Advertisements

সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প 2023 | সুকন্যা সমৃদ্ধি সুদের হার

Advertisements

Click here to Read this Article in English

সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিস | সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে জানতে চাই | প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা | সুকন্যা সমৃদ্ধি যোজনা ডিটেলস | সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিস  ক্যালকুলেটর | সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প | সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ম

Advertisements

 

     সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প – বাংলায় বিস্তারিত 

নমস্কার বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা যদিও বর্তমান সমাজে ছেলে ও মেয়ের মধ্যে তেমন তফাত নেই তবুও এখনও সমাজের একটি বড় অংশ পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে খুব চিন্তিত হয়ে পড়েন। মূলত এই চিন্তা কন্যা সন্তানের বিয়ে নিয়েই হয়। তাই আজ সেই চিন্তা দূর করতেই আপনাদেরকে আমরা অবগত করাতে চলেছি এমন একটি যোজনার সম্বন্ধে যেখানে টাকা রাখলে আপনার কন্যা সন্তানের ভবিষ্যত সম্পুর্ন সুরক্ষিত হয়ে যাবে। হ্যাঁ, বন্ধুরা আজ আমরা কথা বলতে চলেছি সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। তাই সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে সবকিছু বিস্তারিত ভাবে জানতে এই পোস্টটি পড়তে থাকুন।

Advertisements

 

সুকন্যা সমৃদ্ধি যোজনা রুলস

 

সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প কি?

Advertisements

          সুকন্যা সমৃদ্ধি হলো ভারত সরকারের চালু করা একটি ক্ষুদ্র সঞ্চয় যোজনা। ভারতের প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী ২০১৫ সালে এই প্রকল্প চালু করেন। এই যোজনাটি কন্যা সন্তানের পিতামাতাকে তাদের কন্যার ভবিষ্যতের শিক্ষা এবং বিবাহের ব্যয়ের জন্য একটি তহবিল গঠনের জন্য উত্‍সাহ দেওয়ার উপর জোর দেয়। সুকন্যা সমৃদ্ধি যোজনাটি, বেটি বাঁচাও, বেটি পড়াহ প্রকল্পের অংশ। যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এই যোজনার সুবিধা নেওয়া যেতে পারে। 

Advertisements

 

 

কারা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারেন?

 

 সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার জন্য নিম্নলিখিত শর্ত গুলি দেখুন। 

  • কন্যা সন্তানের নামে তার অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে কন্যা সন্তানের বয়স ১০ বছর পূর্ণ হওয়ার আগেই আপনাকে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে হবে। 
  • ব্যাঙ্ক ও পোস্ট অফিস মিলিয়ে সারা দেশে শুধু মাত্র একটি অ্যাকাউন্টই খোলা যাবে।
  • একটি পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ দুটি কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। যদিও যমজ বা ত্রয়ীর ক্ষেত্রে দুয়ের বেশী অ্যাকাউন্ট খোলা যেতে পারে। 

 

 

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার

  • এই অ্যাকাউন্ট -এ বাত্‍সরিক ৭.৬% হারে সুদ পাওয়া যাবে।
  • এই অ্যাকাউন্ট থেক প্রাপ্ত সুদের ওপর কোনও আয়কর দিতে হবে না।

 

 

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এর সম্বন্ধে কিছু তথ্য

  • সর্বনিম্ন ২৫০ টাকা প্রাথমিক আমানত দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
  • একটি আর্থিক বছরে সর্বাধিক এই অ্যাকাউন্ট -এ ১,৫০,০০০ টাকা অবধি জমা করা যায়।
  • এই টাকা আপনি একবারেও  জমা করতে পারেন আবার আপনার সুবিধা মতো কিস্তিতেও জমা করতে পারেন।
  • অ্যাকাউন্ট খোলার সময় থেকে সর্বোচ্চ ১৫ বছর অবধি আপনি এই অ্যাকাউন্ট -এ টাকা জমা করতে পারবেন। অর্থাত্‍ যদি সর্বোচ্চ ১৫ বছর অবধি আপনাকে এই অ্যাকাউন্ট -এ টাকা জমা করতে হয় তবে কন্যা সন্তানের বয়স ছয় হওয়ার আগেই আপনাকে এই অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে।
  • Advertisements

 

ম্যাচুরিটি বা পরিণতি সময়

  • অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর।

                                  অথবা

  • কন্যার বিয়ে হয়ে গেলে (বিয়ের সময় কন্যার বয়স অবশ্যই ১৮ বা তার বেশী হতে হবে)।

 

সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে আপনি কত টাকা পেতে পারেন?

 সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর

         একটি হিসেব অনুযায়ী আপনার কন্যার বয়স যদি ১ বছর হয় এবং আপনি যদি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট -এ প্রতি মাসে ১২,৫০০ টাকা করে বা প্রতি বছর ১,৫০,০০০ টাকা করে জমা করেন তাহলে ২১ বছর অর্থাত্‍ অ্যাকাউন্ট ম্যাচুরিটির সময় আপনার জমা টাকার পরিমাণ দাড়াবে ৬৩,৭৯,৬৩৫ টাকা। এক্ষেত্রে আপনি জমা করছেন মাত্র ২২,৫০,০০০ টাকা এবং আপনার জমা দেওয়া টাকার ওপর সুদ পাচ্ছেন ৪১,২৯,৬৩৫ টাকা।

Advertisements

সুকন্যা সমৃদ্ধি যোজনা

 

 

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে তুলবেন

  • কন্যা সন্তানের বয়স ১৮ পূর্ণ হলে বা সে দশম শ্রেণী উত্তীর্ণ হলে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
  • পূর্ববর্তী আর্থিক বছরের শেষের ব্যালান্স-এর ৫০% অবধি টাকা তোলা যাবে।

 

 

ম্যাচুরিটি বা পরিণতি সময়ের আগে কিভাবে টাকা তুলবেন

বিশেষ ক্ষেত্রে ম্যাচুরিটি বা পরিণতি সময়ের আগেও (অ্যাকাউন্ট খোলার ৫ বছর পর থেকে) আপনি এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। সেই সব পরিস্থিতি গুলি হলো: –

  1. যার নামে অ্যাকাউন্ট খোলা তার মৃত্যু হলে।
  2. যার নামে অ্যাকাউন্ট তার কোনও মারণ রোগ হলে।
  3. যে অভিভাবক অ্যাকাউন্ট টি চালাচ্ছেন তার মৃত্যু হলে।

 

 

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন

  • এখানে ক্লিক করে সুকন্যা সমৃদ্ধি যোজনা ফর্ম ডাউনলোড করুন।
  • এরপর এই ফর্মটিতে সমস্ত তথ্য ভরাট করে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যান। (অথবা পোস্ট অফিসে গিয়েও এই ফর্মটি সংগ্রহ করতে পারেন।)

 

  • যে জিনিস গুলি সঙ্গে নিয়ে যাবেন: –
  1. যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার অভিভাবকের আধার কার্ড
  2. যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার অভিভাবকের প্যান কার্ড
  3. যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার অভিভাবকের ভোটার কার্ড
  4. যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার পাসপোর্ট মাপের ফোটো
  5. যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার জন্ম প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট)
  6. সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার সময় প্রথমে যে পরিমাণ টাকা জমা দেবেন। নূন্যতম জমার পরিমাণ ২৫০ টাকা।
  • এরপর কাউন্টার -এ গিয়ে বলুন যে আপনি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে চান এবং ফর্ম, প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জমা করুন। তাহলেই আপনার কন্যা সন্তানের সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।
  • এছাড়া আপনি ব্যাংকে গিয়েও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারেন। 

 

 

প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নগুলি

FAQ – সুকন্যা সমৃদ্ধি যোজনা