Advertisements

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI | SBI সুদের হার | এসবিআই সুদের হার

Advertisements

এসবিআই তে সুদের হার | এসবিআই fd সুদের হার 2022

 

ব্য়াঙ্ক বললেই প্রথমে যে নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো এসবিআই বা State Bank of India (SBI)। এর কারণ SBI -এর শাখা যা সংখ্যায় প্রচুর এবং আমাদের মধ্যে বেশীর ভাগ মানুষেরই SBI -তে অ্যাকাউন্ট আছে। আর তাই SBI -এর বিভিন্ন যোজনা সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। চলুন দেখে নেওয়া যাক SBI -এর বিভিন্ন আমানত প্রকল্প গুলিতে সুদের হার কত। 

Advertisements

 

Advertisements

SBI -এর সেভিংস অ্যাকাউন্টে সুদের হার

SBI -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ২.৭০%।

 

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কত জানতে ক্লিক করুন। 

 

 

SBI -এর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার

SBI -এর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার নিম্নরূপ: – 

সাধারণ আমানতকারীদের জন্যপ্রবীণ নাগরিকদের জন্য
সময়সুদের হারসুদের হার 
৭ থেক ৪৫ দিনের জন্য ২.৯০%৩.৪০% 
৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৩.৯০%৪.৪০% 
১৮০ থেকে ২১০ দিনের জন্য ৪.৪০%৪.৯০% 
২১১ থেকে ১ বছরের কম দিনের জন্য ৪.৬০%৫.১০% 
১ বছর থেকে ২ বছরের কম দিনের জন্য৫.৩০%৫.৮০%
২ বছর থেকে ৩ বছরের কম দিনের জন্য ৫.৩৫%৫.৮৫%  
৩ বছর থেকে ৫ বছরের কম দিনের জন্য ৫.৪৫%৫.৯৫%  
৫ বছর থেকে ১০ বছরের কম দিনের জন্য ৫.৫০%৬.৩০%

 

Advertisements

 

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার কত জানতে ক্লিক করুন। 

 

SBI -এর রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার

SBI -এর রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার নিম্নরূপ: –

সাধারণ আমানতকারীদের জন্যপ্রবীণ নাগরিকদের জন্য
সময়সুদের হারসুদের হার 
১ বছর থেকে বেশী কিন্তু ২ বছরের কম দিনের জন্য৫.০০%৫.৫০%
২ বছর থেকে বেশী কিন্তু ৩ বছরের কম দিনের জন্য৫.১০%৫.৬০%
3 বছর থেকে বেশী কিন্তু 5 বছরের কম দিনের জন্য৫.৩০%৫.৮০%
5 বছর থেকে বেশী কিন্তু ১০ বছরের কম দিনের জন্য৫.৪০%৬.২০%

 

Advertisements

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার কত জানতে ক্লিক করুন। 

 

SBI-এর পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার

SBI-এর পিপিএফ অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৭.১০%। 

 

SBI-এর সিনিয়র সিটিজেন স্কীমে সুদের হার

SBI-এর সিনিয়র সিটিজেন স্কীমে বর্তমান বার্ষিক সুদের হার ৭.৪০%।

 

আশা করি অন্যান্য পোস্ট গুলির মতো এই পোস্টটিও আপনাদের ভালো লাগবে। এরকম আরও পোস্ট পেতে আপনার ইমেল আইডি দিয়ে আমাদের সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেণ্টে জানান বা আমাদের ইমেল করুন [email protected]

Advertisements

 

 

 

আরও পড়ুন: – 

পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে সুদের হার | পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সুদের হার

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!