আপনি যদি এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হোন এবং আপনাকে সময়ে সময়ে আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে হয়, তাহলে আপনার এসবিআই ব্যাংকের অথবা অন্য কোনও এসবিআই অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে সেই এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের আইএফএসসি কোড জেনে রাখা দরকার। তাই এই পোস্টের মাধ্যমে আমরা আপনাকে জানাবো কয়েকটি সহজ পদ্ধতি সম্বন্ধে, যার সাহায্যে আপনি যে কোনও এসবিআই ব্যাংকের আইএফএসসি কোড জেনে নিতে পারবেন।
আইএফএসসি কোড (IFSC Code) কী ?
- আইএফএসসি -এর পুরো কথা হলো ইন্ডিয়ান ফাইনান্সিয়াল সিষ্টেম কোড (Indian Financial System Code)। এই কোড প্রত্যেকটি ব্যাংক শাখার জন্য ভিন্ন ভিন্ন হয়। প্রত্যেকটি ব্যাংকের আইএফএসসি কোড ভারতের রিজার্ভ ব্যাংক বরাদ্দ করে।
- যে কোনও ব্যাংকের আইএফএসসি কোড ১১ অঙ্কের হয়। এর মধ্যে প্রথম চারটি অঙ্ক ব্যাংকের কোড, পরের অঙ্ক ‘0’ হলো কনট্রোল নম্বর, এবং শেষ ছয়টি অঙ্ক হলো ব্যাংক শাখার কোড।
আইএফএসসি কোড (IFSC Code) -এর প্রয়োজনীয়তা
- ভারতের মধ্যে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন (যেমন NEFT বা RTGS -এর মাধ্যমে) করার জন্য আইএফএসসি কোডের প্রয়োজন হয়। এক্ষেত্রে যদি একই ব্যাংকের একটি শাখা থেকে অন্য কোনও শাখার সাথে টাকা লেনদেন করতে হয় তাহলেও আইএফএসসি কোডের প্রয়োজন হয়।
এসবিআই আইএফসি কোড
এসবিআই আইএফএসসি কোড কিভাবে জানবেন
- এসবিআই আইএফসি কোড জানার বিভিন্ন পদ্ধতি আছে।
- আপনার এসবিআই সেভিংস পাসবইয়ের প্রথম পৃষ্ঠাতেই ওই ব্যাংক শাখার আইএফসি কোড দেখতে পাবেন।
- আবার আপনার চেকবইতেও ওই ব্যাংক শাখার আইএফসি কোড উল্ল্যেখ থাকে।
- এছাড়াও এসবিআই আইএফএসসি কোড জানতে হলে নীচে দেওয়া ধাপ গুলি অনুসরণ করুন।
- প্রথম ধাপ: – এখানে ক্লিক করুন
- দ্বিতীয় ধাপ: – এরপর যে নতুন পেজটি খুলবে সেখানে ‘Bank Name’ -এর স্থানে ‘State Bank of India’ বাছাই করুন।
- তৃতীয় ধাপ: – এরপর ‘Branch Name’ -এর স্থানে যে শাখার আইএফসি কোড দেখতে চান সেই শাখার নাম লিখুন। যদি শাখার নাম না জানা থাকে তাহলে সেই অঞ্চলের নাম লিখুন।
- চতুর্থ ধাপ: – এবার ‘Get Bank Details’ বিকল্পে ক্লিক করুন।
- তাহলেই আপনার এসবিআই ব্যাংকের আইএফএসসি কোড দেখতে পাবেন।
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরও পড়ুন: –
এসবিআই ব্যালান্স চেক | স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যালান্স চেক
পিএনবি অনলাইন অ্যাকাউন্ট খোলা | How to open PNB Account Online