Advertisements

ডাক জীবন বিমা | পোস্টাল লাইফ ইনসিওরেন্স | পিএলআই

Advertisements

Click here to Read this Article in English

 

আপনি কি জীবন বিমা করার কথা ভাবছেন ?

আপনি কি সরকারী কর্মচারী ?

জীবন বিমা কোথায় করাবেন ঠিক করলেন ?

যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এই পোস্টটি অবশ্যই পড়ুন। কারণ, এই পোস্টটির মাধ্যমে আমরা আপনাদের অবগত করাতে চলেছি ডাক বিভাগের জীবন বিমা যোজনাগুলি সম্বন্ধে যা আপনার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় পোস্টাল লাইফ ইনসিওরেন্স বা ডাক জীবন বিমা। চলুন তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

পোস্টাল লাইফ ইনসিওরেন্স বা ডাক জীবন বিমা কি ?  

Advertisements
  • পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (পিএলআই) বা ডাক জীবন বিমা ১৮৮৪ সালের ১ লা ফেব্রুয়ারি চালু করা হয়েছিল। প্রথমে ডাক কর্মীদের সুবিধার জন্য একটি কল্যাণ প্রকল্প হিসাবে শুরু হলেও ১৮৮৮ সালে টেলিগ্রাফ বিভাগের কর্মচারীদেরও এই সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ১৮৯৪ সালে পূর্ববর্তী পিএন্ড টি বিভাগের মহিলা কর্মচারীদের জন্যও ডাক জীবন বিমার সুযোগ উন্মুক্ত করে দেওয়া হয়। ডাক জীবন বিমা এই দেশের সবচেয়ে প্রাচীন জীবন বীমা প্রদানকারী
  • Advertisements

 

  • বছরের পর বছর ধরে, ডাক জীবন বিমা তার পরিসর বাড়িয়েছে – ১৮৮৪ সালে কয়েকশ পলিসি থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৩১.০৩.২০১৭ তারিখের হিসাব অনুযায়ী 46 লাখেরও বেশি পলিসিতে পরিণত হয়েছে। এটি এখন কেন্দ্রীয় ও রাজ্য সরকার, কেন্দ্রীয় ও রাজ্য সরকারী খাতের আন্ডারটেকিংস, বিশ্ববিদ্যালয়, সরকারী সহায়তাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, জাতীয়করণকৃত ব্যাংক, স্থানীয় সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা, যৌথ উদ্যোগ যেখানে কমপক্ষে 10% সরকারি/পিএসইউ অংশীদারীত্ব আছে, ক্রেডিট সমবায় সমিতির কর্মচারীদের জীবন বিমা প্রদান করে। এছাড়াও সামরিক ও আধা সামরিক বাহিনীর অফিসার এবং কর্মীদেরও ডাক জীবন বীমা পরিষেবা প্রদান করে। 
  • Advertisements

 

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কীম সম্বন্ধে জানতে ক্লিক করুন। 

 

 

ডাক বিভাগের জীবন বীমা যোজনা গুলি

সম্পুর্ণ জীবন বীমা ( সুরক্ষা) | Whole Life Assurance

  • এই জীবন বীমায় বিমাকারী ব্যক্তি (অথবা বিমাকারী ব্যক্তির মৃত্যু হলে তার আইনত উত্তরাধিকারী) তার বয়স ৮০ বছর সম্পুর্ণ হলে বীমায় নিশ্চিত করা সম্পুর্ণ টাকা বোনাস সমেত ফেরত্‍ পাবেন  (দুইয়ের মধ্যে যেটি আগে হবে)।
  • Advertisements
  • এই বীমা করার সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স সীমা: – ১৯ ও ৫৫।
  • নূন্যতম ও সর্বোচ্চ বীমার পরিমাণ: – ২০,০০০ টাকা ও ৫০,০০,০০০ টাকা।
  • এই বীমা করার এক বছর পর থেকে চাইলে এটিকে মেয়াদী জীবন বীমা (Endowment) -তে রূপান্তরিত করা যাবে। এই সুযোগ বীমাকারীর বয়স ৫৭ হওয়ার আগে অবধি নেওয়া যাবে।  
  • ৪ বছর পর এখান থেকে লোন নিতে পরেবেন।
  • ৩ বছর পর থেকে এই বীমা সারেন্ডার করতে পারবেন।
  • ৫ বছরের আগে সারেন্ডার করলে অবশ্য বোনাস পাবেন না।
  • এই বীমা প্রকল্পে শেষ ঘোষিত বোনাস: – প্রতি ১০০০ টাকা বিমাতে ৮৫ টাকা করে।

 

 

সম্পুর্ণ জীবন বীমা (সুবিধা) | Convertible Whole Life Assurance (Suvidha)

  • পরিণতি সময় বা ম্যাচুরিটির পর যে পরিমাণ টাকার বীমা করা হয়েছে সেই টাকা এবং তার আগে অবধি বোনাস পাওয়া যাবে।
  • বিমাকারীর মৃত্যু হলে নমিনি বা আইনত উত্তরাধিকারী বিমার টাকা ও বোনাস পাবেন। 
  • এই বীমা করার সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স সীমা যথাক্রমে: – ১৯ ও ৫০ বছর।
  • এই বীমা করার পাঁচ বছর পর থেকে ছয় বছর সম্পুর্ণ হওয়ার আগে অবধি এটিকে মেয়াদী জীবন বীমা (Endowment) -তে রূপান্তরিত করা যাবে। যদি এই রুপান্তর না করা হয় তাহলে এটিকে সম্পুর্ণ জীবন বীমা ( সুরক্ষা) হিসেবে গণ্য হবে।
  • Advertisements
  • নূন্যতম ও সর্বোচ্চ বীমার পরিমাণ: – ২০,০০০ টাকা ও ৫০,০০,০০০ টাকা।
  • ৪ বছর পর এখান থেকে লোন নিতে পরেবেন।
  • ৩ বছর পর থেকে এই বীমা সারেন্ডার করতে পারবেন।
  • ৫ বছরের আগে সারেন্ডার করলে অবশ্য বোনাস পাবেন না।
  • এই বীমা প্রকল্পে শেষ ঘোষিত বোনাস: – প্রতি ১০০০ টাকা বিমাতে ৭৬ টাকা করে।

 

 

মেয়াদী জীবন বীমা (সন্তোষ) | Endowment Assurance (Santosh)

  • পরিণতি সময় বা ম্যাচুরিটির পর যে পরিমাণ টাকার বীমা করা হয়েছে সেই টাকা এবং ম্যাচুরিটির আগে অবধি বোনাস পাওয়া যাবে।
  • বিমাকারীর মৃত্যু হলে নমিনি বা আইনত উত্তরাধিকারী বিমার টাকা ও বোনাস পাবেন। 
  • এই বীমা করার সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স সীমা: – ১৯ ও ৫৫।
  • নূন্যতম ও সর্বোচ্চ বীমার পরিমাণ: – ২০,০০০ টাকা ও ৫০,০০,০০০ টাকা।
  • ৪ বছর পর এখান থেকে লোন নিতে পরেবেন।
  • ৩ বছর পর থেকে এই বীমা সারেন্ডার করতে পারবেন।
  • ৫ বছরের আগে সারেন্ডার করলে অবশ্য বোনাস পাবেন না।
  • এই বীমা প্রকল্পে শেষ ঘোষিত বোনাস: – প্রতি ১০০০ টাকা বিমাতে ৫৮ টাকা করে।

 

 

 

যুগ্ম জীবন বীমা (যুগল সুরক্ষা) | Joint Life Assurance (Yugal Suraksha)

  • এটি একটি যৌথ জীবন বীমা যেখানে স্বামী / স্ত্রী -এর মধ্যে একজনকে ডাক জীবন বীমা (PLI) করার যোগ্য হতে হবে।   
  • পরিণতি সময় বা ম্যাচুরিটির পর যে পরিমাণ টাকার বীমা করা হয়েছে সেই টাকা এবং ম্যাচুরিটির আগে অবধি বোনাস পাওয়া যাবে।
  • এই বীমা করার সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স সীমা: – ২১ ও ৪৫।
  • এই বীমার মেয়াদ নূন্যতম ৫ বছর এবং সর্বোচ্চ ২০ বছর। 
  • নূন্যতম ও সর্বোচ্চ বীমার পরিমাণ: – ২০,০০০ টাকা ও ৫০,০০,০০০ টাকা।
  • ৩ বছর পর এখান থেকে লোন নিতে পরেবেন।
  • ৩ বছর পর থেকে এই বীমা সারেন্ডার করতে পারবেন।
  • ৫ বছরের আগে সারেন্ডার করলে অবশ্য বোনাস পাবেন না।
  • এই বীমা প্রকল্পে শেষ ঘোষিত বোনাস: – প্রতি ১০০০ টাকা বিমাতে ৫৮ টাকা করে।

 

প্রত্যাশিত মেয়াদী বীমা (সুমঙ্গল) | Anticipated Endowment Assurance (Sumangal)

  • এটি একটি মানিব্যাক পলিসি যেখানে সর্বাধিক ৫০ লক্ষ টাকার বীমা করা যায়। যারা কিছু সময় অন্তর ভালো রিটার্ন চান তাদের জন্য এই বীমা যোজনাটি বেশ ভালো। 
  • এই বীমার নূন্যতম ও সর্বোচ্চ মেয়াদ যথাক্রমে ১৫ বছর এবং ২০ বছর। 
  • ২০ বছরের বিমায় যোগদানের নূন্যতম ও সর্বোচ্চ বয়স যথাক্রমে ১৯ বছর ও ৪০ বছর। 
  • ১৫ বছরের বিমায় যোগদানের নূন্যতম ও সর্বোচ্চ বয়স যথাক্রমে ১৯ বছর ও ৪৫ বছর। 
  • এই বিমার ক্ষেত্রে টাকা ফেরত্‍ পাওয়ার নিয়ম হলো – 
    • ২০ বছরের বিমার ক্ষেত্রে বিমা করার ৮, ১২, এবং ১৬ বছর পর ২০% করে এবং ম্যাচুরিটির সময় বাকী ৪০%, বোনাস সমেত পাওয়া যাবে। 
    • Advertisements
    • ১৫ বছরের বিমার ক্ষেত্রে বিমার করার ৬, ৯, এবং ১২ বছর পর ২০% করে এবং ম্যাচুরিটির সময় বাকী ৪০%, বোনাস সমেত পাওয়া যাবে। 
  • এই বীমা প্রকল্পে শেষ ঘোষিত বোনাস: – প্রতি ১০০০ টাকা বিমাতে ৫৩ টাকা করে।

 

 

পোস্ট অফিসের পিপিএফ স্কীম সম্বন্ধে জানতে ক্লিক করুন। 

 

 

ডাক জীবন বিমা প্রিমিয়াম ক্য়ালকুলেটর | Postal Life Insurance Calculator

  • ডাক জীবন বিমার প্রিমিয়াম নির্ভর করে তিনটি জিনিসের ওপর –

১. আপনি কত টাকার বীমা করছেন

২. যিনি বীমা করছেন তার বর্তমান বয়স ও

৩. বিমার মেয়াদ 

  • আপনি যে বীমা করবেন তার জন্য কত প্রিমিয়াম দিতে হবে জানতে আপনার নিকটবর্তী পোস্টাল এজেন্ট -এর সাথে যোগাযোগ করুন। 

 

 

ডাক জীবন বিমা: কিভাবে আবেদন করবেন ?

  • ডাক জীবন বীমা করার জন্য আপনাকে পোস্ট অফিসে যেতে হবে। সেখানে গিয়ে যেকোনো পোস্টাল এজেন্ট -কে বলুন যে আপনি ডাক জীবন বীমা করতে চান। তিনিই আপনাকে সবরকম সহযোগীতা করবেন। 

 

 

ডাক জীবন বিমা: ফর্ম

 

 

ডাক জীবন বিমা: প্রিমিয়াম কিভাবে জমা করবেন ?

  • ডাক জীবন বীমার প্রিমিয়াম দুই ভাবে জমা করা যায় – অনলাইন ও অফলাইন। 
  • অনলাইনে প্রিমিয়াম জমা করার জন্য https://pli.indiapost.gov.in/CustomerPortal/PSLogin.action -এই ওয়েবসাইটে যান এবং কাস্টমার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রিমিয়াম জমা করুন।
  • অফলাইনে প্রিমিয়াম জমা করতে হলে আপনি নিজে পোস্ট অফিসে গিয়ে প্রিমিয়াম জমা করতে পারেন বা পোস্টাল এজেন্ট মারফত ও প্রিমিয়াম জমা করতে পারেন।

 

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কীম সম্বন্ধে জানতে ক্লিক করুন। 

 

বন্ধুরা, আশা করি অন্যান্য সকল পোস্টের মতো এই পোস্টটিও আপনাদের ভালো লেগেছে। এমন আরও তথ্য পেতে আপনার ইমেল আইডি দিয়ে আমাদের Subscribe করুন এবং এই পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। 

Advertisements

 

আরও পড়ুন: – 

গ্রামীণ ডাক জীবন বিমা | রুরাল পোস্টাল লাইফ ইনসিওরেন্স | আরপিএলআই

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!