Click here to Read this Article in English
৩০,০০০ টাকা জেতার সুযোগ দিচ্ছে Amazon। Aamzon Pay -এর মে এডিশন কুইজ-এ অংশগ্রহণ করলে পেতে পারেন এই সুযোগ। Amazon -এর ফান যোনে (Fun Zone) -এ সবসময় কিছু না কিছু কুইজ চালুই থাকে। Amazon -এর এই মে এডিশন কুইজটিও তেমনি ফান যোনেরই অংশ।
Amazon মে এডিশন কুইজ
- এই একটি মাসিক কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চালু থাকবে ১লা মে থেকে ৩১শে মে,২০২২ অবধি। এই কুইজে মোট ৫টি প্রশ্ন থাকবে এবং ৩০,০০০ টাকা জেতার দাবীদার হতে আপনাকে এই ৫টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে।
- যে কয়জন সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর দেবেন, তাদের মধ্যে লাকি ড্র করা হবে, এবং এই লাকি ড্রয়ে যাঁর নাম আসবে তিনি বিজয়ী হবেন।
Amazon মে এডিশন কুইজ -এ অংশগ্রহণের শর্তাবলী
- প্রতিযোগীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- প্রতিযোগীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশী হতে হবে।
- প্রতিযোগীর Amazon অ্যাকাউন্টে দেশ ভারত নির্বাচিত করে রাখতে হবে, এবং তাঁর বিলিং ঠিকানাও ভারতের হতে হবে।
- প্রতিযোগীর একটি বৈধ পরিচয়পত্র থাকতে হবে।
Amazon মে এডিশন কুইজ -এ কিভাবে অংশগ্রহণ করবেন?
- এর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে Amazon অ্যাপ্লিকেশনটি খুলুন।
- তারপর ডান দিকের তিনটি দাগ দেওয়া স্থানে ক্লিক করুন।
- তখন অনেকগুলি বিকল্প দেখতে পাবেন। তার মধ্যে থেকে ‘Fun Zone & Inspiration” বিকল্পটি বাছাই করুন।
- এরপর ‘May Edition Games’ বিভাগ দেখতে পাবেন। তার মধ্যে থাকবে ‘Quiz | Answer & Win Rs. 30,000।
- এরপর সব প্রশ্নের সঠিক উত্তর দিন।
Amazon মে এডিশন কুইজ -এর প্রশ্ন উত্তর
- Who declared 11th May as National Technology Day?
- Atal Bihari Vajpayee
- Which world-famous film series is celebrated every year on May 4th?
- Star Wars
- When did India start celebrating May Day?
- 1st May 1923
- Which state was formed from the division of the Bombay State on 1 May 1960?
- Bombay
- Who is the only Indian actor on the 75th Cannes Film Festival jury which will be held in May 2022?
- Deepika Padukone
আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরও পড়ুন: –