নিজস্বী প্রকল্প | পশ্চিমবঙ্গ সরকারী প্রকল্প | পশ্চিমবঙ্গ সরকারী যোজনা | পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের নাম |পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প | পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা
দেশের অন্যান্য রাজ্য সরকারের মত পশ্চিমবঙ্গ সরকারও বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা প্রদান করে। এমনি একটি যোজনা হলো নিজস্বী প্রকল্প। এই যোজনার আওতায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলিকে সাশ্রয়ী মূল্যে আবাস (ফ্ল্যাট) প্রদান করা হয়। এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে এই পোস্টটি শেষ অবধি পড়ুন।
নিজস্বী প্রকল্প
নিজস্বী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাস যোজনা। এই যোজনার আওতায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের নাগরিকগণকেস্বল্পমূল্যে আবাস (ফ্ল্যাট) দেওয়া হবে। এই প্রকল্পটি ২০১৮ সালে চালু হয়েছিলো।
এই প্রকল্পের আওতায় সরকারী জমিতে আবাস তৈরী করা হয়। এক্ষেত্রে প্রতিটি ব্লকে ১৬টি করে ফ্ল্যাট থাকবে এবং এই বহুতল গুলি চার তলার হবে।
নিজস্বী প্রকল্পের সুবিধা
- নিজস্বী প্রকল্পের আওতায় নিম্নবিত্ত পরিবারের জন্য নূন্যতম ৩৫.১৫ বর্গ মিটার বা ৩৭৮ বর্গ ফুট (কার্পেট এরিয়া) মাপের 1BHK ফ্ল্যাট তৈরী হবে।
- নিজস্বী প্রকল্পের আওতায় মধ্যবিত্ত পরিবারের জন্য নূন্যতম ৫০.৯৬ বর্গ মিটার বা ৫৫৯ বর্গ ফুট (কার্পেট এরিয়া) মাপের 1BHK ফ্ল্যাট তৈরী হবে।
- এই ফ্ল্যাট নেওয়ার জন্য সুবিধাভোগীকে ফ্ল্যাট যে জমির ওপর নির্মিত হবে তার মূল্য বহন করতে হবে না।
নিজস্বী প্রকল্পের ফ্ল্যাটের দাম
নিজস্বী প্রকল্পে যেসব ফ্ল্যাট দেওয়া হবে তাদের প্রত্যেকটির দাম নির্ভর করবে ফ্ল্যাটটির নির্মাণ ব্যয় ও আরও অন্যান্য কয়েকটি বিষয়ের ওপর। তবে মোটামোটি গড়ে 1BHK ফ্ল্যাটের দাম পড়বে ৮ লক্ষের কাছাকাছি এবং 2BHK –এর মূল্য পড়বে ১০ লক্ষের কাছাকাছি।
নিজস্বী প্রকল্পের সুবিধা নেওয়ার যোগ্যতা
এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনার অবশ্যই নীচের যোগ্যতাগুলি থাকা প্রয়োজন –
- যে জেলায় ফ্ল্যাট দেওয়া হবে আবেদনকারীকে অবশ্যই সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর নিজের বা পরিবারের নামে পশ্চিমবঙ্গে কোনও পাকা বাড়ী থাকা চলবে না।
- আবেদনকারীর পারিবারিক মাসিক আয় ১৫,০০০ টাকা বা তার কম হতে হবে।
নিজস্বী প্রকল্পে আবেদন করার পদ্ধতি
নিজস্বী প্রকল্পে আবেদনপত্র কিছু সময় অন্তর অন্তর জমা নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় শেষ আবেদনপত্র জমা নেওয়া হয়েছিলো ২১.০২.২০১৯ থেকে ১৫.০৩.২০১৯ অবধি। যখন নিজস্বী প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে তখন বিজ্ঞপ্তি প্রকাশ করে তা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া থাকে। নিজস্বী প্রকল্পের জন্য পরবর্তী আবেদনপত্র কবে জমা নেওয়া হবে তা জানতে নিয়মিত সংবাদপত্রে নজর রাখুন অথবা http://www.wbhousing.gov.in/nijashree -এই লিঙ্কে মাঝে মাঝে ভিজিট করতে থাকুন। এছাড়াও এই বিষয়ে কোনও নতুন তথ্য পেলে আমাদের ব্লগের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।
নিজস্বী প্রকল্পের আবেদনপত্র
আপনার সুবিধার জন্য একটি নমুনা আবেদনপত্র দেওয়া হলো। এখানে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন।
নিজস্বী প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি
নিজস্বী প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে
- ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড
- রেসিডেন্সিয়াল শংসাপত্র
- আধার কার্ড
- আয়ের প্রমাণপত্র
- রেশন কার্ড
- প্যান কার্ড
- সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের ছবি
নিজস্বী প্রকল্পের মাধ্যমে কিভাবে বাড়ী পাবেন
যদি আপনি নিজস্বী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য যোগ্য হন, তাহলে সংশ্লিষ্ট আবেদনপত্রে সমস্ত নথিপত্র সমেত আবেদন করতে হবে। এরপর যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে যে কারা এই যোজনার আওতায় ঘর পাবেন। লটারিতে নাম না উঠলে একাধিক বার আবেদন করতে পারবেন। তবে এক বার ফ্ল্যাট পেয়ে গেলে আর আবেদন করা যাবে না।
এছাড়াও নিজস্বী প্রকল্প সম্পর্কে আরও খুঁটিনাটি বিষয় গুলি জেনে নিতে এখানে ক্লিক করুন।