Click here to Read this Article in English
৩০শে এপ্রিল, ২০২০ ছিল ১৪২.৮৮ পয়সা, আর আজ ২৮শে এপ্রিল এই এই শেয়ারের দাম উঠেছে ১০০৭.৯৫ টাকা। বিগত দুই বছরে বেশ কিছু স্টক দুর্দান্ত সব রিটার্ন দিয়েছে। সেই তালিকায় নতুন নাম জুড়লো এই শেয়ারের। এই কোম্পানীর শেয়ার কি আপনার পোর্টফোলীও তে আছে? এই শেয়ারে কি আপনার বিনিয়োগ করা উচিত – এইসব বিষয়ে বিস্তারিত ভাবে জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
এই প্রতিবেদনে যে কোম্পানীর শেয়ারের কথা বলা হচ্ছে তার নাম APL Apollo Tube। এই স্টকটি গত ২ বছরের ব্যবধানে ৭ গুণের বেশী রিটার্ন দিয়েছে। তাই দুই বছর আগে যদি কেউ এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রাখতেন আজ তা ৭ লক্ষ টাকারও বেশী হয়ে যেতো। চলুন এবার এই কোম্পানী এবং তার পার্ফর্মেন্স সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য গুলি জেনে নেওয়া যাক।
APL Apollo Tube
- APL Apollo Tube ভারতের একটি প্রথম সারির ইস্পাত তৈরীর কোম্পানী। এই কোম্পানীর মুখ্য দফতর দিল্লিতে অবস্থিত।
- কোম্পানীটি প্রায় ১৫০০ প্রকারের এমএস ব্ল্যাক পাইপ, গ্যালভানাইজড টিউব, প্রি গ্যালভানাইজড টিউব, স্ট্রাকচারাল ইআরডব্লিউ স্টিল টিউব, এবং হলো সেকশন তৈরী করে।
- এই সমস্ত সামগ্রী দেশের কৃষিক্ষেত্রে, পরিকাঠামো তৈরীতে, সৌরবিদ্যুত্ উত্পাদনে, এবং আরও অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- সারা দেশে এই কোম্পানীর মোট ১০টি কারখানা আছে।
APL Apollo Tube ফান্ডামেন্টাল অ্যানালিসিস
- যদি এই কোম্পানীর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যাচ্ছে, কোম্পানীটির মার্কেট ক্যাপ ২৫,২২৬ কোটি টাকা। অর্থাত্, এটি একটি লার্জ ক্যাপ কোম্পানী। তুলনামূলক ভাবে মিড ক্যাপ ও স্মল ক্যাপ কোম্পানীর চেয়ে লার্জ ক্যাপ কোম্পানীগুলি অনেক বেশী সুরক্ষিত হয়। আবার এই কোম্পানীর ডেট তো ইকুইটি রেশিও মাত্র ০.২৮। সাধারণত এই রেশিও যদি ১ -এর কম হয় তা অত্যন্ত ভালো লক্ষণ হিসেবে ধরা হয়। এর আরেকটি অর্থ হলো কোম্পানীর ওপর ঋণের তেওম্ন কোনও বোঝা নেই।
- অন্যদিকে, এই কোম্পানীর বিক্রি (সেলস), গত ৩ বছরে, ১৬.৮% হারে, গত ৫ বছরে ১৫.৪% হারে, এবং গত ৭ বছরে ১৯.১% হারে বৃদ্ধি পেয়েছে। APL Apollo Tube -এর অপারেটিং প্রফিটও গত তিনটি ত্রৈমাসিক (quarter) -এ বেশ বৃদ্ধি পেয়েছে। এরই সাথে সাথে তিনটি ত্রৈমাসিকে নেট প্রফিটও ভালোরকম বৃদ্ধি পেয়েছে। কোম্পানীর বর্তমান আর.ও.ই (ROE) বা রিটার্ন অন ইকুইটি ২৩.৬% যা খুবই ভালো বলা চলে। এছাড়া কোম্পানীর আর.ও.সি.ই. (ROCE) বা রিটার্ন অন ক্যাপিটাল এম্প্লয়েড ২৭.৮% এবং ই.পি.এস.(EPS) বা আর্নিং পার শেয়ার ২০.৬।
APL Apollo Tube -এ কি বিনিয়োগ করা ঠিক হবে
- ওপরে দেওয়া পরিসংখ্যান গুলির ভিত্তিতে বলাই যায় যে এই কোম্পানীটি ফান্ডামেণ্টালী খুবই মজবুত। এছাড়াও, ভারতবর্ষ একটি বিকাশশীল দেশ। যে কোনও বিকাশশীল দেশে পরিকাঠামো তৈরীর জন্য ইস্পাত -এর প্রয়োজন পড়ে বৈকি। আবার বর্তমানে ভারত থেকে বিদেশেও ইস্পাত রপ্তানী করা হয়। এছাড়া কৃষিপ্রধান দেশ ভারতে কৃষিক্ষেত্রে জলসেচের কাজে ইস্পাতের পাইপ ব্যবহৃত হয়। আবার ১২০ কোটি মানুষের বাড়ি তৈরীতেও প্রয়োজন পড়বে ইস্পাতের। সর্বোপরি, বিভিন্ন সরকারী প্রকল্প যেমন ‘নল সে জল’ প্রকল্প, ইত্যাদির জন্য ইস্পাতের চাহিদা বাড়বে বই কমবে না। স্বভাবতই, ইস্পাতের চাহিদা বৃদ্ধি পেলে, APL Apollo Tube ও তার সুফল নিশ্চয় পাবে। এমনটা আশা করাই যায়। তাই এই কোম্পানীর শেয়ারে বিনিয়োগ করার কথা ভেবে দেখতেই পারেন।
Zerodha তে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
সতর্কীকরণ: – শেয়ার বাজারে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ । তাই শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সবদিক ভালো করে যাচাই করে নেবেন। এই পোস্ট পড়ে কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হলে, এই পোস্টের লেখক বা এই ব্লগের সাথে যুক্ত কেউ কোনোভাবেই দায়ী হবেন না।