ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং | ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার অ্যাপ্লিকেশন | ক্রিপ্টো ট্রেডিং | ক্রিপ্টোকারেন্সি | ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ | ক্রিপ্টোকারেন্সি নিউজ | Vauld | WazirX | CoinSwitchKuber | Bitbins | CoinDCXPro
আপনি কি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করার কথা ভাবছেন ? আপনি কি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করে অনেক টাকা কমাতে চান ? আপনি কি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করার জন্য আপনার উপযুক্ত মোবাইল অ্যাপ্লিকেশনের সন্ধান করছেন ? কি বললেন, হ্যাঁ ? বেশ, তাহলে এই লেখাটি শেষ অবধি মন দিয়ে পড়ুন। তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এই ব্লগে ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে, এসব সম্বন্ধে আলোচনা করেছি। যদি আপনার ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তেমন ধারণা না থেকে থাকে তাহলে, নীচের লিঙ্কে ক্লিক করে লেখাটি পড়ে ফেলুন। লেখাটি পড়ার পর ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে আপনার সম্যক ধারণা তৈরী হয়ে যাবে।
ক্রিপ্টোকারেন্সি কি ? | Cryptocurrency সম্বন্ধে বাংলায় বিস্তারিত
তবে আজকের আমাদের আলোচনার বিষয় ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার জন্য পাঁচটি সেরা মোবাইল অ্যাপ্লিকেশন।
খুব সহজ ভাষায় ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং বলতে বোঝায়, যখন কোনও ক্রিপ্টোকারেন্সির দাম কম থাকবে তখন তা কিনে রেখে দেওয়া এবং যখনই এর দাম বৃদ্ধি পাবে, তখন তা বিক্রি করে মুনাফা কামানো। তবে এই কাজটি করতে গেলে আপনার প্রয়োজন একটি ভাল ট্রেডিং মাধ্যমের। বর্তমানে ভারতে অনেক ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং মাধ্যমই উপলদ্ধ। এঁদের মধ্যেই সবচেয়ে ভালো মাধ্যম বা মোবাইল অ্যাপ্লিকেশন গুলি নিয়ে আমরা এবার আলোচনা করবো।
ভল্ড | Vauld Cryptocurrency Application
Advertisements- প্রথমেই ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করার যে প্ল্যাটফর্ম বা মাধ্যমের নাম করতে হয়, তা হলো Vauld অ্যাপ্লিকেশন।
- ভল্ড হলো একটি সিঙ্গাপুর -ভিত্তিক এবং ভারতীয়দের দ্বারা চালনা করা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম।
- এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লেস্টোর থেকে ৫,০০,০০০ বার ডাউনলোড করা হয়েছে এবং গুগল প্লেস্টোরে এই অ্যাপ্লিকেশন এর রেটিং ৩.৫* +।
ভল্ড অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি | Features of Vauld Cryptocurrency Application
- এই ক্রিপ্টো প্ল্যাটফর্মটি গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সি কিনতে, ধার দিতে, এবং ধার নেওয়ার সুবিধা দেয়।
- এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ৩০টিরও বেশী ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতে পারবেন।
- এছাড়া এই প্ল্যাটফর্ম -এ আপনি আপনার কেন ক্রিপ্টোকারেন্সির ওপরে সুদও পাবেন।
- আবার আপনি এখানে ফিক্সড ডিপোজিট করে ১২.৬৮% অবধিও সুদ পেতে পারেন।
- মাত্র ২ মিনিটেই এখানে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন।
- ট্রেডিং করার জন্য আপনার জমা করা টাকার ওপর আপনাকে কোনও ফি দিতে হয় না।
- বিভিন্ন রকমের টুল যেমন, ‘Price Alert’, যখন ক্রিপ্টোকারেন্সির দাম কম তখন স্বয়ঙক্রিয় ভাবে ক্রিপ্টোকারেন্সি কেনা ইত্যাদি সুবিধা গুলি এই অ্যাপ্লিকেশনটির অন্যান্য বৈশিষ্ট্য।
কিভাবে ভল্ডে নিজের অ্যাকাউন্ট খুলবেন | How to open account in Vauld
আপনি খুব সজেই ভল্ড অ্যাপ্লিকেশনে নিজের অ্যাকাউন্ট চালু করতে পারেন।
- এর জন্য সবার প্রথমে নীচের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন।
ভল্ড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
- এবার অ্যাপ্লিকেশনটি খুলুন এবং ‘Sign Up’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর পূরণ করে ‘Sign Up’ প্রক্রিয়া সম্পুর্ণ করুন।
- এরপর আপনাকে কেওয়াইসি প্রক্রিয়া সম্পুর্ণ করতে হবে, নতুবা আপনি টাকা জমা করে ক্রিপ্টো কিনতে পারবেন না। তাই ‘COMPLETE KYC TO DEPOSIT INR’ বিকল্পে ক্লিক করুন । এরপর আপনার প্যান কার্ডের সামনের দিকের ছবি তুলে আপলোড করুন। তারপর নীচের দিকে আপনার পাসপোর্ট/ভোটার কার্ড/আধার কার্ড -এর মধ্যে কোনও একটির ছবি তুলে আপলোড করতে হবে। এরপর আপনার সেলফি নেওয়া হবে, শেষে আপনি যেসব তথ্য জমা করেছেন তা একবার দেখে নিন ও নিশ্চিত করুন। তাহলেই আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পুর্ণ হবে। এরপর আপনি টাকা জমা করে ক্রিপ্টো কেনাবেচা শুরু করুন।
Advertisements
ওয়াজিরএক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ্লিকেশন / WazirX Cryptocurrency Application
- এরপর যে অ্যাপ্লিকেশনটির নাম করতে হয়, তা হলো WazirX। এই অ্যাপ্লিকেশনটির প্রতিষ্ঠাতা Zanmai Labs Private Limited। এটি একটি ভারতীয় কোম্পানী এবং এর রেজিস্টার অফিস মুম্বাইতে।
- অ্যাপ্লিকেশনটি প্লেস্টোর থেকে ৫০,০০,০০০ বার ডাউনলোড করা হয়েছে এবং এর রেটিং ৪* + ।
- বর্তমানে এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীর সংখ্যা ৮০ লক্ষ।
-
ওয়াজিরএক্স অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি | Features of WazirX Cryptocurrency Application
- এখানে বিটকয়েনের পাশাপাশি আরও ১০০টিরও বেশী ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার সুবিধা রয়েছে।
- ইউপিআই দ্বারা খুব সহজে এখানে টাকা জমা করতে পারবেন।
- এই অ্যাপ্লিকেশনে ২৪ ঘণ্টাই টাকা জমা বা তোলা যায়।
- উন্নত চার্ট, দ্রুত ট্রেড সম্পন্ন হওয়া, নিরাপত্তা ইত্যাদি এই অ্যাপ্লিকেশনটির অন্যতম বৈশিষ্ট্য।
কিভাবে ওয়াজির এক্সে নিজের অ্যাকাউন্ট খুলবেন | How to open account in WazirX
- ওয়াজির এক্সে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ।
- এর জন্য প্রথমে নীচের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন।
ওয়াজির এক্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
- এরপর অ্যাপ্লিকেশনটি খুলে ‘Sign Up’ বিকল্পে ক্লিক করুন।
- তারপর আপনার নাম, ইমেল আইডি, ইত্যাদি কিছু সামান্য তথ্য পূরণ করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পুর্ণ হয়ে যাবে।
- এরপর আপনাকে কেওয়াইসি প্রক্রিয়া সম্পুর্ণ করতে হবে, নতুবা আপনি টাকা জমা করে ক্রিপ্টো কিনতে পারবেন না। কেওয়াইসি সম্পুর্ণ করার জন্য উপরে বাম দিকে সেটিংসে ক্লিক করুন ও তারপর ‘Verify your account’ বিকল্পে ক্লিক করুন। এরপর ‘COMPLETE KYC’ বিকল্পে ক্লিক করুন। তারপর সমস্ত তথ্য পূরণ করুন। এরপর আপনাকে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। তার জন্য, প্রথমে প্যান কার্ড, ও তারপর, আধার/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স -এর মধ্যে যে কোনও একটি নথি আপলোড করতে হবে। তারপর নিজের সেলফি নিন এবং শেষে ‘SUBMIT FOR VERIFICATION’ বিকল্পে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তখন টাকা জমা করে ক্রিপ্টো কেনাবেচা শুরু করুন।
Advertisements
কয়েনসুইচকুবের|CoinSwitchKuber Cryptocurrency Application
- আমাদের এই তালিকায় পরের অ্যাপ্লিকেশনেটির নাম CoinSwitchKuber।
- অ্যাপ্লিকেশনটি প্লেস্টোর থেকে ১ কোটি বার ডাউনলোড করা হয়েছে।
- গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটির রেটিং ৪.১*।
CoinSwitchKuber অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি | Features of CoinSwitchKuber Cryptocurrency Application
- এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি ১০০ টিরও বেশী ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতে পারবেন।
- এই অ্যাপ্লিকেশনটির সবচেয়ে বড় সুবিধা হল, এর ইউজার-ইন্টারফেসটি খুবই সাধারণ এবং যে কোনও মানুষের জন্য, বিশেষ করে যাঁরা ক্রিপ্টো সম্বন্ধে তেমন কিছু জানেন না, তাদের ক্ষেত্রে খুবই উপযুক্ত।
- নিরাপত্তার দিক দিয়েও অ্যাপ্লিকেশনটি খুবই নির্ভরযোগ্য।
কিভাবে CoinSwitchKuber -এ নিজের অ্যাকাউন্ট খুলবেন | How to open account in CoinSwitchKuber
- প্রথমে নীচের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন।
CoinSwitchKuber অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
- এরপর অ্যাপ্লিকেশনটি খুলে ‘Sign Up’ বিকল্পে ক্লিক করুন।
- তারপর আপনার নাম, ইমেল আইডি, ইত্যাদি কিছু সামান্য তথ্য পূরণ করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পুর্ণ হয়ে যাবে।
- তখন টাকা জমা করে ক্রিপ্টো কেনাবেচা শুরু করুন।
বিটবিন্স | Bitbins Cryptocurrency Application
- আমাদের এই তালিকায় পরের অ্যাপ্লিকেশনের নাম Bitbins।
- অ্যাপ্লিকেশনটি প্লেস্টোর থেকে ৫০,০০,০০০ বার ডাউনলোড করা হয়েছে এবং এর রেটিং ৪* ।
- অ্যাপ্লিকেশনটি ২০১৭ সালে চালু হয়।
বিটবিনস অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি | Features of Bitbins Cryptocurrency Application
- এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি রিয়েল টাইম ট্রেডিং করতে পারবেন।
- অ্যাপ্লিকেশনটি আপনাকে ট্রেডিং করার জন্য মার্জিনের সুবিধা দেয়। অর্থাত্, কম টাকায় অনেক বেশী টাকার ট্রেডিং করতে পারবেন।
- এখানে আপনি স্টপ এবং লিমিট অর্ডারের সুবিধা নিতে পারবেন।
- এছাড়া কোনওরকম অসুবিধার জন্য Bitbins -এর তরফ থেকে সবসময় সাহায্য পাবেন।
কিভাবে Bitbins -এ নিজের অ্যাকাউন্ট খুলবেন | How to open account in Bitbins
- প্রথমে নীচের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন।
বিটবিনস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
- এরপর অ্যাপ্লিকেশনটি খুলে ‘Sign Up’ বিকল্পে ক্লিক করুন।
- তারপর আপনার নাম, ইমেল আইডি, ইত্যাদি কিছু সামান্য তথ্য পূরণ করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পুর্ণ হয়ে যাবে।
- তখন টাকা জমা করে ক্রিপ্টো কেনাবেচা শুরু করুন।
CoinDCXPro Cryptocurrency Application
- আমাদের এই তালিকায় শেষ অ্যাপ্লিকেশনেটির নাম CoinDCXPro।
- অ্যাপ্লিকেশনটি প্লেস্টোর থেকে ১০ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে।
CoinDCXPro অ্যাপ্লিকেশনের সুবিধাগুলি | Features of CoinDCXPro Cryptocurrency Application
- যে কোনও সময়, যে কোনও স্থান থেকে ট্রেডিং করতে পারবেন।
- ট্রেডিং করার জন্য উন্নত টুল।
- দুর্দান্ত নিরাপত্তা।
কিভাবে CoinDCXPro -এ নিজের অ্যাকাউন্ট খুলবেন | How to open account in CoinDCXPro
- প্রথমে নীচের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলুন।
CoinDCXPro অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
- এরপর অ্যাপ্লিকেশনটি খুলে ‘Sign Up’ বিকল্পে ক্লিক করুন।
- তারপর আপনার নাম, ইমেল আইডি, ইত্যাদি কিছু সামান্য তথ্য পূরণ করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পুর্ণ হয়ে যাবে।
- তখন টাকা জমা করে ক্রিপ্টো কেনাবেচা শুরু করুন।
শেষকথা
সাম্প্রতিক কালে ভারতীয়দের মধ্যে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার প্রবণতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই ক্রিপ্টোকারেন্সিতে নিয়মিত ট্রেডিং করে মোটা অর্থ উপার্জন করছেন। আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার কথা ভেবে থাকেন, তাহলে আপনাকে একটি ভালো প্ল্যাটফর্ম-এ ক্রিপ্টো অ্যাকাউন্ট খুলতে হবে। ওপরে ভারতে বহুল প্রচলিত ক্রিপ্টো প্ল্যাটফর্ম গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি এগুলির মধ্যে যে কোনও প্ল্যাটফর্ম -এ আপনার ক্রিপ্টো অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা করে টাকা কমাতে পারেন।
সতর্কীকরণ: – বিটকয়েনে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ। তাই বিটকয়েনে বিনিয়োগ করার আগে সমস্ত রকমের বিশ্লেষণ করে নেবেন। এই পোস্ট দেখে কেউ বিট কয়েনে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হলে , তার জন্য এই পোস্টের লেখক বা এই ব্লগের সাথে যুক্ত কেউ কোনোভাবেই দায়ী হবেন না।
আরও পড়ুন: –