Click here to Read this Article in English
পোস্ট অফিস RD Account | Post Office RD Account : বাংলায় বিস্তারিত
আয় করা শুরু করলেই আমাদের সঞ্চয়ের কথা ভাবা উচিত। কর্ম জীবনের শুরু থেকেই যদি আমাদের সঞ্চয় করতে হয় তাহলে মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকা বা রেকারিং পদ্ধতিতে টাকা জমানোর বিকল্প নেই। রেকারিং পদ্ধতিতে টাকা জমানোর অর্থ হলো প্রতি মাসে আপনি আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ জমা করবেন এবং সেই জমানো টাকার ওপর সুদ লাভ করবেন।
রেকারিং ডিপোজিট -এর সুবিধা হলো, ফিক্সড ডিপোজিট -এর মতো একবারে একটি বড় অঙ্কের টাকা এখানে আপনাকে বিনিয়োগ করতে হয় না। আপনি আপনার সুবিধা মতো প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন।
আর রেকারিং ডিপোজিট বললেই সবার প্রথমে আমাদের নজরে আসে পোস্ট অফিসের কথা। এর কারণ মূলত দুটি – প্রথমত, ব্যাঙ্ক এর চেয়ে পোস্ট অফিসের দূরত্ব আমাদের বাড়ির অনেক কাছে হয়। দ্বিতীয়ত, ব্যাঙ্ক এর চেয়ে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা অনেক সহজ। আর সবচেয়ে বড় কারণটি হলো সুদের হার। পোস্ট অফিসের রেকারিং অ্যাকাউন্ট -এর সুদের হার ব্যাঙ্ক এর চেয়ে অনেকটাই বেশী। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ব্লগ Earn Money Bangla তে। এই পোস্টে আমরা আলোচনা করতে চলেছি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে এবং তাও সম্পুর্ণ বাংলায়।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম কি?
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম হলো ভারত সরকারের একটি আমানত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনি মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে তার ওপর সুদ লাভ করতে পারেন। এ সম্বন্ধে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
কারা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারে ?
- যে কোনো ভারতীয় নাগরিক।
- সর্বোচ্চ তিন জন ভারতীয় নাগরিক মিলে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
- একজন নাবালকের হয়ে তার অভিভাবক।
- মানসিক ভাবে অসুস্থ কোনো ব্যাক্তির হয়ে তার অভিভাবক।
- ১০ বছরের ওপর বয়সী কোনো নাবালক নিজেই তার নামে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারে।
পোস্ট অফিসে কতগুলি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যেতে পারে?
- একজন ব্যাক্তি যতগুলি ইচ্ছে ততগুলি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সংখ্যায় কোনো বাধা নিষেধ নেই।
পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে কত বছরের জন্য টাকা ফিক্সড করা যায়?
- পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ৫ বছরে জন্য টাকা জমা করা যায়। রেকারিং ডিপোজিট চালু করার ৫ বছর পর এই পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট ম্যাচিউর হয়।
পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে বর্তমানে সুদের হার
- বর্তমানে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.২%।
- এই সুদ ত্রৈমাসিক ভিত্তিতে প্রদেয় হয়। অর্থাত্ প্রতি মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের শেষে আপনার রেকারিং অ্যাকাউন্টে সুদ যোগ হবে।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ক্যালকুলেটর
উপরিউক্ত সুদের হারে আপনি যদি পোস্ট অফিসে প্রতি মাসে ১০,০০০ টাকা করে জমা করেন তাহলে ৫ বছর পর আপনার জমা টাকার পরিমাণ হবে ৬,৯৬,৯৭০।
কত টাকা দিয়ে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যেতে পারে ?
- নূন্যতম ১০০ টাকা দিয়ে রেকারিং ডিপোজিট খোলা যেতে পারে।
- সর্বোচ্চ যত খুশী টাকা আপনি জমা করতে পারেন।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে কিভাবে টাকা জমা করবেন?
- যদি আপনার অ্যাকাউন্ট মাসের ১৫ তারিখের আগে খোলা হয়ে থাকে তাহলে প্রতি মাসে ১৫ তারিখের আগেই আপনাকে টাকা জমা করতে হবে।
- যদি আপনার অ্যাকাউন্ট মাসের ১৫ তারিখের পর খোলা হয়ে থাকে তাহলে প্রতি মাসের শেষ কাজের দিনের মধ্যে আপনাকে টাকা জমা করতে হবে।
- আবার আপনি যদি চান তাহলে প্রতি মাসের বদলে আগে থেকেই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে টাকা জমা করে রাখতে পারেন। এর জন্য আপনি পোস্ট অফিস থেক রিবেট ও পাবেন।
পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট – কত দিনে টাকা ম্যাচিউর হয়?
- পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে রাখা টাকা ৫ বছরে বা রেকারিং অ্যাকাউন্ট চালু করার ৬০ মাস পরে ম্যাচিউর হয়।
ম্যাচিউর হওয়ার পর কি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট এর সময় সীমা বাড়ানো যায়?
- রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ম্যাচিউর হয়ে গেলে আরও ৫ বছরের জন্য আপনি আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট এর সময়সীমা বর্ধিত করতে পারেন।
- এই বর্ধিত সময়ে, আগে আপনি আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে যে হারে সুদ পেতেন, সেই হরেই সুদ পাবেন।
- এই বর্ধিত সময়ের মধ্যে যে কোনও সময় রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যেতে পারে।
ম্যাচিউর হওয়ার আগেই কি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বন্ধ করা যাবে?
- রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার ৩ বছর পর থেকে আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন।
- রেকারিং ডিপোজিট-এর ক্ষেত্রে যদি পরিণতি (ম্যাচুরিটি) সময়ের এক দিন আগেও অ্যাকাউন্ট বন্ধ করেন তাহলে আপনার জমানো টাকায় সেভিংস অ্যাকাউন্ট এ যে হারে সুদ চলছে সেই হারে সুদ পাবেন।
পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট সম্বন্ধে আরো কিছু তথ্য
- আপনি আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট থেকে লোন ও নিতে পারেন।
পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ?
- প্রথম ধাপ: – আপনার নিকটবর্তী পোস্ট অফিস থেকে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার আবেদন পত্রটি সংগ্রহ করুন।
- দ্বিতীয় ধাপ: – আবেদন পত্রটিতে সমস্ত তথ্য ভরাট করুন।
- তৃতীয় ধাপ: – আবেদন পত্রটি জমা দেওয়ার সময় যে ডকুমেন্টস গুলির প্রয়োজন হবে তা সংগ্রহ করে রাখুন। এই ডকুমেন্টস গুলি হলো –
- আধার কার্ড
- প্যান কার্ড
- দু কপি পাসপোর্ট মাপের ফটো।
- চতুর্থ ধাপ: – এরপর এগুলি নিয়ে কাউন্টার -এ জমা করুন, সাথে যে পরিমাণ টাকা রেকারিং করতে চান তাও জমা করুন। তাহলেই পোস্ট অফিসে আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।
এছাড়া পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট সংক্রান্ত বা অন্য কোনও বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ইমেইল আইডি [email protected] -তে আমাদের ইমেইল করুন। আর পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
আরও পড়ুন: –