Advertisements

সভরিন গোল্ড বন্ড স্কীম সিরিজ ২ | Sovereign Gold Bond Scheme details in Bangla | SGB details in Bengali

Advertisements

Click here to Read this Article in English

 

তাড়াতাড়ি সম্পদ সৃষ্টি করতে হলে সঠিক স্থানে সঠিক সময়ে বিনিয়োগ করা জরুরি, যেমন শেয়ার মার্কেট, বন্ড, ফিক্সড ডিপোজিট, সোনা ইত্যাদি। সোনায় বিনিয়োগ করার অর্থ হল বর্তমান সময়ে যে বাজারদর চলছে সেই দরে সোনা কিনে আগামী দিনে সোনার বাজার দর বাড়লে তা বিক্রি করে দেওয়া। যদিও বর্তমান সময়ে সোনা কিনতে চাইলে চিরাচরিত প্রথামত আসল সোনা কিনে নিজের কাছে রেখে দেওয়া ছাড়াও আরও কয়েকটি উপায় আছে। তার মধ্যে একটি হলো ভারত সরকারের সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) স্কীম। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) স্কীমের ২০২২-২৩ অর্থবর্ষের ২ নম্বর সিরিজের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisements

 

নমস্কার বন্ধুরা। স্বাগত জানাই আপনাদের Earn Money Bangla -তে। আজকের এই পোস্টে আমরা আলোচনা করতে চলেছি ভারত সরকারের সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) স্কীম নিয়ে এবং তাও সম্পুর্ণ বাংলায়। এই বিষয়ে পরিষ্কার ধারণা পেতে পোস্টটি শেষ অবধি পড়ুন।

Advertisements
Contents hide

 

Advertisements

সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) স্কীম কি ?

SGB হলো ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) কতৃক প্রকাশ করা একটি বন্ড। এটি ভারত সরকারের অঙ্গীকারবদ্ধ একটি বন্ড। অর্থাত্‍ এতে ভারত সরকারের গ্যারান্টি আছে। এই স্কীমের মাধ্যমে আপনি চলতি বাজার দরে সোনা কিনতে পারবেন (নূন্যতম ১ গ্রাম)। যদিও সোনা কেনার পর আপনি বাস্তবে কোনও সোনা হাতে পাবেন না। তার বদলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আপনাকে একটি শংসাপত্র (সার্টিফিকেট) দেবে। পরবর্তী কালে এই শংসাপত্র দেখিয়ে আপনার টাকা ফেরত্‍ পাবেন।

Advertisements

 

সভরিন গোল্ড বন্ড (এসজিবি) স্কীম -এর সুবিধা

  • নির্দিষ্ট সময়ের পর যখন এই বন্ড জমা করবেন, সেই সময় সোনার যে বাজার চলতি দর চলবে সেই হিসাবে আপনার টাকা ফেরত্‍ পাবেন। অর্থাত্‍ মনে করা যাক, ২০শে জুন, ২০২২ তারিখে এসজিবি স্কীম এর অধীনে কেউ ৫,১৯৭ টাকা দিয়ে ১ গ্রাম সোনা কিনলেন। কিছু বছর পর সোনার বাজার দর হলো ৮,০০০ টাকা। সেই সময় আপনার এসজিবি শংসাপত্রটি আরবিআই-কে জমা করলে আপনি ৭,০০০ টাকা পেয়ে যাবেন। অর্থাত্‍ এক গ্রাম সোনায় ২,৮০৩ টাকার মুনাফা।
  • Advertisements
  • এছাড়াও এসজিবি স্কীমে আপনি পেয়ে যাচ্ছেন আপনার বিনিয়োগক্রীত অর্থের ওপর ২.৫% হারে সরল সুদ। এই সুদের ওপর আয়কর দিতে হয়।
  • আপনি এসজিবি (SGB) কে জামিন রেখে লোন ও নিতে পারেন।

 

সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB): ম্যাচুরিটির সময়

  • সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) ৮ বছরে ম্যাচিউর হয়। তবে ৫ বছরের পর যে কোনও সময় SGB শংসাপত্র জমা করে টাকা ফেরত্‍ পেতে পারেন।
  • যদিও ৫ বছরের আগেই আপনি এই বন্ড বিক্রি করে দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে শেয়ার মার্কেটে এটিকে বিক্রয় করতে হবে।
  • আবার SGB ৫ বা তার বেশী বছরের বিনিয়োগ স্কীম হলেও এখানে কোনও ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। যদিও ৫ বছরের আগে শেয়ার মার্কেটে এসজিবি বিক্রি করে দিলে আপনার লভ্যাংশের তার ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য হবে।
  • Advertisements

 

নূন্যতম কত টাকা দিয়ে এই বন্ড কিনতে পারবেন?

একজন বিনিয়োগরীর ক্ষেত্রে নূন্যতম বিনিয়োগের পরিমাণ হলো ১ গ্রাম। একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ৪ কেজি বিনিয়োগ করতে পারেন। আরবিআই -এর সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) স্কীমের ২০২২-২৩ সালের ২ নম্বর সিরিজে (যা শুরু হয়েছে ২২শে আগস্ট থেকে) ১ গ্রাম সোনার দাম থাকবে ৫,১৯৭ টাকা প্রতি গ্রাম। অনলাইন মাধ্যমে আবেদন করলে ৫০ টাকা ছাড় পাওয়া যাবে।

Advertisements

 

কিভাবে সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) তে বিনিয়োগ করবেন ?

সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) -তে বিনিয়োগ করার জন্য আমাদের কাছে ৪টি বিকল্প রয়েছে।

  1. ব্যাঙ্ক থেকে সভরিন গোল্ড বন্ড কেনা যেতে পারে।
  2. পোস্ট অফিস থেকে সভরিন গোল্ড বন্ড কেনা যেতে পারে।
  3. স্টক হোল্ডিং কার্পোরেশন অফ ইন্ডিয়া -এর ওয়েবসাইট থেকে সভরিন গোল্ড বন্ড কিনতে পারেন।
  4. কোনো স্টক ব্রোকার -এর মাধ্যমে সভরিন গোল্ড বন্ড কিনতে পারেন।

 

সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) তে আবেদনের পদ্ধতি

ব্যাঙ্ক ও পোস্ট অফিসের মাধ্যমে সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) -তে আবেদনের পদ্ধতি

এখানে ক্লিক করে SGB ফর্মটি ডাউনলোড করুন। SGB_form-a-2020-21 SGB_form-d-2020-21।

এরপর সমস্ত তথ্য ভরাট করে নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে বলুন যে আপনি সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) -এর জন্য আবেদন করতে চান। এরপর ফর্মটি ও সাথে আপনার প্যান কার্ড, আধার কার্ড -এর প্রতিলিপি এবং যে পরিমাণ টাকার সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) কিনতে চান তা জমা করুন। এর কিছু দিন পর আরবিআই আপনার নামে একটি শংসাপত্র প্রকাশ করবে। সেটি আরবিআই -এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। এখানে উল্লেখ্য যে, যদি আপনার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে এবং আপনি আপনার কেনা এসজিবি (SGB) ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে চান তাহলে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আপনার ডিপোজিটরির নাম (এনএসডিএল নাকি সিডিএসএল), ডিপি আইডি লিখুন।

Advertisements

 

স্টক হোল্ডিং কার্পোরেশন অফ ইন্ডিয়া -এর ওয়েবসাইট -এর মাধ্যমে সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) -তে আবেদনের পদ্ধতি

এখানে ক্লিক করে স্টক হোল্ডিং কার্পোরেশন অফ ইন্ডিয়া -এর ওয়েবসাইট -এ লগ ইন করুন। এরপর সমস্ত তথ্যাদি ভরাট করুন ও নির্দেশাবলী অনুসরণ করুন।

SGB SHICL

 

স্টক ব্রোকার -এর মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্টে সরাসরি সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) -তে আবেদনের পদ্ধতি

এর জন্য আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যদি আপনার কোনো ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।

Zerodha -এর মাধ্যমে সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) -তে আবেদন করতে হলে এই লিঙ্কে ভিজিট করুন ও ‘ইনভেস্ট নাউ’ বিকল্পে ক্লিক করে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করুন।

sgb demat zerodha

সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) ২০২২-২৩, সিরিজ ২

সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) ২০২২-২৩ অর্থবর্ষের সিরিজ ২ -এর জন্য ২২শে আগস্ট থেকে ২৬ শে আগস্ট অবধি আবেদন করা যাবে। একজন ব্যাক্তির ক্ষেত্রে নূন্যতম বিনিয়োগের পরিমাণ ১ গ্রাম ও সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৪ কেজি। সভরিন গোল্ড বন্ড বা এসজিবি (SGB) স্কীমের ২০২২-২৩ অর্থবর্ষের ২ নম্বর সিরিজে ১ গ্রাম সোনার দাম থাকছে ৫,১৯৭ টাকা প্রতি গ্রাম। এছাড়া অনলাইন মাধ্যমে আবেদন করলে প্রতি কেজিতে ৫০ টাকা করে ছাড় পাওয়া যাবে।

Advertisements

 

আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Advertisements

 

আরও পড়ুন: –

ডিজিটাল গোল্ড কিভাবে কিনবেন ? | JAR ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!