To Read this Article in English click here
কিষান বিকাশ পত্র | পোস্ট অফিস কেভিপি | পোস্ট অফিস KVP | কিষাণ বিকাশ পত্র স্কীম | পোস্ট অফিসে কিষান বিকাশ পত্র | পোস্ট অফিসে kvp সুদের হার
পোস্ট অফিসের KVP স্কীম
নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ব্লগ Earn Money Bangla তে। ইতিপূর্বেই এই ব্লগে আমরা আলোচনা করেছি পোস্ট অফিসের বিভিন্ন বিনিয়োগ স্কীম নিয়ে। তেমনই একটি বিনিয়োগ স্কীম নিয়ে আজ ফিরে এলাম আমরা। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র বা কেভিপি স্কিম নিয়ে। তাই পোস্ট অফিসের KVP স্কীম সম্পর্কে সমস্ত তথ্য পেতে এই পোস্টটি অবশ্যই পড়ুন।
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র বা KVP স্কীম কি?
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র বা KVP যোজনা অনুযায়ী একজন বিনিয়োগকারী পোস্ট অফিস থেকে কিষাণ বিকাশ পত্র বা KVP শংসাপত্র (certificate) কিনে নিজের কাছে রাখতে পারেন। নির্দিষ্ট সময়ের পর এই শংসাপত্র পুনরায় পোস্ট অফিসে ফেরত্ দিলে সুদাসলে বৃদ্ধি পাওয়া আপনার টাকা ফেরত্ পাওয়া যাবে।
কারা পোস্ট অফিস থেকে কিষাণ বিকাশ পত্র বা KVP শংসাপত্র পারেন?
- যে কোনো ভারতীয় নাগরিক।
- সর্বোচ্চ তিন জন ভারতীয় নাগরিক মিলে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
- একজন নাবালকের হয়ে তার অভিভাবক।
- মানসিক ভাবে অসুস্থ কোনো ব্যাক্তির হয়ে তার অভিভাবক।
- ১০ বছরের ওপর বয়সী কোনো নাবালক নিজেই তার নামেই পোস্ট অফিস থেকে কিষাণ বিকাশ পত্র কিনতে পারেন।
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র বা KVP শংসাপত্রে বর্তমানে সুদের হার
- বর্তমানে পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র বা KVP স্কীমে সুদের হার ৭.৫%।
- এক্ষেত্রে প্রতি বছর চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়।
- এই যোজনায় আপনার বিনিয়োগ করা টাকা ১০ বছর ৪ মাস বা ১২৪ মাসে দ্বিগুণ হয়।
পোস্ট অফিস কিষাণ বিকাশ পত্র বা KVP ক্যালকুলেটর
Post Office KVP Calculator
আপনি যদি পোস্ট অফিস থেকে ১০,০০,০০০ টাকার KVP শংসাপত্র কেনেন তাহলে ১০ বছর ৪ মাস পর আপনার KVP শংসাপত্রের মূল্য হবে ২০,০০,০০০ টাকা।
কত টাকা দিয়ে পোস্ট অফিস থেক KVP শংসাপত্র কিনতে পারবেন ?
- নূন্যতম ১,০০০ টাকা দিয়ে পোস্ট অফিস থেকে KVP শংসাপত্র কিনতে পারবেন।
- এক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া নেই, অর্থাত্ আপনার যত খুশী তত টাকার KVP শংসাপত্র কিনে রাখতে পারবেন।
পোস্ট অফিসের KVP শংসাপত্র – কত দিনে টাকা ম্যাচিউর হয়?
- পোস্ট অফিসের KVP শংসাপত্র ১০ বছর ৪ মাসে ম্যাচিউর হয়।
ম্যাচিউর হওয়ার আগেই কি KVP শংসাপত্র জমা করে টাকা ফেরত পাওয়া যাবে?
- KVP শংসাপত্র কেনার ২ বছর ৬ মাস পর থেকে এই শংসাপত্র পোস্ট অফিসে জমা করে নিজের টাকা ফেরত পেতে পারেন।
পোস্ট অফিস থেকে KVP শংসাপত্র কিভাবে কিনবেন ?
- প্রথম ধাপ: – আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে বলুন যে আপনি KVP বা কিষাণ বিকাশ পত্র কিনতে চান। এরপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে পোস্ট অফিস থেকে।
- দ্বিতীয় ধাপ: – ফর্মটিতে সমস্ত তথ্য ভরাট করুন।
- তৃতীয় ধাপ: – ফর্মটি জমা দেওয়ার সময় যে ডকুমেন্টস গুলির প্রয়োজন হবে তা সংগ্রহ করে রাখুন। এই ডকুমেন্টস গুলি হলো –
- আধার কার্ড
- প্যান কার্ড
- দু কপি পাসপোর্ট মাপের ফটো।
- চতুর্থ ধাপ: – এরপর এগুলি নিয়ে কাউন্টার -এ জমা করলেই আপনার নামে KVP বা কিষাণ বিকাশ পত্র দিয়ে দেওয়া হবে।
এছাড়া পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কীম সংক্রান্ত বা অন্য কোনও বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ইমেইল আইডি [email protected] -এ আমাদের ইমেইল করুন। আর পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
আরও পড়ুন: –