আপনি যদি আপনার কষ্টার্জিত অর্থ পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত) অ্যাকাউন্টে জমা করতে চান, তাহলে আপনি অবশ্যই একটি পোস্ট অফিস fd ক্যালকুলেটর -এর খোঁজ করে থাকবেন, যেখানে আপনি আপনার স্থায়ী আমানতের মেয়াদপূর্তির পর আপনি যে প্রকৃত রিটার্ন পেতে চলেছেন তা পরীক্ষা করতে পারেন। এখানে, নিম্নলিখিত পোস্ট অফিস এফডি ক্যালকুলেটর -এর সাহায্যে, আপনি পোস্ট অফিস এফডি-এর মেয়াদ শেষ হওয়ার পর কত টাকা পেতে পারেন তা পরীক্ষা করতে পারবেন।
পোস্ট অফিস স্থায়ী আমানত মেয়াদের শেষে কত পাবেন নির্ণয় করুন
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট থেকে আপনি কত টাকা আয় করতে পারেন তা জানতে, প্রথম বক্সে আপনার বিনিয়োগের পরিমাণ লিখুন, তারপরে বর্তমান পোস্ট অফিসের এফডি রেট লিখুন, তারপর আপনি যে কয় মাসের জন্য এফডি করতে চান তার সংখ্যা লিখুন। অবশেষে, ‘Calculate’ বোতামে ক্লিক করুন। তখন, আপনার পোস্ট অফিস এফডি-এর মেয়াদপূর্তির পর কত পরিমাণ টাকা পাবেন তা দেখানো হবে।
Post Office FD Calculator
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।