Advertisements

কৃষক বন্ধু প্রকল্প – টাকা ঢুকেছে কিনা কিভাবে জানবেন

Advertisements

কৃষক বন্ধু | কৃষক বন্ধু প্রকল্প | কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন | কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন ওয়েস্ট বেঙ্গল | কৃষক বন্ধু লিস্ট | কৃষক বন্ধু লিস্ট ওয়েস্ট বেঙ্গল | কৃষক বন্ধু লিস্ট পিডিএফ ডাউনলোড | কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা  | কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা 2022 |

Advertisements

 

ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কৃষিপ্রধান দেশ। তাই কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন সরকারী প্রকল্প চালু করেছেন। এমনই একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের বিষয়ে সবকিছু ভালো ভাবে জেনে নিতে এই পোস্টটি মন দিয়ে শেষ অবধি পড়ুন।

Advertisements

Advertisements

কৃষক বন্ধু প্রকল্প

কৃষক বন্ধু প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা একটি কৃষক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষককে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আর্থিক সহায়তা করা হয় এবং সাথে তাঁর পরিবারকে বীমার সুবিধা দেওয়া হয়।  

Advertisements

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা

কৃষক বন্ধু প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুইটি সুবিধা দেওয়া হয় –

  • এই প্রকল্পের অধীনে প্রতিটি কৃষককে বার্ষিক ১০,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা দুই বারে, অর্থাত্‍ প্রতি বারে ৫,০০০ টাকা করে দেওয়া হয়।
  • এই প্রকল্পের অধীনে প্রতিটি কৃষক পরিবারকে কৃষকের মৃত্যুতে ২,০০,০০০ টাকার বীমার সুবিধা দেওয়া হয়। এর জন্য কৃষক পরিবারকে কোনও প্রিমিয়াম দিতে হয় না।      

কৃষক বন্ধু প্রকল্পের যোগ্যতা

এই প্রকল্পের সুবিধা পেতে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা প্রয়োজন –

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ -এর মধ্যে হতে হবে।
  • আবেদনকারীর অবশ্যই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন

কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য নীচে বর্ণিত পদক্ষেপ গুলি অনুসরণ করুন –

  • প্রথম ধাপ – এখানে ক্লিক করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সরকারী ফর্মটি ডাউনলোড করুন। এছাড়াও এই ফর্মটি নিকটবর্তী পঞ্চায়েত অফিস থেকেও সংগ্রহ করা যেতে পারে।
  • দ্বিতীয় ধাপ – এরপর এই ফর্মটি প্রিন্ট করুন ও তারপর ফর্মটিতে সমস্ত তথ্য ভরাট করে, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সমেত আপনার বিডিও অফিসে জমা করুন। আবার দুয়ারে সরকার ক্যাম্পেও এই ফর্ম জমা করা যেতে পারে।
  • Advertisements

 

কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য যে নথিগুলির প্রয়োজন

  • পরিচয়পত্রের প্রতিলিপি (জেরক্স কপি)
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
  • বয়সের প্রমাণপত্রের প্রতিলিপি
  • ভাগচাষীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • নিজের নামে জমি না থাকলে স্বঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথি
  • চাষযোগ্য জমির নথি হিসাবে সম্প্রতিক পরচা/বর্গা নিবন্ধীকরণের নথি/পাট্টা বা বনবিভাগের পাট্টার নথি
  • পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট
  • ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের প্রতিলিপি

কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকের মৃত্যু হলে বিমার টাকা আবেদন করার জন্য যে নথিগুলির প্রয়োজন

  • মৃত্যুর শংসাপত্র
  • মৃত কৃষক/নথিভুক্ত ভাগচাষীর সচিত্র পরিচয়পত্রের প্রত্যয়িত প্রতিলিপি
  • যোগ্য দাবিদার (গণ) –এর শংসাপত্র
  • মৃত কৃষকের নামে জমির নথি

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক

কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা কিভাবে জানবেন ?

কৃষক বন্ধু আবেদন

  • কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম এখানে ক্লিক করুন
  • এরপর আপনার ভোটার কার্ড নম্বর লিখুন।
  • এরপর ডানদিকে ‘I am not a robot’ -এর পাশের বক্সে ক্লিক করুন।
  • তারপর ‘Search’ বিকল্পে ক্লিক করুন। তাহলেই আপনার কৃষক বন্ধু আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন।
  • কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সময় যদি Transaction Successful মেসেজটি দেখতে পান তাহলে বুঝতে হবে যে কৃষক বন্ধুর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে।

 

কৃষক বন্ধু সহায়তা কেন্দ্র

কৃষক বন্ধু প্রকল্পে কোনওরকম সহায়তার জন্য আপনি যোগাযোগ করতে পারেন  8336957370, 8597974989, 6291720406 – এই নম্বরগুলিতে। যোগাযোগের সময় সকল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা। এছাড়াও ইমেল করতে পারেন, [email protected] -এই ইমেল আইডিতে।

Advertisements

প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নগুলি

FAQ – কৃষক বন্ধু