Advertisements

পিএনবি অনলাইন অ্যাকাউন্ট খোলা

Advertisements

Click here to Read this Article in English

পিএনবি (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক) ভারতের সেরা ব্যাংক গুলির মধ্যে একটি। দেশের প্রায় সমস্ত প্রান্তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক -এর শাখা ছড়িয়ে আছে। এছাড়াও পিএনবি -তে অ্যাকাউন্ট থাকার অনেক সুবিধাও আছে। তাই অনেকেই পিএনবি তে অ্যাকাউন্ট খুলতে চান। এই পোস্টটিতে আপনি জানতে পারবেন কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক -এ অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

Advertisements
Contents hide

 

Advertisements

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

জাতীয়তাবাদের চেতনায় অনুপ্রেরিত হয়ে ১৮৯৫ সালের ১২ই এপ্রিল লাহোরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকটি ভারতীয় পুঁজি সহ ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক। শুরুতে এই ব্যাংকের অনুমোদিত মূলধন ছিল ২ লাখ এবং কার্যকরী মূলধন ছিল ২০,০০০ টাকা।

Advertisements

 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট

বর্তমানে পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন ধরণের সুবিধা প্রদান করে থাকে। সে সেভিংস অ্যাকাউন্ট হোক, বা ফিক্সড ডিপোজিট, অথবা অন্য কোনও স্কিম। 

 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট -এর সুবিধা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) তে অ্যাকাউন্ট খোলার বিভিন্ন সুবিধা আছে। যেমন – 

১। পিএনবি সেভিংস অ্যাকাউন্ট

২। পিএনবি কারেন্ট অ্যাকাউন্ট

৩। পিএনবি ফিক্সড ডিপোজিট স্কিম

৪। পিএনবি ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিম

৫। পিএনবি গোল্ড মানেটাইজেসন স্কিম

৬। বিভিন্ন ধরণের ঋণ (লোন)

৭। এছাড়াও বিভিন্ন বীমা যোজনা

 

পিএনবি সেভিংস অ্যাকাউন্ট 

পিএনবি সেভিংস অ্যাকাউন্ট হলো একটি সঞ্চয় প্রকল্প। গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে পিএনবি বিভিন্ন ধরণের সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়। যেমন –  

১। পিএনবি উন্নতি সেভিং ফান্ড অ্যাকাউন্ট

২। পিএনবি সেভিং অ্যাকাউন্ট প্রোডাক্ট ফর প্রিমিয়াম কাস্টমারস

৩। পিএনবি এসএফ প্রুডেণ্ট সুইপ ডিপোজিট অ্যাকাউন্ট

৪। পিএনবি জুনিয়র সেভিংস অ্যাকাউন্ট

৫। পিএনবি বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট স্কিম (BSBDA)

৬। পিএনবি রক্ষক স্কিম

৭। পিএনবি পেনশনার স্কিম

৮। পিএনবি পাওয়ার সেভিংস

৯। পিএনবি সন্মান সেভিংস অ্যাকাউন্ট

১০। পিএনবি মাই স্যালারি অ্যাকাউন্ট

১১। পিএনবি সেভিংস অ্যাকাউন্ট বেস্ট কাস্টমার

১২। পিএনবি প্রথম সেভিংস অ্যাকাউন্ট

১৩। পিএনবি সিলেক্ট সেভিংস অ্যাকাউন্ট

 

যদিও আমরা এখানে শুধুমাত্র পিএনবি বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট স্কিম (BSBDA) বা পিএনবি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট (PNB Zero Balance Account) নিয়ে আলোচনা করব। 

 

পিএনবি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট (PNB Zero Balance Account)

পিএনবি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট হলো পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাংকের একটি মৌলিক ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট সম্বন্ধে নিচে আলোচনা করা হলো – 

 

পিএনবি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট -এর সুবিধা

  • এই অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স (Minimum Balance) রাখার প্রয়োজন নেই। 
  • ব্যাংক শাখায় এবং এটিএমে টাকা লেনদেন করতে পারবেন।
  • এই ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলেও কোনও মাশুল দিতে হবে না।
  • কোনও মাশুল ছাড়াই এটিএম কার্ডের সুবিধা।
  • বিনামূল্যে চেকবই -এর সুবিধা।

 

পিএনবি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলার যোগ্যতা

  • যে কোনও ব্যাক্তি একক ভাবে অথবা যৌথভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • ১০ বছর বয়সী বা তার বেশী বয়সের কোনও নাবালক।
  • যে কোনও অশিক্ষিত বা দৃষ্টিহীন ব্যাক্তিও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

 

পিএনবি তে অ্যাকাউন্ট খুলতে যে নথিগুলি প্রয়োজন

  • আধার কার্ড
  • ঠিকানার প্রমাণপত্র
  • প্যান কার্ড
  • ২ কপি পাসপোর্ট মাপের ফটো
  • একটি সাদা কাগজে আপনার সাক্ষর

 

পিএনবি জিরো ব্যালান্স অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স (Minimum Balance)

  • পিএনবি -এর এই সেভিংস অ্যাকাউন্টে কোনও নূন্যতম ব্যালান্স (Minimum Balance) রাখার প্রয়োজন নেই।

 

পিএনবি জিরো ব্যালান্স অ্যাকাউন্টে সুদের হার

  • পিএনবি জিরো ব্যালান্স অ্যাকাউন্টে বর্তমানে বার্ষিক সুদের হার ২.৭০%।

 

পিএনবি অনলাইন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?

আপনি অনলাইন এবং অফলাইন দু’ভাবেই পিএনবি অ্যাকাউন্ট খুলতে পারেন। 

 

 

পিএনবি অনলাইন অ্যাকাউন্ট খোলা

পিএনবি অনলাইন অ্যাকাউন্ট খোলা ১

  • এর জন্য প্রথমে এখানে এই লিংকে ক্লিক করুন।
  • এরপর ডানদিকে ‘Online Services’ -এর মধ্যে থাকা ‘Savings Account with Video KYC’ বিকল্পে ক্লিক করুন। 
  • এবার একটি নতুন পেজ খুলবে। সেখানে ‘Apply for Savings Account’ বিকল্পে ক্লিক করতে হবে।
  • তারপর ‘Get started’ বিকল্পে ক্লিক করুন। 
  • এরপর ‘Agree’ তে টিক করে ‘Proceed’ বিকল্পে ক্লিক করুন। 
  • এবার আপনার মোবাইল নম্বর ও ইমেল আই ডি দিয়ে ভেরিফিকেশন সম্পুর্ণ করুন।  
  • ভেরিফিকেশন সম্পুর্ণ হলে আধার থেকে আপনার তথ্য স্বয়ংক্রিয় ভাবে চলে আসবে। 
  • এরপর আরও কয়েকটি সামান্য তথ্য যেমন পিতামাতার নাম, নমিনীর নাম ইত্যাদি পূরণ করতে হবে। 
  • এরপর যে শাখায় অ্যাকাউন্ট খুলতে চান তা নির্বাচন করতে হবে। 
  • এরপর আপনি ব্যাংক থেকে যে যে পরিষেবা গুলি নিতে চান তাহলে তা নির্বাচন করুন। 
  • এবার ‘Agree’ বিকল্পে ক্লিক করে ‘Submit’ বিকল্পে ক্লিক করুন। 
  • সঙ্গে সঙ্গে আপনার পিএনবি অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। 

 

 

পিএনবি অফলাইন অ্যাকাউন্ট খোলা

  • এর জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করুন। 
  • ডাউনলোড
  • এরপর ফর্মটিতে সমস্ত তথ্য ভরাট করে, সাথে অন্যান্য নথিপত্র নিয়ে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেখানে গিয়ে জমা দিন। 
  • তাহলেই পিএনবি তে আপনার সেভিংস অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। 

 

 

পিএনবি কাস্টমার কেয়ার

  • অ্যাকাউন্ট খোলা অথবা অন্য কোনও সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন নীচে দেওয়া পিএনবি কাস্টমার কেয়ার নম্বর গুলিতে
    • 1800 180 2222
    • 1800 103 2222
    • Tolled No. 0120-2490000
    • Landline :011-28044907

 

 

আশা করি লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদের মেইল করুন [email protected] -এ। এছাড়া এই লেখাটি অন্য দের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এই ব্লগে আমরা ফাইন্যান্স বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করি। যাতে আমাদের একটি লেখাও আপনার নজর না এড়ায়, তার জন্য ডান দিকের ঘণ্টা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Advertisements

 

আরও পড়ুন: – 

পিএনবি ব্যালান্স চেক | পিএনবি ব্যালান্স চেক নাম্বার

Spread the love
Advertisements

Leave a Comment

error: Content is protected !!