প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা | পশ্চিমবঙ্গ সরকারী প্রকল্প | পশ্চিমবঙ্গ সরকারী যোজনা | পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের নাম |পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প | পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা
ভারত সরকার ২০১৫ সাল থেকে স্বচ্ছ ভারত মিশন চালু করেছেন। এই মিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভারতবর্ষকে উন্মুক্ত শৌচ মুক্ত বা Open Defacation Free হিসাবে গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখেই ভারত সরকার চালু করেছেন প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা বা ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন (আইএইচএইচএল) যোজনা। এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে এই পোস্টটি শেষ অবধি পড়ুন।
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা
স্বচ্ছ ভারত মিশনের আওতায়, উন্মুক্ত স্থানে শৌচ করার অভ্যাসকে বদলাতে ভারত সরকার কতৃক প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা বা ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন (আইএইচএইচএল) যোজনা চালু করা হয়েছে। এই যোজনার আওতায় আর্থিকভাবে দুর্বল পরিবারের বাড়ীতে যদি শৌচালয় না থাকে অথবা কাঁচা শৌচালয় থাকে, তাহলে নতুন শৌচালয় নির্মাণের জন্য অথবা শৌচালয় সংস্কারের জন্য পরিবারপিছু এককালীন ১২,০০০ টাকা করে দেওয়া হবে। পুরুষ এবং মহিলা সকলেই এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারেন।
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য কিভাবে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনকারীর আধার কার্ড
- আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি
- আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য কিভাবে আবেদন করবেন?
প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় আবেদনের জন্য নীচে বর্ণিত পদক্ষেপগুলি অনুসরণ করুন –
- প্রথম ধাপ – সর্বপ্রথম প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার সরকারী ওয়েবসাইটে যান। ওয়েবসাইটের লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।
- দ্বিতীয় ধাপ – এবার ‘New Applicant’ -এর পাশে লেখা ‘Click here’ -এর ওপর ক্লিক করুন।
- তৃতীয় ধাপ – এবার যে ফর্মটি খুলবে সেখানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল, ঠিকানা, রাজ্য, আইডির প্রকার, আইডি নম্বর, ইত্যাদি তথ্য গুলি প্রবেশ করান। শেষে ক্যাপচা কোডটি প্রবেশ করান এবং ‘Register’ বিকল্পে ক্লিক করুন।
- চতুর্থ ধাপ – রেজিস্ট্রেশন হয়ে গেলে ‘Applicant Get One Time Password’ বিকল্পটিতে ক্লিক করুন।
- পঞ্চম ধাপ – এরপর ‘Application Login Id’ আর রেজিস্টার্ড ইমেইল আইডি লিখে ‘Send One Time Password’ এ ক্লিক করতে হবে, এর ফলে রেজিস্টার্ড মোবাইল ও ইমেইল আইডিতে একটি পাসওয়ার্ড চলে আসবে।
- ষষ্ঠ ধাপ – এরপর হোমপেজে এসে ‘Applicant Login’ -এ লগইন আইডি ও ইমেইলে আসা পাসওয়ার্ড বসিয়ে সাবমিট করতেই নতুন পেজ আসবে, সেখানে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করে ‘Change Password’ -এ ক্লিক করতেই পাসওয়ার্ড নতুন সেট হবে ও আবেদন ফর্মটি চলে আসবে।
- সপ্তম ধাপ – এরপর নাম, ঠিকানা, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, আধার কার্ড নম্বার ও ছবি আপলোড করতে হবে ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাঙ্ক পাশবই -এর প্রথম পাতা আপলোড করতে হবে এবং পাসপোর্ট মাপের ছবি আপলোড করে ‘Submit’ বিকল্পে ক্লিক করতে হবে।
- অষ্টম ধাপ – এরপর একটি Application Number পাবেন সেটি দিয়ে ‘Status’ এ ক্লিক করে Status Check করতে পারবেন।
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।