যাঁরা খুব একটা ঝুঁকি নিতে চান না, অথচ দীর্ঘকালীন মেয়াদে সম্পদ সৃষ্টি (wealth creation) করতে চান, তাদের জন্য মিউচুয়াল ফান্ড হল বিনিয়োগ করার আদর্শ উপায়। ইতিমধ্যেই মিউচুয়াল ফান্ড নিয়ে বেশ কয়েকটি আলোচনা আমরা এই ব্লগে করেছি – যেমন মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কেনো জরুরী, আপনার জন্য সঠিক মিউচুয়াল ফান্ড কিভাবে বাছাই করবেন, ইত্যাদি। সেই সকল লেখা গুলির লিঙ্ক নীচে দেওয়া হল।
মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমাদের অন্যান্য লেখা গুলি পড়ুন
তবে আমাদের আজকের আলোচনার বিষয়, ২০২২ সালের জন্য ৫টি সেরা মিউচুয়াল ফান্ড, যেখানে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে আপনি অনেকখানি টাকা কামাতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক, সেই সব মিউচুয়াল ফান্ড গুলির সম্বন্ধে।
২০২২ সালের জন্য ৫টি সেরা মিউচুয়াল ফান্ডের তালিকা
বিভিন্ন ধরণের বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতার ওপর ভিত্তি করে আমরা মিউচুয়াল ফান্ড গুলিকে পাঁচটি ভাগে ভাগ করেছি।
যাঁরা খুব ঝুঁকি না নিয়েও ভালো রিটার্ন পেতে চান
- এই ধরণের বিনিয়োগকারীদের জন্য ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হল বিনিয়োগের সেরা মাধ্যম। ইন্ডেক্স মিউচুয়াল সরাসরি শেয়ার বাজারের সূচক অর্থাত্ নিফটি এবং সেনসেক্স -এর সাথে সংযুক্ত থাকে। অর্থাত্ নিফটি বা সেনসেক্সের বিভিন্ন সূচক গুলি যে হারে বৃদ্ধি দেখায় এই ফান্ডও মোটামটি সেই হারেই বৃদ্ধি পায়। কোনও একটি, দুইটি, বা পাঁচটি শেয়ারের দাম যদি কমেও যায়, দীর্ঘকালীন মেয়াদে ইন্ডেক্স অর্থাত্ সেনসেক্স বা নিফটি বৃদ্ধি পাবেই, এবং এর ফলে ভালো রিটার্নও (গড়ে বার্ষিক ১৫% এর আশেপাশে) পাওয়া যাবে। এই কারণেই, যাঁরা খুব ঝুঁকি নিতে চান না অথচ ভালো রিটার্ন পেতে চান তারা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
- ইন্ডেক্স ফান্ড গুলির মধ্যে আবার প্রকারভেদ আছে। যেমন নিফটি ৫০ ইন্ডেক্স ফান্ড, নিফটি নেক্সট ৫০ ইন্ডেক্স ফান্ড, ইত্যাদি। তবে নিফটি ৫০ ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ।
Advertisements
২০২২ সালের সেরা ইন্ডেক্স ফান্ড গুলি
- ২০২২ সালের জন্য সেরা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হলো HDFC Index Fund Nifty 50 Plan – Direct Plan। এই ফান্ডটি শুরু থেকে এখনও অবধি, বার্ষিক গড়ে ১৪.২১% হারে এবং শেষ এক বছরে ২৫.১% হারে রিটার্ন দিয়েছে। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও ও খুবই কম, মাত্র ০.২%। আবার, নূন্যতম ৫০০ টাকা দিয়েই এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারবেন। এছাড়াও এই ফান্ডে কোনও লক-ইন পিরিয়ডও নেই, অর্থাত্, আপনি চাইলেই যখন খুশী আপনার কেনা মিউচুয়াল ফান্ড বিক্রি করে নিজের টাকা ফেরত পেতে পারেন।
Advertisements
যাঁরা অনেক বেশী ঝুঁকি নিতে চান
- এই ধরণের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সেরা মাধ্যম হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। কারণ স্মল ক্যাপ ফান্ড গুলি ছোটো ছোটো কোম্পানী গুলিতে বিনিয়োগ করে, যেগুলি খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ফলত, মিউচুয়াল ফান্ডেরও দ্রুত গতিতে বৃদ্ধি হয়, এবং ফান্ড গুলি খুব উচ্চ হারে রিটার্ন দেয়। তবে এই ক্ষেত্রে উচ্চ হারে রিটার্ন এর সাথে ঝুঁকিটাও অনেক বেশী থাকে।
Advertisements
২০২২ সালের জন্য সেরা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড
- ২০২২ সালের জন্য সেরা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হলো Axis Small Cap Fund – Direct Growth। এই ফান্ডটি শুরু থেকে এখনও অবধি, বার্ষিক গড়ে ২৭.২৪% হারে এবং শেষ এক বছরে ৫৭.১০% হারে রিটার্ন দিয়েছে। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও ও খুবই কম, মাত্র ০.৩৭%। আবার, নূন্যতম ৫০০ টাকা দিয়েই এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারবেন। এছাড়াও এই ফান্ডে কোনও লক-ইন পিরিয়ডও নেই, অর্থাত্, আপনি চাইলেই যখন খুশী আপনার কেনা মিউচুয়াল ফান্ড বিক্রি করে নিজের টাকা ফেরত পেতে পারেন।
Advertisements
যাঁরা মাঝামাঝি ঝুঁকি নিতে চান
- এই ধরণের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সেরা মাধ্যম হলো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। কারণ মিড ক্যাপ ফান্ড গুলি মাঝারি মাপের কোম্পানী গুলিতে বিনিয়োগ করে, যেগুলি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ফলত, মিউচুয়াল ফান্ডেরও ভালোরকম বৃদ্ধি হয়, এবং ফান্ড গুলি ভালো হারে রিটার্ন দেয়। তবে যেহেতু এই ধরণের ফান্ড গুলি ইন্ডেক্স ফান্ডের মতো বড় কোম্পানীতে বিনিয়োগ না করে তার চেয়ে অপেক্ষাকৃত ছোটো কোম্পানীতে বিনিয়োগ করে, তাই এক্ষেত্রে কিছুটা হলেও ঝুঁকি থেকে যায়।
Advertisements
২০২২ সালের জন্য মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড
- ২০২২ সালের জন্য সেরা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো Motilal Oswal Midcap 30 Direct Growth। এই ফান্ডটি শুরু থেকে এখনও অবধি, বার্ষিক গড়ে ২৬.৬% হারে এবং শেষ এক বছরে ৫৯% হারে রিটার্ন দিয়েছে। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও যদিও একটু বেশি, ০.৯১%। তবে, নূন্যতম ৫০০ টাকা দিয়েই এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারবেন। এছাড়াও এই ফান্ডে কোনও লক-ইন পিরিয়ডও নেই, অর্থাত্, আপনি চাইলেই যখন খুশী আপনার কেনা মিউচুয়াল ফান্ড বিক্রি করে নিজের টাকা ফেরত পেতে পারেন।
Advertisements
যাঁরা একেবারেই ঝুঁকি নিতে চান না
- যাঁরা একেবারেই ঝুঁকি নিতে চান না অথচ ফিক্সড ডিপোজিটের থেকে একটু বেশী রিটার্ন পেতে চান, তাঁরা লিকুইড ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই ধরণের ফান্ড গুলি ফিক্সড ডিপোজিটের চেয়ে সামান্য বেশী হারে রিটার্ন দেয়, এবং যেহেতু এগুলি লিকুইড ফান্ডে বিনিয়োগ করে তাই এগুলি কার্যত ঝুঁকিবিহীন।
Advertisements
২০২২ সালের জন্য সেরা লিকুইড মিউচুয়াল ফান্ড
- ২০২২ সালের জন্য সেরা লিকুইড মিউচুয়াল ফান্ড হলো Nippon India Liquid Fund – Direct Growth। এই ফান্ডটি শুরু থেকে এখনও অবধি বার্ষিক গড়ে ৭.১% হারে রিটার্ন দিয়েছে। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও ০.১৮%। নুন্যতম ১০০ টাকা থেকে আপনি এই ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। আবার এই ফাণ্ডটির কোনো লক-ইন পিরিওডও নেই।
Advertisements
যাঁরা শুধুমাত্র কর বাঁচাতে চান
- যাঁরা শুধুমাত্র কর বাঁচানোর জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাঁরা ELSS ফান্ডে বিনিয়োগ করুন।
-
২০২২ সালের জন্য সেরা ELSS মিউচুয়াল ফান্ড
- ২০২২ সালের জন্য ট্যাক্স সেভিং বা ELSS মিউচুয়াল ফান্ড হল Mirae Asset Tax Saver Fund – Direct Plan – Growth। এই ফান্ডটি শুরু থেকে এখনও অবধি, বার্ষিক গড়ে ২৩.৪% হারে এবং শেষ এক বছরে ৩৪.৯% হারে রিটার্ন দিয়েছে। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও ও খুবই কম, মাত্র ০.৪৩%। আবার, নূন্যতম ৫০০ টাকা দিয়েই এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারবেন। তবে এই ফান্ডে ৩ বছরের লক-ইন পিরিয়ড আছে, অর্থাত্, আপনার কেনা মিউচুয়াল ফান্ড বিক্রি করে নিজের টাকা ফেরত পেতে হলে আপনাকে নূন্যতম ৩ বছর অপেক্ষা করতে হবে। লক ইন পিরিয়ড থাকার সুবিধাও আছে, আর তা হলো মিউচুয়াল ফান্ডের সাময়িক পতনে আতঙ্কিত হয়ে ফান্ড বিক্রি করে দেওয়া থেকে এটি আপনাকে বিরত করে।
Advertisements
মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করবেন ?
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য একটি ভালো মাধ্যম হলো IND Money Application. এখানে অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে। তার মধ্যে থেকে যে কোনো একটি বা একাধিক মিউচুয়াল ফান্ড বেছে নিয়ে বিনিয়োগ করতে পারেন। IND Money থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনাকে কোনো কমিশনও দিতে হবে না। এছাড়াও অ্যাপ্লিকেশনটির আরও অনেক সুবিধা আছে।
Advertisements
এখানে ক্লিক করে IND Money তে অ্যাপ্লিকেশন খুলতে পারেন।
- যদিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে না, তবে আপনি যদি চান নীচের লিঙ্ক গুলিতে ক্লিক করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ব্রোকার অর্থাৎ, যেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন সেখান থেকেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
Advertisements
ZERODHA -তে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন।
UPSTOX -এ ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন।
শেষ কথা
- যদি দীর্ঘকালীন মেয়াদে খুব একটা ঝুঁকি ছাড়া সম্পদ সৃষ্টি (wealth creation) করতে হয় তাহলে মিউচুয়াল ফান্ডের কোনো বিকল্প নেই। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে সব দিক বিবেচনা করে তবেই বিনিয়োগ করবেন। এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমাদের অন্য লেখাগুলি। সেগুলো চটপট পড়ে ফেলুন ও তারপর সিদ্ধান্ত নিন।
Advertisements
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
সতর্কীকরণ: – শেয়ার বাজার বা মিউচুয়াল ফাণ্ডে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ । তাই শেয়ার বাজার বা মিউচুয়াল ফণ্ডে বিনিয়োগ করার আগে সবদিক ভালো করে যাচাই করে নেবেন। এই পোস্ট পড়ে কেউ মিউচুয়াল ফাণ্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হলে, এই পোস্টের লেখক বা এই ব্লগের সাথে যুক্ত কেউ কোনোভাবেই দায়ী হবেন না।