Advertisements

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা | PMJJBY Details in Bengali

Advertisements

প্রধানমন্ত্রী বীমা যোজনা | সরকারী যোজনা | সরকারী স্কীম | কেন্দ্রীয় সরকারের যোজনা | pmjjby details in bengali

 

Click here to Read this Article in English

 

মাসে ৩৭ টাকা দিয়ে পেতে পারেন দু লক্ষ টাকা

কেমন হয় যদি প্রতি মাসে আপনাকে ৩৭ টাকা দিতে হয় এবং বদলে আপনি পেয়ে যান দুই লক্ষ টাকা ? হ্যাঁ,  এমনই একটি প্রকল্প চালু করেছে ভারতের কেন্দ্র সরকার। কেন্দ্রের মোদী সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বেশ কিছু জনমুখী প্রকল্প চালু করে। এর মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা – যেখানে প্রতিদিন মাত্র ১.১৯ টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন দুই লক্ষ টাকা। আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সম্বন্ধে বিস্তারিত ভাবে। 

Advertisements

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি ?

এটি ভারত সরকারের একটি বীমা প্রকল্প যেখানে যে কোন কারণে মৃত্যুর জন্য বীমাকারীকে এক বছরের সুরক্ষা প্রদান করা হয়। তবে এই বীমা প্রকল্প এক বছরের জন্য হলেও আপনি চাইলে প্রতি বছর এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে পারেন (বা renew করতে পারেন)। 

Advertisements

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন – 

  1. প্রথমত এই যোজনা বিমাকারীর পরিবারকে (বা নমিনিকে) আকস্মিক আর্থিক অনিশ্চয়তা থেকে সুরক্ষা প্রদান করে। 
  2. এই যোজনার আওতায় থাকাকালীন যে কোনো কারণে বিমাকারীর মৃত্যু হলে তাঁর নমিনি বা আইনত উত্তরাধিকারী ২,০০,০০০ টাকা পাবেন।
  3. এই বিমার অধীনে বিমাকারী তাঁর বয়স ৫৫ হওয়ার আগে অবধি সুরক্ষা পাবেন। আরও স্পষ্ট ভাবে বললে, আপনার বয়স ৫০ সম্পুর্ণ হওয়ার আগে যদি আপনি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করান, তাহলে বিমাকারীর বয়স ৫৫ সম্পুর্ণ হওয়ার আগেই তাঁর মৃত্যু হলে বিমাকারীর নমিনি বা আইনত উত্তরাধিকারী ২,০০,০০০ টাকা পাবেন।   
  4. Advertisements
  5. এই যোজনায় অন্তর্ভুক্তিকরণের জন্য কোনও স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হয় না।
  6. এই যোজনায় প্রিমিয়াম জমা করার কোনও ঝামেলা নেই। আপনার ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের টাকা স্বয়ংক্রিয় ভাবে কেটে নেওয়া হবে। 
  7. এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করালে আয়কর আইনের ৮০সি ধারার আওতায় কর ছাড়ের সুবিধা পাবেন। 

 

কারা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা পেতে পারেন

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা নিতে গেলে দুটি শর্ত আছে – 

  • আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। 
  • আপনার বয়স ১৮ থেকে ৫০ -এর মধ্যে হতে হবে। এবং
  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড সংযুক্ত থাকতে হবে। 

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়াম

  • শুরুতে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়াম বার্ষিক প্রিমিয়াম ৩৩০ টাকা হলেও, ২০২২ সালে এই প্রিমিয়াম বৃদ্ধি করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার বার্ষিক প্রিমিয়াম ৪৩৬ টাকা। 

 

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার জন্য কিভাবে আবেদন করতে হবে

  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদনের জন্য আপনার নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিস, যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলা আছে, সেখানে যান এবং কাউন্টারে গিয়ে বলুন যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদন করতে চান। তখন আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ফর্মটিতে সমস্ত তথ্য পূরণ করে, সংশ্লিষ্ট নথিপত্র সমেত কাউন্টারে জমা করুন। এরপর আপনার নাম এই যোজনায় অন্তর্ভূক্ত হয়ে যাবে। 
  • Advertisements

 

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কখন বাতিল হয়ে যাবে?

  • বীমাকারীর বয়স ৫৫ বছর হলে স্বয়ংক্রিয় ভাবেই এই বীমার সুবিধা আর পাওয়া যাবে না। তবে ৫৫ বছর বয়স অবধি বীমা চালু রাখতে প্রতি বছর বিমাকারীকে এই বীমা পুনর্নবীকরণ করে যেতে হবে। এছাড়াও সংযুক্ত সেভিংস অ্যাকাউন্টে বিমার প্রিমিয়াম জমা দেওয়ার জন্য যথেষ্ট ব্যালান্সও থাকতে হবে।
  • Advertisements
  • যদি বিমার সাথে সংযুক্ত সেভিংস অ্যাকাউন্টে প্রিমিয়াম জমা দেওয়ার জন্য যথেষ্ট ব্যালান্স না থাকে তাহলে এই বীমা বাতিল করা হবে। 
  • আবার একের অধিক প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় বীমাকারীর নাম নথিভুক্ত থাকলে বীমা বাতিল করা হবে। 

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমায় ব্যাংকের ভূমিকা

  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার ক্ষেত্রে ব্যাংক গুলি নিম্নলিখিত ভূমিকা গুলি পালন করবে – 
    1. আবেদনপত্র জমা নেওয়া ও তার প্রক্রিয়াকরণ
    2. প্রিমিয়ামের টাকা স্বয়ংক্রিয় ভাবে কেটে  নেওয়ার জন্য অনুমোদন প্রদান
    3. বিমাকারীর নথি সংরক্ষণ এবং প্রয়োজনে তা বীমাকারীকে দেখানো  

 

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার কর্মসুচি কারা প্রদান করে?

  • লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এল আই সি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার পরিকল্পনা প্রদান করে। তবে অন্যান্য জীবন বিমা রয়েছে এমন কোনও ব্যক্তি যদি এই বীমা নাম নথিভুক্ত করাতে চান, তা হলে তাঁরা সুনির্দিষ্ট ব্যাঙ্কগুলোর সঙ্গে টাই আপের মাধ্যমে এই বীমায় যোগ দিতে পারেন। কোনও ব্যাঙ্ক, যার অ্যাকাউন্ট হোল্ডার এই কর্মসুচিতে যোগদান করতে চায়, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার ক্ষেত্রে মাস্টার অ্যাকাউন্ট ধারক হিসেবে গণ্য হয়। 
  • Advertisements

 

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ফর্ম

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার ফর্ম গুলি নীচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন। 

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়াম কিভাবে জমা করবেন

  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়াম জমা করার জন্য আপনাকে কিছুই করতে হবে না। স্বয়ংক্রিয় ভাবে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হবে। 

 

শেষ কথা 

কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প গুলির মধ্যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অন্যতম। পরিবারকে আকস্মিক আর্থিক অনিশ্চিয়তা থেকে সুরক্ষা দিতে, এই প্রকল্পের সুবিধা নেওয়াই যেতে পারে।  

 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা FAQ

  1. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কে চালু করেন?
    • ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা’ চালু করেন। 
  2. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কবে চালু হয়?
    • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ২০১৫ সালে চালু হয়। 
  3. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার উদ্দেশ্যে কি?
    • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার লক্ষ্য দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের মৃত্যুতে তাঁদের পরিবারকে বীমা সুবিধা দেওয়া। 
  4. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় নাম নথিভুক্তির বয়স কত?
    • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায নাম নথিভুক্তির বয়স ১৮ থেকে ৫০ বছর। 
  5. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়াম কত?
    • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়াম বার্ষিক ৪৩৬ টাকা। 
  6. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় কত টাকার সুরক্ষা পাওয়া যায়?
    • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ২,০০,০০০ টাকার সুরক্ষা পাওয়া যায়। 
  7. প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার ফর্ম কোথায় পাওয়া যাবে?
    • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার ফর্ম ব্যাংক বা পোস্ট অফিসে পাওয়া যাবে। 

 

আশা করি এই লেখাটি থেকে আপনারা কোনও উপকার পাবেন। এই বিষয়ে আপনার মনে কোনও প্রশ্ন থাকলে কমেণ্ট করুন অথবা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া লেখাটি অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। 

Advertisements

 

আরও পড়ুন: – 

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা | Pradhan Mantri Suraksha Bima Yojana | যোগ্যতা, সুবিধা, আবেদনের পদ্ধতি

LIC সরল পেনশন যোজনা – জানুন সবকিছু বিস্তারিত

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!