Click here to Read this Article in English
আপনি কি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান ? তাহলে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কোথায় বেশী তা নিয়ে নিশ্চই খুব চিন্তায় পড়েছেন। আপনার এই চিন্তার অবসান ঘটাতেই আমাদের আজকের এই পোস্টটি। এই পোস্টটি শেষ অবধি পড়ার পর আপনি জেনে যাবেন যে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কোথায় বেশী – পোস্ট অফিস না ব্যাঙ্ক -এ ? কোথাকার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সুদ বেশি পাবেন ? চলুন শুরু করা যাক।
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
- বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার হল ৪.০০ % ।
- পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ৫০০ টাকা জমা করতে হবে।
ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
সরকারী ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
- এসবিআই (SBI) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ২.৭০%।
- পিএনবি (PNB) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.০০%।
- আলাহাবাদ (Allahabad Bank) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ২.৯০%।
- ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ২.৭৫%।
- কানাড়া ব্যাঙ্কে (Canara Bank) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ২.৯০%।
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.০০%।
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ২.৯০%।
- ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ২.৯০%।
- সেন্ট্রাল ব্যাঙ্ক (Central Bank) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ১০ লক্ষ টাকা ব্যালান্স অবধি ২.৯০% এবং ১০ লক্ষের ওপর ২.৭৫%।
- ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক (Indian Overseas Bank) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.০৫%।
- ইউকো ব্যাঙ্ক (UCO Bank) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.৫০%।
- পাঞ্জাব এন্ড সিন্দ (Punjab & Sind) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.১০%।
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ২.৭৫%।
বেসরকারী ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
- Axis ব্যাঙ্ক -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.০০%।
- আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.০০%।
- এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.০০%।
- আইডিএফসি ফার্স্ট (IDFC First) ব্যাঙ্ক -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার: –
- ১ লক্ষ অবধি ৪%।
- ১ থেকে ১০ লক্ষ অবধি ৪.৫০%।
- ১০ লক্ষ থেকে ২ কোটি অবধি ৫%।
- আইডিবিআই (IDBI) ব্যাঙ্ক -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার ৩.০০%।
- ইন্দাসইণ্ড (IndusInd) ব্যাঙ্ক -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার: –
- ১০ লক্ষ অবধি ৪%।
- ১০ লক্ষের ওপর ৫%।
ঘরে বসে অনলাইনে ইন্দাসইণ্ড ব্যাঙ্ক -এর অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
- কোটাক মহিন্দ্রা (Kotak Mahindra) ব্যাঙ্ক -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার: –
- ১ লক্ষ অবধি ৩.৫০%।
- ১ লক্ষ থেকে ১ কোটি অবধি ৪%।
ঘরে বসে অনলাইনে কোটাক মাহিন্দ্রার অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
- ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) -এর সেভিংস অ্যাকাউন্টে বর্তমান বার্ষিক সুদের হার: –
- ১ লক্ষ অবধি ৪%।
- ১ থেকে ১০ লক্ষ অবধি ৪.৫০%।
- ১০ লক্ষ থেকে ১০০ কোটি অবধি ৫.২৫%।
- ইকুয়েটাস স্মল ফাইনান্স ব্যাঙ্ক (Equitas Small Finance Bank)
- ১ লক্ষ অবধি ৩.৫০%।
- ১ লক্ষ থেকে ১ কোটি অবধি ৭.০০%।
ঘরে বসে অনলাইনে ইকুয়েটাস স্মল ফাইনান্স ব্যাঙ্ক -এর অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
বন্ধুরা উপরের আলোচনা থেকে এটুকু বোঝা গেলো যে যদি আপনাকে সেভিংস অ্যাকাউন্টের পরিষেবা সরকারী স্থান থেকে নিতে হয় তবে আপনার জন্য পোস্ট অফিসের কোনও বিকল্প নেই কারণ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার যে কোনও সরকারী ব্যাঙ্কের চেয়ে অনেক বেশী। তবে আপনি যদি বেসরকারী পরিষেবা নিতে চান তবে আপনার জন্য উপযুক্ত গন্তব্য হবে ইকুয়েটাস স্মল ফাইনান্স ব্যাঙ্ক। যদিও সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় সুদের হার ছাড়াও আরও অন্যান্য বিষয় গুলির ওপর যেমন: – ওই ব্যাঙ্কের শাখা আপনার বাড়ীর কাছে কিনা ? ব্যাঙ্কের কর্মচারীরা সহায়তাপরায়ণ কিনা ? বা ব্যাঙ্কের ডেবিট কার্ড চার্জ বেশী কিনা ইত্যাদি বিষয়ও খোজ নিন এবং শেষে সবদিক বিচার করে সিদ্ধান্ত নিন যে কোথায় আপনার কষ্টার্জিত অর্থ সঞ্চয় করবেন।
আশা করি পোস্টটি আপনাদের অনেক কাজে লাগবে। এবিষয়ে অথবা যেকোনো আর্থিক বিষয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান অথবা ইমেল করুন আমাদের ইমেল আইডি: – [email protected] -এ আর পোস্টটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
আরও পড়ুন: –
পিপিএফ সম্বন্ধে বিস্তারিত – সুদের হার, অ্যাকাউন্ট খোলার নিয়ম
অটো সুইপ ফিক্সড ডিপোজিট | সেভিংস অ্যাকাউন্টে পান ফিক্সড ডিপোজিটের সুদ