Advertisements

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা | Pradhan Mantri Suraksha Bima Yojana | যোগ্যতা, সুবিধা, আবেদনের পদ্ধতি

Advertisements

আমাদের জীবন বড়ই অনিশ্চিত। কখন কি ঘটবে কিছুই বলা যায় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত্‍ জীবন বিমা করিয়ে নেওয়া। বিশেষ করে যদি আপনি পরিবারের প্রধান হন, পরিবারের সকল দায়িত্ব আপনার ওপরেই থাকে এবং আপনার পর পরিবারের কি হবে সে ব্যপারে অনিশ্চিত হন তাহলে আপনার অবশ্যই জীবন বিমা করিয়ে নেওয়া উচিত্‍।

Advertisements

এই কারণেই হয়তো আমাদের বেশীর ভাগ মানুষই বিমা করাতে চান কিন্তু বাধ সাধে বিমার উচ্চ হারের প্রিমিয়াম। এল আই সি হোক বা অন্যান্য নামী দামী বিমা সংস্থা, প্রত্যেকেরই প্রিমিয়ামের হার খুব বেশী। এই সমস্যার সমাধান করতেই ভারত সরকার চালু করেছেন এমন একটি বিমা প্রকল্প যেখানে প্রিমিয়ামের হার প্রায় শূন্য। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। চলুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

Advertisements

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কি ?

Advertisements
  • প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা ভারতের কেন্দ্র সরকার কতৃক চালু করা একটি বিমা প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তার অকষ্মিক মৃত্যু হলে বা তিনি আংশিক ভাবে পঙ্গু হয়ে পড়লে ২ লক্ষ টাকা অবধি পেতে পারেন। 
  • Advertisements
  • এই প্রকল্পটি ২০১৫ সালের ৯ই মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন।
  • পি.আই.বি. তে প্রকাশিত তথ্য অনুযায়ী ২১ শে জুলাই, ২০২১ পর্যন্ত এই প্রকল্পে ২৩.৮৮ কোটি মানুষ এই যোজনার সুবিধা নিচ্ছেন। 

 

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় সামিল হলে উপভোক্তা নিম্নলিখিত সুবিধা গুলি পাবেন: – 

  1. দুর্ঘটনায় বিমা কারীর মৃত্যু হলে বিমাকারীর পরিবার দু লক্ষ টাকা পাবে।
  2. দুর্ঘটনায় বিমাকারীর উভয় চোখের সম্পুর্ণ এবং অপূরণীয় ক্ষতি হলে বা উভয় হাত বা পা অকেজো হয়ে পড়লে বা এক চোখের দৃষ্টিশক্তি হারালে এবং হাত বা পা অকেজো হয়ে পড়লে বিমাকারী দু লক্ষ টাকা পাবেন।
  3. Advertisements
  4. দুর্ঘটনায় বিমাকারীর এক চোখের সম্পুর্ণ বা অপূরণীয় ক্ষতি হলে বা এক হাত বা এক পা অকেজো হয়ে পড়লে বিমাকারী এক লক্ষ টাকা পাবেন। 

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা – কারা যোগদান করতে পারবেন

  • প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় যোগদানের জন্য উপভোক্তার বয়স হতে হবে ১৮ থেকে ৭০ -এর মধ্যে।
  • আবেদনকারীর অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।

 

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার প্রিমিয়াম 

  • প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় প্রতি বছর মাত্র ২০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে।
  • এই টাকা আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো-ডেবিট ভাবে কেটে নেওয়া হবে। 

 

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা – কেনো আপনার এই যোজনায় যোগদান করা উচিত্‍

যারা এখনও ভাবছেন এই বিমা করবেন কিনা, তাদের নিম্নলিখিত কারণ গুলির জন্য অবশ্যই এই বিমা যোজনায় যোগদান করা উচিত্‍

  1. হটাত্‍ অবাঞ্ছিত পরিস্থিতির থেকে নিজেদের বা পরিবারকে সুরক্ষিত রাখতে আমাদের প্রত্যেকেরই বিমা থাক জরুরী। 
  2. এই বিমাকারী সংস্থা ভারত সরকার নিজে। কাজেই বিমার টাকা পাওয়া নিয়ে কোনও সন্দেহ নেই।
  3. বারবার প্রিমিয়াম জমা দেওয়ার ঝামেলা নেই। প্রতি বছর অটো ডেবিট হয়ে প্রিমিয়ামের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে যাবে। 
  4. সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত সস্তায় কোনও সংস্থা বিমা করাবে না। প্রতি বছর ২০ টাকা করে প্রিমিয়ামের অর্থ হলো,  কেউ যদি ১৮ বছর বয়সে এই বিমায় যোগদান করেন তাহলে তিনি তার বয়স ৭০ হওয়ার আগে অবধি মোট যে পরিমাণ প্রিমিয়াম জমা দেবেন তা সাকুল্যে ১০৪০ টাকার কাছাকাছি। অর্থাত্‍ মাত্র ১০৪০ টাকা দিয়ে ২ লক্ষ টাকার সুরক্ষা পেয়ে যাবেন গ্রাহক।  
  5. Advertisements

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা – কিভাবে আবেদন করবেন

আশা করে এতক্ষণে আপনি বুঝে গিয়েছেন যে এই যোজনাতয় যোগদান কতটা লাভদায়ক। আসুন তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে প্রধান মন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নিজের নাম নথিভুক্ত করবেন।

  • প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা – অনলাইন আবেদন পদ্ধতি

    • আপনার ব্যঙ্কের সরকারী ওয়েবসাইটে গিয়ে বিমা (Insurance) বিভাগে প্রবেশ করুন। এরপর প্রধান মন্ত্রী সুরক্ষা বিমা যোজনার জন্য যেখানে আবেদন করা যাচ্ছে সেখানে ক্লিক করুন। তারপর আপনাকে লগ ইন করতে বলা হবে। তখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন ও শেষে সব তথ্য ভরাট করুন। শেষে প্রিমিয়াম জমা করার জন্য অটো ডেবিট সুবিধায় নিজের সম্মতি প্রদান করুন। এক্ষেত্রে নমিনি নির্বাচন করতে কোনোভাবেই ভুলবেন না। 
    • Advertisements

 

  • প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা – অফলাইন আবেদন পদ্ধতি

    • নীচে দেওয়া ফর্মটি ডাউনলোড করুন। 
    • এরপর সমস্ত তথ্য ভরাট করে পোস্ট অফিস বা ব্যাংকে জমা করুন। 

 

 

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ফর্ম

 

প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনার টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন ?

  • বিমাকারীর মৃত্যু হলে প্রধান মন্ত্রী সুরক্ষা বিমা যোজনার টাকা পাওয়ার জন্য নমিনিকে ক্লেম তথা ডিসচার্জ ফর্ম (ওপর থেকে ডাউনলোড করুন), বিমাকারীর মৃত্যু শংসাপত্র (আসল কপি), এফ.আই.আর. -এর আসল কপি ও পোস্ট মর্টেম রিপোর্ট নিয়ে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে (যেখানে প্রধান মন্ত্রী সুরক্ষা বিমা যোজনা) জমা করুন।
  • Advertisements

 

  • দুর্ঘটনায় বিমাকারী প্রতিবন্ধী হয়ে পড়লে তাঁকে প্রধান মন্ত্রী সুরক্ষা বিমা যোজনার টাকা পাওয়ার জন্য ক্লেম তথা ডিসচার্জ ফর্ম (ওপর থেকে ডাউনলোড করুন),  এফ.আই.আর. -এর আসল কপি ও কোনো সিভিল সার্জনের দেওয়া বিমাকারীর সম্পুর্ণ ভাবে প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে (যেখানে প্রধান মন্ত্রী সুরক্ষা বিমা যোজনা) জমা করুন।
  • Advertisements

 

বন্ধুরা, আশা করি অন্যান্য সকল পোস্টের মতো এই পোস্টটি থেকেও আপনারা কিছু জানতে পেরেছেন। এমন আরও তথ্য পেতে আপনার ইমেল আইডি দিয়ে আমাদের Subscribe করুন এবং এই পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। 

Advertisements

 

আরও পড়ুন: – 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা | Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) Details in Bangla | যোগ্যতা, সুবিধা, আবেদনের পদ্ধতি

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!