বন্ধুরা করোনা মহামারীর আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে শেয়ার বাজারে বিনিয়োগ করার প্রবণতা দেখা যাচ্ছে। মূলত তরুণ প্রজন্ম এব্যাপারে খুবই আগ্রহ দেখাচ্ছে। এর কারণ প্রধানত তিনটি –
১। করোনা মহামারীর এই সময়ে শেয়ার বাজারে volatility দেখা যাচ্ছে। অর্থাত্, বিভিন্ন কোম্পানীর শেয়ার ক্রমাগত উপর-নীচে হচ্ছে। এই সুযোগে অনেকেই এই সুবিধার লাভ নেওয়ার জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করছেন।
২। আবার নিত্য নতুন অ্যাপ্লিকেশন চালু করে বিভিন্ন ব্রোকিং কোম্পানী গুলি সাধারণ মানুষের মধ্যে শেয়ার বাজারের বিনিয়োগ করার ব্যপারে আগ্রহী করে তুলছে।
৩। অন্যদিকে Scam 1992 বা Big Bull -এর মতো ওয়েব সিরিজ বা সিনেমা গুলিও সাধারণ মানুষের মধ্যে শেয়ার বাজারের বিনিয়োগ করার ব্যপারে আগ্রহী করে তোলার পেছনে ভালোরকম দায়ী।
তবে যারা সদ্য শেয়ার বাজারে এসেছেন তাদের বেশীর ভাগের মধ্যেই শেয়ার বাজার সম্বন্ধে স্পষ্ট ধারণা নেই। তারা সাধারণত বিভিন্ন টিভি চ্যানেলে বা লোকমুখে শেয়ারের নাম শুনে বিনিয়োগ করেন। এরকম সময় বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায়, ওই সব শেয়ার গুলিতে বিনিয়োগ করার পেছনে কোনও মজবুত যুক্তি থাকে না। এইজন্যই, এই পোস্টে আমরা আপনাদের জানাতে চলেছি এমন ৫টি শেয়ারের নাম যেগুলিতে বিনিয়োগ করলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। এক্ষেত্রে, আমরা শুধু শেয়ার গুলির নামই বলবো না, কেনো এই শেয়ার গুলিতে বিনিয়োগ করা উচিত তাও আলোচনা করব। তবে, চলুন এবার দেখে নেওয়া যাক সেই শেয়ার গুলির নাম –
HDFC – এইচডিএফসি
বর্তমান মূল্য: – ₹ ২৯১১ প্রতি শেয়ার
কেনো এইচডিএফসি এর শেয়ারে বিনিয়োগ করবেন ?
১৯৯৬ সালে NIFTY 50 ইন্ডেক্স গঠন হয়। NIFTY 50 ইন্ডেক্সটি ভারতের সেরা পঞ্চাশটি কোম্পানী নিয়ে গঠিত একটি সূচক। নির্দিষ্ট সময় অন্তর এই সূচকে থাকা কোম্পানী গুলি রদবদল হতে থাকে। এই সূচকের মধ্যে থাকা কোনও কোম্পানী খারাপ পারফর্ম করলে এই সূচক থেকে সেই কোম্পানীকে বার করে দেওয়া হয়, তেমনি এই সূচকের বাইরে থাকা কোনও কোম্পানী খুব ভালো পারফর্ম করলে এই সূচকে জায়গা করে নেয়।
এইচডিএফসি হলো এমন একটি শেয়ার যা সেই ১৯৯৬ সাল থেকেই NIFTY 50 সূচকের অন্তর্গত। অর্থাত্ বিগত ২৫ বছর ধরেই এইচডিএফসি ক্রমাগত ভালো পারফর্ম করে চলেছে। এই একটি কারণই এইচডিএফসি -তে বিনিয়োগ করার জন্য যথেষ্ট। তবুও এইচডিএফসি তে বিনিয়োগ করার আরও কয়েকটি কারণ আমরা দেখে নেবো ।
বিগত তিন বছর, পাঁচ বছর এবং ৭ বছর ধরে এইচডিএফসি -এর বিক্রি বৃদ্ধি পেয়েছে ২০.৫%, ২১.২০ এবং ১৯.২০% হারে।
এইচডিএফসি তে বিদেশী প্রতিষ্ঠানিক সংস্থার (Foreign Institutional Investor) বিনিয়োগ ৭১.৯৫%। সাধারণত বিদেশী প্রতিষ্ঠানিক সংস্থা গুলি যথেষ্ট অনুসন্ধানের পরেই কোনও কোম্পানিতে বিনিয়োগ করে থাকে। তাই আগের মতোই এইচডিএফসি -এর ভালো সময় চালু থাকবে এটা আশা করাই যায়।
এইচডিএফসি এর P/E Ratio অন্যান্য সমরূপ কোম্পানী গুলির থেকে অনেক বেশী। এইচডিএফসি -এর P/E Ratio যেখানে 44, পি এন বি হাউসিং ফাইনান্স বা এল আই সি এর P/E Ratio সেখানে যথাক্রমে মাত্র ৯.৯৮ ও ১৪.৬২।
গত এক বছরে এইচডিএফসি -এর শেয়ার মূল্য প্রায় ১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
আইটিসি – ITC
বর্তমান মূল্য: – ₹ ২৩৬.৭০ প্রতি শেয়ার
কেনো আইটিসি এর শেয়ারে বিনিয়োগ করবেন ?
এইচডিএফসি -এর মত আইটিসি ও এমন একটি শেয়ার যা সেই ১৯৯৬ সাল থেকেই NIFTY 50 সূচকের অন্তর্গত। অর্থাত্ বিগত ২৫ বছর ধরেই এইচডিএফসি ক্রমাগত ভালো পারফর্ম করে চলেছে।
আইটিসি -এর ROE বা Return on Equity ২১% যা যথেষ্ট সন্তোষজনক।
আইটিসি ক্রমাগত নতুন নতুন পণ্য তৈরী করে চলেছে এবং তাদের তৈরী পণ্য গুলি বাজারে বেশ জনপ্রিয়। উদাহরণস্বরূপ আশীর্বাদ আটা, সানফিষ্ট বিস্কুট, ফিয়ামা সাবান ইত্যাদি।
আইটিসি কোম্পানী প্রায় ঋণ মুক্ত। এছাড়াও দেশীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী সংস্থাগুলির এই শেয়ারে প্রায় ৪৩% অংশীদারিত্ব রয়েছে।
এছাড়াও আইটিসি প্রতি বছর ভালো অঙ্কের ডিভিডেন্ড প্রদান করে থাকে। ২০২১ সালে আইটিসি প্রতি শেয়ার পিছু ১০.৭৫ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে।
রিলায়্যান্স ইন্ডিয়া লিমিটেড (Reliance India Limited)
বর্তমান মূল্য: – ₹ ২,৬৬১ প্রতি শেয়ার
কেনো রিলায়্যান্স এর শেয়ারে বিনিয়োগ করবেন ?
এইচডিএফসি ও আইটিসি -এর মত রিলায়্যান্স ও এমন একটি শেয়ার যা সেই ১৯৯৬ সাল থেকেই NIFTY 50 সূচকের অন্তর্গত। অর্থাত্ বিগত ২৫ বছর ধরেই রিলায়্যান্স ক্রমাগত ভালো পারফর্ম করে চলেছে।
একের পর এক কোম্পানী অধিগ্রহণ করে চলেছে রিলায়্যান্স। এছাড়াও রিলায়্যান্স সব ধরণের ক্ষেত্রেই নিজেদের ব্যবসার সম্প্রসারণ করছে। এর ফলে রিলায়্যান্স কোম্পানীর দর দিনকে দিন বাড়তে থাকবে।
কোম্পানীতে প্রমোটাররা তাদের অংশীদারিত্ব ক্রমাগত বাড়িয়ে চলেছেন। এর থেকে বোঝা যায় তারা কোম্পানীর আরও অগ্রগতি দেখতে পাচ্ছেন।
পিডিলাইট ইনডাস্ট্রিজ
বর্তমান মূল্য: – ₹ ২,৩১৮ প্রতি শেয়ার
কেনো পিডিলাইট -এর শেয়ারে বিনিয়োগ করবেন ?
পিডিলাইট যে পণ্য গুলি তৈরী করে সেই সব পণ্য গুলি আমরা সবাই ব্যবহার করি, যেমন – ফেবিকুইক, ফেবিগাম, ফেবিষ্টিক, এমশীল, ইত্যাদি। এইসব পণ্য তৈরিতে পিডিলাইট -এর মূলত কোনো প্রতিযোগী নেই। অর্থাত্ পিডিলাইট -এর একচেটিয়া একাধিপত্য় রয়েছে। ফলে এই কোম্পানীর শেয়ারের দাম দিন দিন আরো বাড়বে।
গত তিন বছর ধরে কোম্পানীর ROE ২৪% -এর ওপরে রয়েছে, যা যথেষ্ট ভালো।
যে কোনো কোম্পানী কেমন পারফর্ম করছে তা বোঝা যায় সেই কোম্পানীর প্রমোটার -দের অংশীদারীত্ব থেকে, কারণ প্রমোটার রাই কোম্পানীর ব্যবসার গতি প্রকৃতি সবার আগে বুঝতে পারেন। সাধারণত ভালো কোম্পানিতে প্রমোটারদের অংশীদারীত্ব বেশি থাকে। বর্তমানে পিডিলাইট কোম্পানিতে প্রমোটারদের অংশীদারীত্ব ৭০%।
টাটা পাওয়ার – TATA POWER
বর্তমান মূল্য: – ₹ ২২৫.৩০ প্রতি শেয়ার
কেনো টাটা পাওয়ার -এর শেয়ারে বিনিয়োগ করবেন ?
বর্তমানে বৈদ্যুতিন যানের কথা যখন সবার মুখে মুখে ঘুরছে, টাটা পাওয়ার কোম্পানীর ভ্যালুয়েশন ও দিন দিন বেড়ে চলেছে। টাটা পাওয়ার মূলত পুনঃনবীকরন যোগ্য শক্তি, বিদ্যুত্ পরিবহন, বিদ্যুত্ বন্টন ইত্যাদির সাথ যুক্ত। কোম্পানিটি ইতিমধ্যে সারা ভারতে ১,০০০ টি বৈদুতিন যানের চার্জিং স্টেশন স্থাপন করে ফেলেছে।
টাটা পাওয়ার -এর ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বেশ ভালো। এছাড়াও গত কয়েক বছরে লাভের পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি একটি সম্ভাবনাময় কোম্পানী। বৈদ্যুতিন যানের চাহিদা ও ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে টাটা পাওয়ার -এর শেয়ার -এর দর ও দিন দিন চড়তে থাকবে। এমনটাই আশা করা হচ্ছে।
গত এক বছরে এই শেয়ার -এর মূল্য ৪ গুণ বৃদ্ধি পেয়েছে।
বন্ধুরা, শেয়ার বাজারে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ। বিভিন্ন রকম বিশ্লেষণ করেই তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত। শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে নিজে সবদিক বিবেচনা করে তবেই বিনিয়োগ করুন। এছাড়াও শেয়ার বাজারে বড় টাকা উপার্জন করতে গেলে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হয়। তাই যখনই উপরিউক্ত শেয়ার গুলি কম দামে কেনার সুযোগ পাবেন, সংগ্রহ করতে শুরু করতে পারেন। এরফলে ধীরে ধীরে আপনার পোর্টফোলিও -এর মূল্য বৃদ্ধি পেতে থাকবে ও আপনিও কোটিপতি হওয়ার দিকে ধাপে ধাপে এগিয়ে যাবেন।
শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে ডিম্যাট অ্যাকাউন্ট -এর মাধ্যমেই করতে হয়। বাড়ী বসে মোবাইল থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য নীচে দেওয়া লিঙ্কের যে কোনো একটিতে ক্লিক করুন।
ZERODHA -তে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন।
UPSTOX -এ ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন।
সতর্কীকরণ: – এই পোস্টে লেখা শেয়ার গুলি কোনোভাবেই সুপারিশ হিসাবে নেবেন না। এই পোস্টে নাম করা শেয়ার গুলি সম্পুর্ন ভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া। এই পোস্ট দেখে কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হলে, এই পোস্টের লেখক বা এই ব্লগের সাথে যুক্ত কেউ কোনোভাবেই দায়ী হবেন না।
আরও পড়ুন: –
যে শেয়ার গুলির ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় | Stocks which can be relied blindfolded