আই. দ্বারা বিদ্যুত্‍ -এর বিল পেমেণ্ট করুন আর পেয়ে যান ৫০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক।
  • পেটিএম ইউ.পি.আই. দ্বারা ২ মাস আপনার ডি টি এইচ রিচার্জ করুন আর প্রতি মাসে ১০০ টাকা অবধি ক্যাশ ব্যাক পান।
  • পেটিএম ইউ.পি.আই. দ্বারা ৩ মাস গ্যাস সিলিন্ডার বুক করুন আরে পেয়ে যান ৯০০ টাকা অবধি ক্যাশ ব্যাক।
  • পেটিএম ইউ.পি.আই. দ্বারা অন্য কোনও অ্যাকাউন্ট -এ ৫০০ বা তার বেশি টাকা পাঠালে আপনি পেয়ে যেতে পারেন ১২৫ টাকার ক্যাশব্যাক
  • আবার পেটিএম ওয়ালেটে ৩০০০ টাকা যোগ করুন আর পেয়ে যান ৩০ টাকার ক্যাশব্যাক।
  • এছাড়াও ফার্মইসি (PharmEasy) তে পেটিএম দিয়ে ৫০০ টাকার বেশী পেমেণ্ট করুন আর পেয়ে যান ৬০০ টাকার ক্যাশব্যাক।

 

পেটিএম ইউপিআই কিভাবে চালু করবেন?

  1. আপনার মোবাইলে পেটিএম অ্যাপ্লিকেশনটি খুলুন এবং একদম ওপরের নীল অংশটিতে  ‘ভীম ইউপিআই’ (BHIM UPI) বিকল্পটি দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।
  2. এরপর আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পেটিএম ইউ.পি.আই. চালু করবেন সেই ব্যাঙ্ক টি নির্বাচন করে তার ওপর ক্লিক করুন।
  3. এরপর পেটিএম, আপনার ব্যাংকের পেটিএম অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর এর সাথে নির্বাচিত ব্যাঙ্কের সাথে সংযুক্ত মোবাইল নম্বর টি ওটিপি প্রেরণ করার মাধ্যমে যাচাই করবে। এই প্রক্রিয়াটি সমাপ্ত হলে আপনাকে এম পিন সেট করতে বলা হবে।
  4. Advertisements
  5. এম-পিন সেট করার পর আপনি আপনার পেটিএম ইউ.পি.আই. থেকে অনলাইন লেনদেন চালু করতে পারবেন।

পেটিএম ইউপিআই - Paytm UPI

 

আপনার পেটিএম ইউপিআই চালু করতে এখানে ক্লিক করুন। 

       এছাড়া পেটিএম ইউ.পি.আই. সংক্রান্ত বা অন্য কোনও বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ইমেইল আইডি [email protected] -তে আমাদের ইমেইল করুন। আর পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।

Advertisements

 

 

আরও পড়ুন: – 

মোবিকুইক ইউপিআই অ্যাপ্লিকেশন | Mobikwik UPI Details in Bengali

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!