Advertisements

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা | প্রধানমন্ত্রী ব্যবসা লোন | প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন কিভাবে পাব

Advertisements

Click here to Read this Article in English

 

আপনি যদি ব্যবসা করতে চান এবং তার জন্য লোনের অনুসন্ধান করেন তাহলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। তরুণ প্রজন্মের উদ্যোগকে স্বাগত জানাতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভারত সরকার কতৃক চালু করা হয়েছিলো মুদ্রা যোজনা। ২০২১ সালের মার্চ মাসের একটি পরিসংখ্যান অনুযায়ী এখনও অবধি মুদ্রা যোজনার আওতায় প্রায় ২৭ কোটি লোন দেওয়া হয়েছে । এই লোনের পরিমাণ ১৫ লক্ষ কোটি। এটি কেন্দ্রীয় সরকারের একটি খুবই জনপ্রিয় যোজনা। চলুন এবার মুদ্রা যোজনা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

 

মুদ্রা যোজনা কি ?

Advertisements

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ২০১৫ সালে চালু হওয়া ভারত সরকারের একটি যোজনা। এই যোজনার আওতায় ব্যবসা সংক্রান্ত কাজের জন্য ১০ লক্ষ টাকা অবধি লোন দেওয়া হয়। 

 

 

কোন ধরণের কাজের জন্য মুদ্রা যোজনায় লোন পাওয়া যায় ?

এই যোজনার আওতায় অকর্পোরেট (non-corporate) এবং কৃষির সাথে সরাসরি যুক্ত নয় এমন ক্ষুদ্র (non-farm small/micro enterprise) উদ্যোগের জন্য লোন পাওয়া যায়। এক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য, ব্যবসার সম্প্রসারণ এবং আধুনিকীকরণের জন্য ও লোন পাওয়া যাবে। মূলত কোনও দ্রব্য উদপাদন করে, বাণিজ্য করে, বা কোনও পরিষেবা দেয় এমন উদ্যোগগুলিই মুদ্রা যোজনার লক্ষ্য। তবে কৃষিকাজের সহযোগী উদ্যোগ (activities allied to agriculture) গুলিও এই যোজনার আওতায় লোন পেতে পারে। 

Advertisements

 

 

মুদ্রা যোজনায় লোনের পরিমাণ

মুদ্রা যোজনার আওতায় তিন ধরণের লোন দেওয়া হয়। এগুলিকে যথাক্রমে ‘শিশু’, ‘কিশোর’ এবং ‘তরুণ’ এই তিনটি বিভাগে ভাগ করা হয়েছে – 

১. ‘শিশু’ : – এখানে ৫০,০০০ টাকা অবধি লোন পাওয়া যাবে। 

২. ‘কিশোর’ : – এখানে ৫০,০০১ থেকে ৫,০০,০০০ টাকা অবধি লোন পাওয়া যাবে। 

৩. ‘তরুণ’: – এখানে ৫,০০,০০১ থেকে ১০,০০,০০০ টাকা অবধি লোন পাওয়া যাবে। 

 

এই লোন নেওয়ার জন্য আপনাকে কোনও রকম জমানত রাখতে হবে না। 

 

মুদ্রা যোজনায় লোনের সুদের হার

মুদ্রা যোজনায় সুদের হার ব্যাঙ্ক গুলির এমসিএলআর (MCLR) হারের ওপর নির্ভর করে। বর্তমানে ব্যাঙ্ক গুলির এমসিএলআর (MCLR) হার ৭% এর কাছাকাছি। অর্থাত্‍ মুদ্রা যোজনার আওতায় নেওয়া লোনের ওপর বার্ষিক সুদের হার ৭% -এর আশেপাশে। 

Advertisements

 

মুদ্রা যোজনায় লোনের জন্য কী প্রসেসিং ফি নেওয়া হয় ?

হ্যাঁ, তবে তার পরিমাণকে নগণ্যই বলা চলে। 

 

মুদ্রা যোজনায় আওতায় পাওয়া লোন কতদিনে পরিশোধ করতে হয় ?

এক্ষেত্রে লোন পরিশোধের সময় বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে লোন পরিশোধ করার জন্য ৫ বছর অবধি সময় পাওয়া যায়। 

 

মুদ্রা যোজনায় কোথা থেকে লোন পাওয়া যায় ?

এই যোজনার আওতায়, বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, ক্ষুদ্র সঞ্চয় ব্যাঙ্ক, নন- ব্যাঙ্কিং আর্থিক সংস্থা গুলি, এবং ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা গুলি লোন দিয়ে থাকে।

 

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় কিভাবে আবেদন করবেন ?

মুদ্রা যোজনায় লোন নেওয়ার জন্য আপনার নিকটবর্তী ব্যাঙ্কে যোগাযোগ করুন। অবশ্য আপনি মুদ্রা যোজনার লোনের জন্য বাড়িতে বসে অনলাইনেও আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনি সরকারী/বেসরকারী যে কোনো ব্যাঙ্ক -এই যোগাযোগ করতে পারেন। তবে সরকারী ব্যাঙ্ককেই অগ্রাধিকার দেবেন কারণ বেসরকারী ব্যাঙ্কের তুলনায় সরকারী ব্যাঙ্কের এমসিএলর হার এবং প্রসেসিং ফি কম হয়। এছাড়া আপনি চাইলে ব্যাঙ্ক ব্যতীত উপরের অনুচ্ছেদে উল্লিখিত যে কোনো সংস্থাতেও আবেদন করতে পারেন। তবে আবেদন করার সময় অবশ্যই সমস্ত শর্তাদি ভালো করে বুঝে নেবেন। 

Advertisements

 

মুদ্রা যোজনায় অনলাইনে আবেদন

মুদ্রা যোজনায় লোনের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। 

 

মুদ্রা যোজনায় লোনের জন্য Axis ব্যাঙ্কে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। 

 

 

মুদ্রা যোজনায় অফলাইনে আবেদন

মুদ্রা যোজনায় লোনের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আবেদন করার ফর্মটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন। 

 

মুদ্রা যোজনায় লোনের জন্য পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক -এ আবেদন করার ফর্মটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন। 

 

 

আশা করি অন্যান্য পোস্ট গুলির মতো এই পোস্টটিও আপনাদের ভালো লাগবে। এরকম আরও পোস্ট পেতে আপনার ইমেল আইডি দিয়ে আমাদের সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেণ্টে জানান বা আমাদের ইমেল করুন [email protected] এবং এই পোস্টটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। 

Advertisements

 

 

আরও পড়ুন: – 

 

গতিধারা প্রকল্প ২০২১ | গতিধারা প্রকল্পে আবেদনের পদ্ধতি | Gatidhara Scheme: Details in Bengali

 

প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন (পিএম-এসওয়াইএম) যোজনা | ৫৫ টাকা দিয়ে প্রতি মাসে পেয়ে যান ৩,০০০ টাকা

অটল পেনশন যোজনা | Atal Pension Yojana details in Bengali | Atal Pension Yojana rules in Bengali

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা | Pradhan Mantri Suraksha Bima Yojana | যোগ্যতা, সুবিধা, আবেদনের পদ্ধতি

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!