Advertisements
প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা | Pradhan Mantri Shram Yogi Man-dhan Yojana – details in Bengali
আপনি কি অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন ? তাহলে প্রতি মাসে মাত্র ৫৫ টাকা করে জমা করুন আর তার বদলে পেয়ে যান প্রতি মাসে ৩,০০০ টাকা। হ্যাঁ, এমনই চমকপ্রদ যোজনা নিয়ে এসেছে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রক। চলুন এ বিষয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক।
Advertisements
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনা কি ?
- এটি ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দ্বারা চালু করা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত নাগরিক দের জন্য একটি পেনশন প্রকল্প।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনার বৈশিষ্ট্য
- এই প্রকল্পের গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারের কাছে জমা করবেন।
- সমপরিমান অর্থ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও গ্রাহকের পিএমএইওয়াইএম পেনশন তহবিলে জমা করা হবে।
- গ্রাহকের বয়স ৬০ বছর হলে তিনি মাসিক ন্যূনতম ৩,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পাবেন।
কারা প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনার সুবিধা নিতে পারেন ?
- প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন প্রকল্পটি সম্পুর্ণ ভাবে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত নাগরিকদের জন্য
- অর্থাত্, আপনি যদি গৃহকর্মী, ফেরিওয়ালা, দুপুরের খাবার প্রস্তুতকারী, ইঁটভাটার কর্মী, মুচি, কাগজ কুড়ানী, ধোপা, রিক্সাচালক, জমিহীন কৃষিক্ষেত্রের শ্রমিক, স্বনিযুক্ত কর্মী, নির্মাণকর্মী, বিড়ি শ্রমিক, হস্তচালিত তাঁত শ্রমিক, চর্ম ক্ষেত্রের শ্রমিক, অডিও-ভিস্যুয়াল ক্ষেত্রের শ্রমিক বা এই ধরনের অন্যান্য পেশার সাথে যুক্ত থাকেন তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
- এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার মাসিক আয় ১৫ হাজার টাকা বা তার কম হতে হবে।
- এবং আবেদনকারীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে থাকতে হবে।
- তবে এই কর্মী ও শ্রমিকরা নিউ পেনশন স্কিম (এনপিএস) বা এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি) প্রকল্পের আওতায় থাকলে পিএম-এসওয়াইএম প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া আয়কর দাতারাও এই প্রকল্পের আওতায় আসবেন না।
Advertisements
Advertisements
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনায় কত টাকা করে জমা করতে হবে ?
প্রকল্পে প্রবেশের বয়স | প্রকল্প শেষের বয়স | গ্রাহকের মাসিক প্রদেয় (টাকা) | কেন্দ্রীয় সরকারের মাসিক প্রদেয় (টাকা) | মোট মাসিক জমা পড়া টাকা |
১৮ | ৬০ | ৫৫ | ৫৫ | ১১০ |
১৯ | ৬০ | ৫৮ | ৫৮ | ১১৬ |
২০ | ৬০ | ৬১ | ৬১ | ১২২ |
২১ | ৬০ | ৬৪ | ৬৪ | ১২৮ |
২২ | ৬০ | ৬৮ | ৬৮ | ১৭৬ |
২৩ | ৬০ | ৭২ | ৭২ | ১৪৪ |
২৪ | ৬০ | ৭৬ | ৭৬ | ১৫২ |
২৫ | ৬০ | ৮০ | ৮০ | ১৬০ |
২৬ | ৬০ | ৮৫ | ৮৫ | ১৭০ |
২৭ | ৬০ | ৯০ | ৯০ | ১৮০ |
২৮ | ৬০ | ৯৫ | ৯৫ | ১৯০ |
২৯ | ৬০ | ১০০ | ১০০ | ২০০ |
৩০ | ৬০ | ১০৫ | ১০৫ | ২১০ |
৩১ | ৬০ | ১১০ | ১১০ | ২২০ |
৩২ | ৬০ | ১২০ | ১২০ | ২৪০ |
৩৩ | ৬০ | ১৩০ | ১৩০ | ২৬০ |
৩৪ | ৬০ | ১৪০ | ১৪০ | ২৮০ |
৩৫ | ৬০ | ১৫০ | ১৫০ | ৩০০ |
৩৬ | ৬০ | ১৬০ | ১৬০ | ৩২০ |
৩৭ | ৬০ | ১৭০ | ১৭০ | ৩৪০ |
৩৮ | ৬০ | ১৮০ | ১৮০ | ৩৬০ |
৩৯ | ৬০ | ১৯০ | ১৯০ | ৩৮০ |
৪০ | ৬০ | ২০০ | ২০০ | ৪০০ |
Advertisements
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনা – ম্যাচুরিটির আগে কি এই প্রকল্প থেকে নাম তুলে নেওয়া যাবে ?
- কোনও গ্রাহক যদি এই প্রকল্প থেকে ১০ বছরের মধ্যে নাম তুলে নিতে চান, তাহলে তাকে কেবলমাত্র তার জমা করা অর্থ, সেভিংস ব্যাঙ্কের হারে সুদ সমেত ফেরত দেওয়া হবে।
- প্রকল্পে যোগদানের ১০ বছর পর থেকে ৬০ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত সময়কালের মধ্যে প্রকল্প থেকে নাম তুলে নিতে চাইলে, সুবিধাভোগীকে সেভিংস ব্যাঙ্কের হারে সুদ কিংবা তহবিলে জমাকৃত সুদের মধ্যে যেটি বেশি, সেই সমেত তার জমা করা অর্থ ফেরত দেওয়া হবে।
Advertisements
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনা – প্রকল্প চলাকালীন সুবিধাভোগীর মৃত্যু হলে কি হবে ?
- পেনশন চলাকালীন গ্রাহকের কোন কারণে মৃত্যু হলে, তাঁর স্ত্রী/স্বামী ৫০ শতাংশ হারে পারিবারিক পেনশন পাবেন।
- কোনও গ্রাহক ৬০ বছর বয়স পর্যন্ত পেনশন ফান্ডে নিয়মিত টাকা জমা দিয়ে থাকলে এবং যেকোন কারণে ৬০ বছর বয়সের আগেই মৃত্যু হলে বা অক্ষম হয়ে পড়লে, তাঁর স্ত্রী বা স্বামী এই প্রকল্প চালিয়ে যেতে অথবা ছেড়ে দিতে পারবেন।
- গ্রাহক এবং তার স্বামী বা স্ত্রীর মৃত্যু ঘটলে সমগ্র জমাকৃত অর্থ তহবিলে ফেরত যাবে।
Advertisements
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনায় সময়মতো টাকা জমা না করলে কি হবে ?
- এই প্রকল্পে সময়মতো টাকা জমা দিতে কোনও কারনে ব্যর্থ হলে গ্রাহক, সরকারি নিয়ম অনুযায়ী ধার্য জরিমানা সহ বাকি থাকা অর্থ জমা দিয়ে প্রকল্প চালিয়ে যেতে পারেন।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনার জন্য কিভাবে আবেদন করবেন ?
- এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণের জন্য গ্রাহকের কাছে একটি মোবাইল নম্বর, সেভিংস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনার জন্য অনলাইনে কিভাবে নাম নথিভুক্ত করাবেন ?
- যোগ্য গ্রাহকরা এই লিঙ্কটি খুলুন.।
- এরপর ‘Self Enrollment‘ বিকল্পে ক্লিক করুন।
- এরপর যে পেজটি খুলবে সেখানে নাম, মোবাইল নম্বর ইমেল আইডি (না থাকলে দিতে হবে না) লিখুন ও ক্যাপচা কোডটি ভরে ‘Generate OTP’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর OTP বৈধতাকরণের পর যে পেজটি খুলবে সেখানে সমস্ত তথ্য ভরাট করুন ও ‘Submit & Proceed’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর ‘Print Mandate Form’ বিকল্পে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করুন।
- এরপর এই ফর্মটি স্ব প্রত্যয়িত (Self-attested) করুন { অর্থাত্ ফর্মটির ওপর সই করুন ও তারিখ লিখুন) ।
- এরপর ‘Please Upload A Self Attested Copy of the Applicaton cum Mandate Form to complete your Registration’ বিকল্পটিতে ক্লিক করে আপনার স্ব প্রত্যয়িত করা Mandate Form টি আপলোড করুন।
- এরপর পেনশন যোজনার প্রথম কিস্তি জমা করার জন্য আপনার পছন্দ মতো বিকল্পটি বেছে নিন ও টাকা জমা করলেই আপনার নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনায় নথিভুক্ত হয়ে যাবে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনার জন্য অফলাইনে কিভাবে নাম নথিভুক্ত করাবেন ?
- নিকটবর্তী যেকোন কমন সার্ভিসেস সেন্টারে গিয়ে এই প্রকল্পে স্ব-প্রত্যয়নের (সেল্ফ অ্যাটেস্টেড) ভিত্তিতে নাম নথিভুক্ত করাতে পারবেন। আপনার নিকটে কমন সার্ভিসেস সেন্টার কোথায় আছে জানতে এখানে ক্লিক করুন।
- আপনার আধার কার্ড, ব্যাঙ্ক -এর তথ্যাদি, স্বামী/স্ত্রী র নাম এবং প্রথম কিস্তির টাকা নিয়ে কমন সার্ভিসেস সেন্টারে যান এবং সেখানে থাক তথ্য মিত্র সহায়ক -এর সহায়তায় নিজের নাম নথিভুক্ত করান।
- এছাড়া এলআইসি-র প্রত্যেকটি শাখা দপ্তর, ইএসআইসি/ইপিএফও এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রত্যেকটি শ্রম দপ্তর থেকে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের এই প্রকল্প ও প্রকল্পের সুযোগ-সুবিধা এবং পদ্ধতিগুলি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনায় কিভাবে টাকা জমা করবেন ?
- এই প্রকল্পের জন্য প্রদেয় অর্থ, সংশ্লিষ্ট গ্রাহকের (৬০ বছর বয়স পর্যন্ত) সেভিংস বা জন-ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে স্বংয়ক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।
এছাড়া প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) সংক্রান্ত বা অন্য কোনও সরকারী প্রকল্প সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ইমেইল আইডি [email protected] -তে আমাদের ইমেইল করুন। আর পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
Advertisements
Advertisements