Advertisements
২০,০০০ টাকা জেতার সুযোগ দিচ্ছে Amazon। Aamzon Pay -এর সাধারণ জ্ঞান কুইজ-এ অংশগ্রহণ করলে পেতে পারেন এই সুযোগ। Amazon -এর ফান যোনে (Fun Zone) -এ সবসময় কিছু না কিছু কুইজ চালুই থাকে। Amazon -এর এই সাধারণ জ্ঞান কুইজটিও তেমনি ফান যোনেরই অংশ।
Advertisements
Amazon সাধারণ জ্ঞান কুইজ
Advertisements
- এই প্রতিযোগিতাটি চালু থাকবে ২৪শে জুন থেকে ৭ই জুলাই, ২০২২ অবধি। এই কুইজে মোট ৫টি প্রশ্ন থাকবে এবং ২০,০০০ টাকা জেতার দাবীদার হতে আপনাকে এই ৫টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে।
- যে কয়জন সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর দেবেন, তাদের মধ্যে লাকি ড্র করা হবে, এবং এই লাকি ড্রয়ে যাঁর নাম আসবে তিনি বিজয়ী হবেন।
Advertisements
Amazon সাধারণ জ্ঞান কুইজ -এ অংশগ্রহণের শর্তাবলী
- প্রতিযোগীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- প্রতিযোগীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশী হতে হবে।
- প্রতিযোগীর Amazon অ্যাকাউন্টে দেশ ভারত নির্বাচিত করে রাখতে হবে, এবং তাঁর বিলিং ঠিকানাও ভারতের হতে হবে।
- প্রতিযোগীর একটি বৈধ পরিচয়পত্র থাকতে হবে।
Amazon সাধারণ জ্ঞান কুইজ -এ কিভাবে অংশগ্রহণ করবেন?
- এর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে Amazon অ্যাপ্লিকেশনটি খুলুন।
- তারপর ডান দিকের তিনটি দাগ দেওয়া স্থানে ক্লিক করুন।
- তখন অনেকগুলি বিকল্প দেখতে পাবেন। তার মধ্যে থেকে ‘Fun Zone & Inspiration” বিকল্পটি বাছাই করুন।
- এরপর নীচের দিকে আসলে “New games this week” বিভাগ দেখতে পাবেন। তার মধ্যে থাকবে ‘General Knowledge Quiz | Answer & Win Rs. 20,000। ওখানে ক্লিক করুন।
- এরপর সব প্রশ্নের সঠিক উত্তর দিন।
Amazon সাধারণ জ্ঞান কুইজ -এর প্রশ্ন উত্তর
- Who is the Father of Western Medicine?
- Hippocrates
- Points Calimere Bird Sanctuary is located in which of the following states?
- Tamil Nadu
- Which day is celebrated as International Literacy Day?
- 8th September
- Who wrote the book India Wins Freedom?
- Abdul Kalam Azad
- Which day is celebrated as World Animal Day?
- October 4
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
Advertisements
Advertisements