Advertisements

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম | পোস্ট অফিস SSC

Advertisements

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম

Click here to Read this Article in English

 

Post Office Senior Citizen Scheme – বাংলায় বিস্তারিত

 

আপনি কি একজন সিনিয়র সিটিজেন ? আপনি কি পোস্ট অফিসের এই সেরা স্কীম সম্বন্ধে জানেন ? যেখানে বিনিয়োগ করলে উচ্চ হারে রিটার্ন পাবেন?

নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ব্লগ Earn Money Bangla তে। ইতিপূর্বেই এই ব্লগে আমরা আলোচনা করেছি পোস্ট অফিসের বিভিন্ন বিনিয়োগ স্কীম নিয়ে। তেমনই একটি বিনিয়োগ স্কীম নিয়ে আজ ফিরে এলাম আমরা। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম বা SSC স্কীম নিয়ে। তাই পোস্ট অফিসের SSC স্কীম সম্পর্কে সমস্ত তথ্য পেতে এই পোস্টটি অবশ্যই পড়ুন।  

Advertisements
Contents hide

 

Advertisements

কারা পোস্ট অফিস থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম বা SSC অ্যাকাউন্ট খুলতে পারেন?

  • ৬০ বছর বয়েসের উর্দ্ধ যে কোনো ভারতীয় নাগরিক।
  • ৫৫ বছরের বেশি অথচ ৬০ বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারী। তবে এক্ষেত্রে শর্ত হলো অবসরকালীন সুবিধার রিসিপ্ট পাওয়ার ১ মাসের মধ্যে বিনিয়োগ করতে হবে।
  • ৫০ বছরের বেশি অথচ 60 বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারী। তবে এক্ষেত্রে শর্ত হলো অবসরকালীন সুবিধার রিসিপ্ট পাওয়ার ১ মাসের মধ্যে বিনিয়োগ করতে হবে।
  • স্বামী/স্ত্রী -এর সাথে যৌথ অ্যাকাউন্টও খোলা যেতে পারে।

 

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম বা SSC স্কীমে বর্তমান সুদের হার

  • বর্তমানে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম বা SSC স্কীমে বার্ষিক সুদের হার ৮.২%।
  • এক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর (৩১শে মার্চ, ৩১শে জুন, ৩১শে সেপ্টেম্বর, ৩১শে ডিসেম্বর) সুদ প্রদেয় হয়।

 

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ক্যালকুলেটর

       বর্তমান সুদের হারে, এই স্কীমে ১৫,০০,০০০ টাকা বিনিয়োগ করা হলে ৮ বছর পর তা সুদাসলে ২২,৯৯,২০০ টাকা হবে। 

post office ssc calculator

 

কত টাকা দিয়ে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে ?

  • নূন্যতম ১,০০০ টাকা দিয়ে পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস বা SSC অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • এক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্ট-এ সর্বোচ্চ ১৫,০০,০০০ টাকা অবধি জমা করতে পারেন।

 

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম – কত দিনে টাকা ম্যাচিউর হয়?

  • পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস বা SSC অ্যাকাউন্টে রাখা টাকা ৫ বছরে ম্যাচিউর হয়।
  • আপনি চাইলে এরপর আরও তিন বছরের জন্য আপনার SSC অ্যাকাউন্ট চালু রাখতে পারেন। অর্থাত্‍ একটি SSC অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ ৮ বছরের জন্য সুদ পেতে পারেন। 
  • তবে এক্ষেত্রে ৫ বছর পর অ্যাকাউন্ট ম্যাচিউর হওয়ার এক বছরের মধ্যে সংশ্লিষ্ট আবেদনপত্র জমা করে পোস্ট অফিসকে জানতে হবে যে আপনি আপনার SSC অ্যাকাউন্ট এখনও চালিয়ে যেতে চান।  

 

ম্যাচিউর হওয়ার আগেই কি SSC অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যাবে?

  • সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট বা SSC অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ করা যেতে পারে।
  • যদি অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে কোন সুদ প্রদান করা হবে না। যদি ইতিমধ্যে সুদ প্রদান করে হয়ে গিয়ে থাকে তাহলে আসল থেকে সেই সুদ আদায় করে নেওয়া হবে।
  • Advertisements
  • যদি ১ বছর পর অথচ ২ বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে আসল থেকে ১.৫% পরিমাণ টাকা কেটে নেওয়া হবে।
  • যদি ২ বছর পর অথচ ৫ বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে আসল থেকে ১% পরিমাণ টাকা কেটে নেওয়া হবে।

 

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস বা SSC স্কীম সম্বন্ধে আরো কিছু তথ্য

  • এই প্রকল্পে রাখা টাকার ওপর আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী আপনি আয়করে ছাড়ও পাবেন।

 

পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ?

  • প্রথম ধাপ: – আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে বলুন যে আপনি SSC বা সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান। এরপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে পোস্ট অফিস থেকে।
  • দ্বিতীয় ধাপ: – ফর্মটিতে সমস্ত তথ্য ভরাট করুন।
  • তৃতীয় ধাপ: – ফর্মটি জমা দেওয়ার সময় যে ডকুমেন্টস গুলির প্রয়োজন হবে তা সংগ্রহ করে রাখুন। এই ডকুমেন্টস গুলি হলো –
  1. আধার কার্ড
  2. প্যান কার্ড
  3. দু কপি পাসপোর্ট মাপের ফটো।
  • চতুর্থ ধাপ: – এরপর এগুলি নিয়ে কাউন্টার -এ জমা করুন। সাথে যে পরিমাণ টাকা অ্যাকাউন্ট এ জমা করতে চান তাও জমা করুন। তাহলে আপনার SSC অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। 

 

প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নগুলি

FAQ – পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম